ধোনির জন্য ভেঙেছিল যুবরাজ-দীপিকার সম্পর্ক, জন্মদিনে প্রকাশ করলেন বড় রহস্য !! 1

ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়কে বলিউড প্রেম দেখতে পাওয়া যায়। বলিউড ও ক্রিকেটের মধ্যে সবথেকে জনপ্রিয় জুটি হলো বিরস্কার জুটি। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এই জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সমাজ মাধ্যমে উঠে এসেছে আরও একটি জুটির কথা। ভারতীয় দলের তারকা খেলোয়াড় যুবরাজ সিং (Yuvraj Singh) আজ ৪৩ বছর বয়সে পা দিয়েছেন। তারকা খেলোয়াড়কে নিয়ে সমাজ মাধ্যমে সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন ভক্তরা। যুবরাজ ভারতীয় ভক্তদের খুবই পছন্দের একজন তারকা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছক্কা হাকানো থেকে ক্যান্সার অবস্থায় ২০১১ সালের বিশ্বকাপের সেরা পুরস্কার জিতেছিলেন যুবরাজ।

দীপিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন যুবরাজ

Deepika yuvraj singh
Deepika Padukone and Yuvraj Singh | Image: Twitter

ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আপাতত অবসর জীবন পালন করছেন। বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ-এর সঙ্গে সুখে দাম্পত্য জীবন পালন করছেন তিনি। একসময় যুবরাজ সিং (Yuvraj Singh) বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। তবে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকার যুবরাজ জানিয়েছেন ২০০৭-০৮ সাল নাগাদ দীপিকার সাথে ডেটিং করতেন তিনি যদিও তিনি তার সাক্ষাৎকারে দীপিকার নাম উল্লেখ করেননি। যুবরাজ জানিয়েছিলেন ভারতীয় দল ওই সময়ে অস্ট্রেলিয়াতে বেশ সমস্যায় পড়েছিল। খেলার মাঠে নয় বরং মাঠের বাইরেও ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তর্ক বিতর্ক তৈরি হয়েছিল। ঠিক সেই সময় ক্যারিয়ারের খারাপ ফর্মে চলছিলেন যুবরাজ তখন নিজের দিকে ফোকাস করতে গিয়ে দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্ক গিয়েছিল যুবরাজের।

Read More: স্মিথ বাদ, ফিরলেন হ্যাজেলউড, ‘গাব্বা’-র বদলা নিতে নতুন একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার !!

ধোনির জন্য ভেস্তে গিয়েছিল সম্পর্ক

ধোনির জন্য ভেঙেছিল যুবরাজ-দীপিকার সম্পর্ক, জন্মদিনে প্রকাশ করলেন বড় রহস্য !! 2
Deepika Padukone and MS Dhoni | Image: Twitter

মন্তব্য করে যুবরাজ জানান “২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফর চলাকালীন, আমি একজন অভিনেত্রীর সাথে ডেটিং করছিলাম। যদিও, তার নাম আমি প্রকাশ করতে চাই না। যদিও এই মুহূর্তে তিনি খুবই ভালো এবং একজন অভিজ্ঞ অভিনেত্রী। তার সাথে আমার বেশ কিছুদিন সম্পর্ক চলছিল।” যদিও সেই সম্পর্কের ইতি টান পড়েছিল। জানা গিয়েছিল ওই একই সময়ে এমএস ধোনির (MS Dhoni)। দীপিকার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শোনা গিয়েছিল, ব্যাপারটা নাকি সত্যি। ধোনি ও দীপিকার মধ্যে একটা সম্পর্কের রসায়ন তৈরি হয়েছিল। ধোনি সেই সময় নিজে জানিয়েছিলেন, তিনি নাকি দীপিকাকে খুবই পছন্দ করেন। শোনা গিয়েছিল, দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ ছবি রিলিজের সময় ধোনি বিশেষ আমন্ত্রণও পেয়েছিলেন। তবে, নিজেদের মধ্যে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন ধোনি ও দীপিকা। তাদের সম্পর্ক বেশিদূর এগোয়নি।

Read Also: Yuvraj Singh: “স্তনকে কমলালেবুর সাথে…” যুবরাজ সিংয়ের সংস্থার দেওয়া এই বিজ্ঞাপনে ক্ষুব্ধ নেটিজেনরা, বড়সড় বিতর্ক দেশ জুড়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *