ফের স্বপ্নভঙ্গ দিল্লির, দ্বিতীয় বারের মতন WPL জয় মুম্বইয়ের !! 1

WPL ফাইনালে ফের স্বপ্নভগ্ন হলো দিল্লি ক্যাপিটালসের (DC)। মহিলা প্রিমিয়ার লিগের তৃতীয় সিজিনে আবার একবার মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। ২০২৩ সালে WPL-এর প্রথম মৌসুমে এই দুটি দল মুখোমুখি হয়েছিল, সেবার দিল্লিকে ৭ উইকেটে পরাজিত করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, আবার এক বছর বাদেই সেই দুই দল মুখোমুখি হয়েছে WPL-এর মেগা ফাইনালে। এবারে দিল্লিকে ৮ রানে পরাজিত করে শিরোপা জয় করে নিলো হারমানপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুম্বাই ইন্ডিয়ান্স। টানা তিনবার WPL ফাইনালে পৌঁছালেও ট্রফি জিততে ব্যার্থ হলো দিল্লি ক্যাপিটালস।

এদিন ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। মহিলা ক্রিকেটের অন্যতম বড় অধিনায়ক হিসেবে পরিচিত এই অজি তারকা। ক্রিকেট বিশ্বের একেরপর এক ট্রফি জিতেছেন তিনি। তবে, তিনি এই ডব্লিউপিএল ট্রফি থেকে এখনও দূরে রয়েছেন। ম্যাচের কথা বলতে গেলে, শুরুতে দিল্লি দল মুম্বইয়ের উপর বেশ প্রভাব রেখেছিল এবং মুম্বাই দলের দুই ওপেনার হেইলি ম্যাথিউজ এবং যশতিকা ভাটিয়া (Yashtika Bhatia) দুজনেই ১৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেছিলেন।

দ্বিতীয় WPL শিরোপা জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স

Wpl
Mumbai Indians | Image: Getty Images

কঠিন সময়ে রান এসেছে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে। অনবদ্য অর্ধশতরানে ভর করে দিল্লির সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন হরমনপ্রীত ৪৪ বলে ৬৬ রান বানান, ইনিংস জুড়ে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। পাশাপাশি তাকে সঙ্গ দেন ২০২৩-সালের ফাইনালের নায়িকা ইংলিশ তারকা ন‍্যাট স্কিভার ব্রান্ট। তিনি ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন, অন্যদিকে দিল্লির হয়ে সফল বোলিং প্রদর্শন দেখান মারিজান কাপ। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাটিং করতে নেমে, দিল্লির শুরুটাও ছিল মুম্বইয়ের মতন। দ্রুত ৩ উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে পড়ে দিল্লি। ক্যাপ্টেন ল্যানিং, ওপেনার শেফালী ও জোনাসেন ৩৭ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। দিল্লির হয়ে লড়াইটা ভালো চালিয়েছিলেন জেমাইমা রদ্রিগেজ এবং মারিজান কাপ। জেমাইমা ২১ বলে ৩০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, তবে দলের হয়ে নিজের ১০০% দিয়েছেন মারিজান কাপ। বল হাতে ম্যাজিকাল পারফরমেন্সের পর ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তবে, দলকে জেতাতে পারেননি তিনি। ১৪১ রানে শেষ হয় দিল্লির ব্যাটিং। শেষমেশ ৮ রানে জয় ছিনিয়ে দ্বিতীয় বারের জন্য উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জয় করলো মুম্বাই ইন্ডিয়ান্স।

Read Also: IPL 2025: আইপিএলের আগেই দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মোহাম্মদ শামির উপর, গুজরাট টাইটান্স থেকে পড়লেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *