বিসিসিআই মহিলা টি-২০ চ্যালেঞ্জের জন্য দলের নাম ঘোষণা করে দিয়েছে। এর সঙ্গেই এই দলগুলির অধিনায়কের নামও ঘোষণা করে দিয়েছে। এই মুহূর্তে আইপিএলের পঞ্চদশ সংস্ক্রওণ চলছে। যার ফাইনাল ম্যাচ খেলা হবে ২৯ মে। কিন্তু বিসিসিআই তার আগেই মহিলা টি-২০ চ্যালেঞ্জের কিছু শিডিউল জারি করে দিয়েছে।
মহিলা টি-২০ চ্যালেঞ্জের দল আর অধিনায়ক নাম ঘোষণা
মহিলা টি-২০ চ্যালেঞ্জে হরমনপ্রীয় কৌরকে সুপারনোভাজ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে স্মৃতি মান্ধানাকে ট্রেল্বলেজার ফ্রেঞ্চাইজির অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দীপ্তি শর্মাকে ভেলোসিটি দলের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় মহিলা নির্বাচক কমিটি এই ৩টি দলের খেলোয়াড়দেরও নির্বাচন করে ফেলেছে।
প্রত্যেকটি দলে ১৬জন খেলোয়াড়কে শামিল করা হয়েছে। প্রসঙ্গত আইপিএল ২০২২ এর শেষদিকের ম্যাচ চলাকালীন মহিলা টি-২০ চ্যালেঞ্জের শুরু হবে। বিসিসিআইয়ের ঘোষণা মোতাবেক ২৩ থেকে ২৮ মে-র মধ্যে পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ খেলা হবে।
NEWS – BCCI announces squads for My11Circle Women’s T20 Challenge. @ImHarmanpreet to lead the Supernovas, @mandhana_smriti will lead the Trailblazers and Deepti Sharma to Captain Velocity.
More details here – https://t.co/3y0WYcnDGA #WT20Challenge
— IndianPremierLeague (@IPL) May 16, 2022
এই আলাদা আলাদা দেশ থেকে মোট ১২জন খেলোয়াড় নেবেন অংশ
প্রসঙ্গত, বিসিসিআই এই মরশুমে মহিলা টি-২০ চ্যালেঞ্জের মোট চারটি ম্যাচ আয়োজিত করবে। এই ব্যাপারে বিসিসিআই আগেই ঘোষণা করে দিয়েছে যে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মোট ১২জন বিদেশী খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেবেন।
মহিলা টি-২০ চ্যালেঞ্জ ২০২২ এর প্রথম ম্যাচ ২৩ মে সুপারনোভাজ আর ট্রেলব্লেজারের মধ্যে খেলা হবে। এই অবস্থায় দুই দলের মধ্যে হতে চলা এই ম্যাচ যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে। এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ ভারতীয় সময়ানুসার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে। গত বছর করোনা মহামারীর কারণে এই টুর্নামেন্ট বাতিল করে দেওয়া হয়েছিল।
এই টুর্নামেন্টের তিনটি দলে এই চারটি দেশের প্রায় সমস্ত বড় খেলোয়াড়কেই শামিল করা হয়েছে।
Supernovas | Trailblazers | Velocity |
Harmanpreet Kaur (C) | Smriti Mandhana (C) | Deepti Sharma (C) |
Taniya Bhatia (VC) | Poonam Yadav (VC) | Sneh Rana (VC) |
*Alana King | Arundhati Reddy | Shafali Verma |
Ayushi Soni | *Hayley Matthews | *Ayabonga Khaka |
Chandu V | Jemimah Rodrigues | K.P.Navgire |
*Deandra Dottin | Priyanka Priyadarshini | *Kathryn Cross |
Harleen Deol | Rajeshwari Gayakwad | Keerthi James |
Meghna Singh | Renuka Singh | *Laura Wolvaardt |
Monica Patel | Richa Ghosh | Maya Sonawane |
Muskan Malik | S. Meghana | *Natthakan Chantham |
Pooja Vastrakar | Saiqa Ishaque | Radha Yadav |
Priya Punia | *Salma Khatun | Aarti Kedar |
Rashi Kanojia | *Sharmin Akter | Shivali Shinde |
*Sophie Ecclestone | *Sophia Brown | Simran Bahadur |
*Suné Luus | Sujata Mallik | Yastika Bhatia |
Mansi Joshi | S.B.Pokharkar | Pranavi Chandra |
তবে বাংলার ঝুলন গোস্বামী এবং ইংল্যান্ডের ড্যানিয়েলা ওয়েটকে এই টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়নি। তবে বাংলার তথা ভারতীয় মহিলা দলের উইকেটকিপার রিচা ঘোষা এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন। ট্রেলব্লেজার দলের অংশ হয়েছেন।
কবে কোথায় হবে ম্যাচ
Date | Time (IST) | Team A | Team B |
23-May-22 | 7:30 PM | Trailblazers | Supernovas |
24-May-22 | 3:30 PM | Supernovas | Velocity |
26-May-22 | 7:30 PM | Velocity | Trailblazers |
28-May-22 | 7:30 PM | Final |