আসন্ন এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) নিয়ে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) দলে রাখা হয়েছে। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহকে ঘিরে ভক্তদের জন্য বড় সুখবর এসেছে। এশিয়া কাপে অংশ নিলেও সূচি ও ম্যাচের চাপ মাথায় রেখে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপ শেষ হতে না হতেই ভারতে আসছেন ওয়েস্ট ইন্ডিজ। আর উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে থাকছেন না বুমরাহ।
এশিয়া কাপের দলে জায়গা পাচ্ছেন বুমরাহ

বর্তমানে ভারতের বোলিং আক্রমণের মূল ভরসা তিনিই। তাঁর সুইং, ইয়র্কার ও ধারাবাহিকতা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য সবসময়ই ভয়ঙ্কর হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে তিনি সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। ফলে এশিয়া কাপে তাঁর উপস্থিতি ভারতীয় দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এশিয়া কাপ ২০২৫ হবে একদম উচ্চমানের প্রতিযোগিতা, যেখানে ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান অংশ নেবে। বড় মঞ্চে অভিজ্ঞ ও ম্যাচ-উইনার ক্রিকেটারদের উপস্থিতি সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বুমরাহর নাম দলের তালিকায় থাকাটা ভারতীয় শিবিরের জন্য ইতিবাচক বার্তা। পাশাপশি, বুমরাহকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়ার পরিকল্পনার পেছনে রয়েছে তাঁর ফিটনেস ম্যানেজমেন্ট।
Read More: ৬,৪,৪,৪,৪,৪.. ধারাবাহিকভাবে বঞ্চিত অভিমন্যু ইশ্বরন দলীপ ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে দিলেন যোগ্য জবাব !!
উইন্ডিজদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে না বুমরাহ

অতীতে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই তারকাকে। তাই বোর্ড ও সাপোর্ট স্টাফ চাইছেন, বড় টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাঁকে শতভাগ ফিট অবস্থায় পেতে। সবমিলিয়ে, এশিয়া কাপে বুমরাহর প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনোবল বাড়াবে। কিন্তু প্রশ্ন উঠছে – এটি কি দলের অন্য যোগ্য খেলোয়াড়দের জায়গা নষ্ট করার সমান? প্রসঙ্গত, বুমরাহ নিঃসন্দেহে বিশ্বমানের পেসার। তবে সাম্প্রতিক সময়ের তার চোটের সমস্যা এবং সীমিত ম্যাচ খেলার কারণে তাঁর ফিটনেস নিয়ে সন্দেহ আছে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে আগামী সিরিজ গুলোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকেন।
কিন্তু সমালোচকদের মতে, যদি তিনি টেস্ট খেলতে না পারেন, তাহলে তাঁকে দলে রাখার মানে কী? তাঁর জায়গায় ফর্মে থাকা কোনো তরুণ বোলার সুযোগ পেলে দল আরও উপকৃত হতে পারত। সদ্য সমাপ্ত হাওয়া ইংল্যান্ড সিরিজে মাত্র ৩টি টেস্ট খেলেছিলেন বুমরাহ। উইকেট পেয়েছিলেন ১৪টি। তবে, বুমরাহকে এশিয়া কাপ দলে সুযোগ দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। অনেকেই মনে করছেন, নাম ও অভিজ্ঞতার ভিত্তিতে দলে সুযোগ দেওয়া হয়েছে বুমরাহকে। আবার অনেক বিশেষজ্ঞদের মতে, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জিততেও যদি বুমরাহর মতন খেলোয়াড়কে শামিল করতে হয় তাহলে বিসিসিআই ও নির্বাচক কমিটি দল গড়তে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছে।
বুমরাহকে সুযোগ দেওয়া নিয়ে উঠলো অভিযোগ

অন্যদিকে, বুমরাহর সমর্থকরা বলছেন, তাঁর অভিজ্ঞতা এবং ম্যাচ-উইনিং দক্ষতা অমূল্য। বড় ম্যাচে তাঁর উপস্থিতি প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করে। তবে, এশিয়া কাপে বিশেষ করে ২০ ওভারের ফরম্যাটে গত ১ বছরে বুমরাহ কোনো ম্যাচেই অংশ নেননি। তবুও, ভারত প্রতিটি টি-টোয়েন্টি সিরিজেই জয় পেয়েছে। সমালোচকদের যুক্তি, বুমরাহের মতন তারকাকে যদি এভাবে দলে শামিল করা হয় তার জন্য তরুণরা দলে জায়গা পাচ্ছে না, তাদের মনোবল ভেঙে যাচ্ছে। সবমিলিয়ে, এশিয়া কাপে বুমরাহর অন্তর্ভুক্তি ভারতীয় দলে শক্তি বাড়ালেও, বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থামছে না।