bcci-unwilling-to-select-ishan-kishan

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ধরাশায়ী হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে তাই মেপে পা ফেলতে চায় বিসিসিআই (BCCI)। সেই বাড়তি সতর্কতার ছায়া দেখা গেলো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রেও। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যাঁরা থাকতে পারেন তাঁদের মধ্যে অধিকাংশকেই কুড়ি-বিশের সিরিজ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। খেলছেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)। ব্যতিক্রম মহম্মদ শামি (Mohammed Shami)। দেড় বছর চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর আসন্ন টি-২০ সিরিজ দিয়েই টিম ইন্ডিয়াতে কামব্যাক করছেন বাংলার পেসার। প্রত্যাশামতই একঝাঁক তরুণেরও জায়গা হয়েছে দলে। সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মারা (Tilak Varma)।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরাহ, ‘অশনি সঙ্কেত’ দেখছে টিম ইন্ডিয়া !!

ঈশানের জন্য বন্ধই রইলো দরজা-

Ishan Kishan | BCCI | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টি-২০ সিরিজেও শিকে ছিঁড়লো না ঈশান কিষণের (Ishan Kishan) ভাগ্যে। ২০২৩-এর ডিসেম্বর থেকেই বিসিসিআই-এর (BCCI) সাথে একপ্রকার দড়ি-টানাটানি চলছে তাঁর। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন তিনি। তারপর তাঁর বেশ কিছু কর্মকাণ্ড অপছন্দ হয়েছিলো বোর্ড কর্তাদের। তাঁরা ঈশানকে (Ishan Kishan) নির্দেশ দেন ঘরোয়া ক্রিকেট খেলার। কিন্তু রাজী হন নি ঝাড়খণ্ডের তরুণ তুর্কি। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। এর ফলে বিসিসিআই-এর (BCCI) রোষের শিকার হন ঈশান। শাস্তিস্বরূপ জাতীয় দলের দরজা বন্ধ হয় তাঁর জন্য। এমনকি কেন্দ্রীয় চুক্তির ‘সি’ গ্রেড থেকেও ছেঁটে ফেলা হয়েছিলো তাঁকে।

এই ঘটনার পর কেটে গিয়ে এক বছর। প্রত্যাবর্তনের লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশ নিয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। খেলেছেন বুচিবাবু টুর্নামেন্ট, রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, দলীপ ট্রফির মত টুর্নামেন্ট। নিয়মিত রান’ও করেছেন। কিন্তু তবুও গলে নি বরফ। ঈশানকে জাতীয় দলে আর ফেরায় নি দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা (BCCI)। ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক সিনিয়র তারকা যেহেতু বিশ্রামে রয়েছেন, সেহেতু বিশেষজ্ঞদের অনেকেই ভেবেছিলেন যে ফর্মে থাকা ঈশানকে ফেরানোর কথা ভাববেন অজিত আগরকাররা। কিন্তু ১৮০ ডিগ্রী অবস্থানই নিলেন তাঁরা। দরজা বন্ধই রইলো ঝাড়খণ্ডের তরুণের জন্য। দিনকয়েকের মধ্যেই ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষিত হবে, সেখানেও তাঁর জায়গা পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই।

BCCI-এর ভাবনায় ঋষভ পন্থ’ও-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

দেশের জার্সিতে ৭৬টি টি-২০ খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু তাঁর পরিসংখ্যান আহামরি নয়। মাত্র ২৩.২৫ গড়ে ১২০৯ রান করেছেন তিনি। অর্ধশতকের সংখ্যা কেবল ৩টি। স্ট্রাইক রেট ১২৭.২৬। ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁকে আর সুযোগ দিতে রাজী নয় বিসিসিআই (BCCI)। ইংল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণার পর মিললো তেমনই আভাস। ঋষভের বদলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এই মুহূর্তে জাতীয় নির্বাচকদের প্রথম পছন্দ সঞ্জু স্যামসন (Sanju Samson)। সম্প্রতি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০ শতরান করেছেন তিনি। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেও শিকে ছেঁড়ে নি ঋষভের ভাগ্যে। বরং উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) সুযোগ দিয়েছে বিসিসিআই (BCCI)। কুড়ি-বিশের ক্রিকেট না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সম্ভবত থাকবেন ঋষভ। যদিও সেখানেও উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম পছন্দ হওয়ার সম্ভাবনা কে এল রাহুলের।

দেখুন সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড-

Also Read: IND vs ENG: প্রত্যাবর্তন মহম্মদ শামি’র, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন টি-২০ সহ-অধিনায়ক পেলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *