সঙ্কটে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ, হেড কোচের পদ থেকে ছাঁটাইয়ের পথে বিসিসিআই !! 1

গত ৯ জুলাই ভারতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আইপিএলে (IPL) দুর্দান্ত সাফল্যের পর তাঁকেই রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলো বিসিসিআই। গম্ভীরের নিয়োগে খুশি হয়েছিলেন সমর্থকেরাও। দেশে এবং বিদেশের মাটিতে আগ্রাসী ক্রিকেট খেলবে দল-আশায় ছিলেন সবাই। কিন্তু আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ফারাকটা যে বেশ বড়, তা গম্ভীর (Gautam Gambhir) জমানার প্রথম কয়েক মাসেই স্পষ্ট হয়েছে ক্রিকেটজনতার কাছে। শুরুটা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় দিয়ে হয়েছিলো বটে। কিন্তু এরপর বারবারই প্রশ্নের মুখে পড়েছে ‘গুরু’ গম্ভীরের স্ট্র্যাটেজি। টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গম্ভীরই আদর্শ ব্যক্তি কিনা তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

Read More: IND vs NZ: আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, ক্ষিপ বিরাটের ভিডিও হলো ভাইরাল !!

গম্ভীর আমলে ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া-

Gautam Gambhir and Rishabh Pant | Image: Getty Images
Gautam Gambhir and Rishabh Pant | Image: Getty Images

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথমবার জাতীয় দলের হটসিটে বসেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পাল্লেকেলের মাঠে দুর্দান্ত পারফর্ম্যান্স করে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেন সূর্যকুমার যাদব’রা। এরপর ওডিআই সিরিজেই মুখ থুবড়ে পড়তে হয় ‘মেন ইন ব্লু’কে। কলম্বোর মাঠে প্রথম ম্যাচটি টাই হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে লঙ্কান স্পিনারদের বিরুদ্ধে সুবিধা করতে পারে নি ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ। ০-২ ফলে হারতে হয় টিম ইন্ডিয়াকে (Team India)। দীর্ঘ ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হাতছাড়া হয় ভারতের। ব্যাটিং লাইন আপ নিয়ে কাটাছেঁড়া করায় কাঠগড়ায় উঠেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। এরপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের মাঠে টেস্ট ও টি-২০তে একাধিপত্য দেখালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের নড়বড়ে দেখালো দল’কে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রশ্নের মুখে ভারতের ব্যাটিং লাইন-আপ। প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছিলেন রোহিত-কোহলিরা (Virat Kohli)। এই ব্যর্থতার দায়’ও এড়াতে পারেন না গম্ভীর। মেঘলা আবহাওয়ায় বৃষ্টিভেজা পিচে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত যে বিপক্ষে যেতে পারে তা আন্দাজ করা বিশেষ কঠিন নয়। তা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তই ডুবিয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা ফের প্রমাণিত পুণেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে। মিচেল স্যান্টনার (Mitchell Santner), আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস’রা (Glenn Phillips) বারবার বিপাকে ফেললেন শুভমান, রোহিত, পন্থদের। কিন্তু কিউই আক্রমণের প্রতিরোধের কোনো দিশা দেখাতে পারেন নি কোচ। বরং অসহায় আত্মসমর্পণই করতে হয়েছে ভারতকে।

গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বোর্ড-

Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

৩৬ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট হার, প্রথম বার কিউইদের বিপক্ষে হাতছাড়া হোম টেস্ট সিরিজ, ১২ বছর প্রথমবার দেশের মাঠে টেস্ট সিরিজে পরাজয়-গম্ভীর (Gautam Gambhir) জমানার চতুর্থ মাসেই একঝাঁক কলঙ্কের দাগ লেগেছে ভারতীয় ক্রিকেটের গায়ে। এই অন্ধকার থেকে দল’কে বের করে আনতে বদ্ধপরিকর বিসিসিআই। আপাতত ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তি করা হয়েছে গম্ভীরের সাথে। কিন্তু আসন্ন বড় প্রতিযোগিতাগুলিতে তিনি আদৌ ভারতের হটসিটে থাকার যোগ্যতা রাখেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই সন্দিহান কর্মকর্তারা। অস্ট্রেলিয়াতে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে উড়ে যাওয়ার আগে স্কোয়াডের মতামত জানতে চাইতে পারে বিসিসিআই। শোনা যাচ্ছে ৭ নভেম্বর অধিনায়ক রোহিত (Rohit Sharma) ও নির্বাচক প্রধান অজিত আগরকারের সাথে বৈঠকে বসতে পারে বোর্ড। গম্ভীরকে নিয়ে কোন পথে এগোনো উচিৎ, সেদিনই ঠিক হবে তা।

Also Read: IND vs NZ 2nd Test: “বেশী ময়নাতদন্তের প্রয়োজন নেই…” ব্যাটারদের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন, সিরিজ হেরেও সতীর্থদের পাশেই রোহিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *