bcci-threatens-to-boycott-asia-cup

Asia Cup 2025: গত এপ্রিল মাসের ২২ তারিখ কাশ্মীরের পহলগাম অঞ্চলে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। ২৭ জন নিহত হন সেই ঘটনায়। আহতও হন অনেকে। নারকীয় এই হত্যাকাণ্ডের পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের ৯টি জঙ্গিঘাঁটিতে আক্রমণ চালায় ভারতীয় সামরিক বাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছিলো ‘অপারেশন সিঁদুর।’ জঙ্গিদমনে সহায়তা করার বদলে ভারতের মাটিতে ক্ষেপনাস্ত্র হামলার চেষ্টা করেছিলো পাকিস্তান। যদিও এস-৪০০ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সৌজন্যে বিশেষ সুবিধা করতে পারে নি তারা। তবে ৭ থেকে ১০ মে অবধি চলে দুই পক্ষের সংঘর্ষ। এমনিতেই ভারত-পাক সম্পর্ক বিশেষ মধুর নয়। পহলগামের ঘটনা আরও তলানিতে পাঠিয়েছে তা। রাজনীতি ও কূটনীতির দুনিয়া পেরিয়ে যার প্রভাব পড়েছে ক্রিকেটের বাইশ গজেও।

Read More: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ বাতিল করলো ভারত, রোহিত-কোহলির প্রত্যাবর্তন ঘিরে ধোঁয়াশা !!

এশিয়া কাপ নিয়ে রয়েছে জটিলতা-

BCCI Can Boycott Asia Cup | Image: Twitter
BCCI Can Boycott Asia Cup | Image: Twitter

পহলগাম হামলার ক্ষত যে এখনও শোকায় নি তা স্পষ্ট হয়েছে আজ। ইংল্যান্ডের এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারত ও পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড়দের। কিন্তু মাঠে নামতে অস্বীকার করেছেন হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের মত তারকারা। পড়শি দেশকে ‘বয়কট’-এর ডাক দিয়েছেন তাঁরা। তাঁদের চাপে শেষমেশ ম্যাচ বাতিল করতে হয়েছে উদ্যোক্তাদের। কেবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) নয়, ভারত-পাক ইস্যুতে বিশ বাঁও জলে এশিয়া কাপের (Asia Cup 2025) ভবিষ্যত’ও। অনুযায়ী সেপ্টেম্বরে আয়োজিত হওয়ার কথা ছিলো টুর্নামেন্ট। ভেন্যু সংক্রান্ত জটিলতা এড়াতে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরানো হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup)। কিন্তু তাতেও শেষরক্ষা হবে কিনা তা নিশ্চিত নয়।

চলতি বছরে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের সূচিতে ভারত-পাক ম্যাচ রাখা হয়েছে। ভারত-পাক দ্বৈরথ রয়েছে আগামী বছরের উইমেন্স টি-২০ বিশ্বকাপ সূচিতেও। এখনও পর্যন্ত তা নিয়ে আপত্তি জানায় নি বিসিসিআই। সেই কারণেই এশিয়া কাপ (Asia Cup) আয়োজন নিয়েও আশায় ছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য ঢাকায় আগামী ২৪ ও ২৫ জুলাই সভাও ডেকেছিলেন সংস্থার চেয়ারম্যান মহসীন নকভি। কিন্তু বেঁকে বসেছে ভারতীয় বোর্ড। শেখ হাসিনা’র পতনের পর ভারতবিদ্বেষী মনোভাবকে কার্যত আশ্রয় দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রেক্ষিতে ঢাকায় বৈঠকে যোগ দিতে অসম্মত হয়েছে বিসিসিআই। ভেন্যু না বদলালে এশিয়া কাপ (Asia Cup) বয়কটের হুমকি অবধি দিয়েছে তারা। ভারতের সাথে ভেন্যু বদলের দাবী জানিয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানও।

বিকল্প পথ খোলা রাখছে ভারতীয় বোর্ড-

Asia Cup | Image: Twitter
Asia Cup | Image: Twitter

এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য ভারতীয় দল’কে আদৌ কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেবে কিনা তা নিয়ে আগে থেকেই সংশয় ছিলো। ঢাকায় বৈঠক আয়োজনের সিদ্ধান্ত ও বিসিসিআই-এর প্রতিনিধি পাঠাতে বেঁকে বসা আরও বাড়িয়েছে জটিলতা। ক্রিকেটের এল-ক্লাসিকো ছাড়া এশিয়া কাপের (Asia Cup) মত টুর্নামেন্ট আয়োজন যে ভিত্তিহীন তা জানেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে তাই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই মনে করছেন তাঁরা। তবে এসিসি’র টুর্নামেন্ট বাতিল হলেও বিকল্প পথ খোলা রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেপ্টেম্বরে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবনাচিন্তা করছেন রজার বিনি’রা। সেখানে ভারতীয় দলের প্রতিপক্ষ কারা হবে তা যদিও নিশ্চিত নয় এখনও।

Also Read: IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চিন্তায় ভারত, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *