এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন টি-২০ থেকে। BCCI বিলক্ষণ বুঝতে পারছে যে বছর ৩৭-এর হিটম্যানের কেরিয়ার বাকি দুই ফর্ম্যাটেও ফুরিয়ে আসছে দ্রুত। সেই কথা মাথায় রেখেই শুরু হয়ে গিয়েছে নতুন অধিনায়ক খোঁজার পালা। মাসখানেক আগে অবধিও মনে করা হচ্ছিলো যে সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের উত্তরসূরি হতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। লাল বলের খেলায় দৌড়ে ছিলেন কে এল রাহুল ও জসপ্রীত বুমরাহ। কিন্তু নয়া কোচ গম্ভীরের যোগদানের পরেই ওলটপালট হয়ে গিয়েছে অনেক কিছু। হার্দিক নয়, টি-২০’র দায়িত্ব আপাতত তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ‘গ্রুম’ করা হচ্ছে শুভমান গিল’কে (Shubman Gill)।
Read More: ৬, ৬, ৬, ৬, ৬…CSK উইকেটরক্ষকের ধুন্ধুমার ব্যাটিং, করে ফেললেন ট্রিপল সেঞ্চুরি !!
শুভমান হতে পারেন আগামী অধিনায়ক?
২০২৪-এর আইপিএলে প্রথম অধিনায়কের দায়িত্ব সামলেছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর দিকে যে নজর রয়েছে BCCI-এর তা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক দল নির্বাচনগুলি থেকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে স্কোয়াডে ছিলেন না সিনিয়ররা। স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে প্রথমে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই করা হয় স্থায়ী সহ-অধিনায়ক। রোহিত (Rohit Sharma) থাকাকালীন অগ্রজের থেকে যাতে নেতৃত্বের খুঁটিনাটি শিখে নিতে পারেন শুভমান, তাই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্য নির্বাচক অজিত আগরকার। সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো তাঁকে। প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন যে শুভমানের হাতেই যে আগামীতে অধিনায়কত্ব তুলে দেওয়া হবে তার নিশ্চয়তা এখনি দেওয়া না গেলেও, ভাবনায় অবশ্যই রয়েছেন তিনি।
অধিনায়ক শ্রেয়সকে পরখ করছে BCCI-
পরবর্তী অধিনায়ক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দায়িত্ব সম্ভবত পাচ্ছেন না শুভমান গিল (Shubman Gill)। BCCI-এর নজরে রয়েছেন মুম্বইয়ের শ্রেয়স আইয়ার’ও (Shryeas Iyer)। ইতিমধ্যেই আইপিএলের আসরে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ২০২০তে দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছিলেন। ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) ‘ক্যাপ্টেন’ হিসেবে হাতে তুলেছেন আইপিএল ট্রফি’ও। এবার ঘরোয়া ক্রিকেটেও তাঁকে দক্ষতা প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে ভারত-ডি দলের নেতার ভূমিকায় দেখা যাবে তাঁকে। শ্রেয়সের দলে রয়েছেন দেবদত্ত পাডিক্কাল, আর্শদীপ সিং (Arshdeep Singh), রিকি ভুঁই, তুষার দেশাপাণ্ডেদের মত চেনা মুখ। বোর্ডের সাথে ঠাণ্ডা লড়াই মিটিয়ে ভারত-ডি’র হয়েই মাঠে ফিরছেন ঝাড়খণ্ডের ঈশান কিষণ’ও।
তরুণ মুখদের দেওয়া হলো নেতৃত্বের ভার-
একা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নয়, দলীপ ট্রফির সব দলেরই দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ অধিনায়কদের। ভারত-এ দলের নেতার ভূমিকায় দেখা যাবে শুভমান গিল’কে। মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুল, রিয়ান পরাগ, শিবম দুবে’র (Shivam Dube) মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের দেখা যাবে শুভমানের নেতৃত্বে খেলতে। ভারত-বি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। সিনিয়র জাতীয় দলের হয়ে এখনও খেলেন নি তিনি। কিন্তু নেতৃত্বের দায়িত্ব সামলেছেন ভারত-এ দলের। অভিমন্যু’র অধিনায়কত্বে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর’দের (Washington Sundar)। ভারত-সি দলের নেতৃত্বে ঋতুরাজ গায়কোয়াড়। সাই সুদর্শন, রজত পতিদার, সূর্যকুমার যাদব, উমরান মালিক’রা রয়েছেন স্কোয়াডে।
এক নজরে সব দলের স্কোয়াড-
🚨 NEWS 🚨
Squads for first round of #DuleepTrophy 2024-25 announced
All The Details 🔽 @IDFCFIRSTBankhttps://t.co/EU0RDel975
— BCCI Domestic (@BCCIdomestic) August 14, 2024
Also Read: রাতারাতি দল ঘোষণা BCCI-এর, প্রথমবার শুভমান গিলের নেতৃত্বে খেলবেন KL রাহুল !!