bcci-targets-sitanshu-kotak-as-batting-coach

গত বছরের ৯ জুলাই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে নির্বাচিত হন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নতুন কোচের সাথে পূর্ণ সহযোগিতা করার পথে হেঁটেছিলো বিসিসিআই (BCCI)। সহকারী বেছে নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাঁকে। সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার ও নেদারল্যান্ডসের রায়ান টেন দুশখাতেকে বেছে নিয়েছিলেন গম্ভীর। বোলিং পরামর্শদাতা হিসেবে তাঁর পছন্দের মর্ণি মর্কেলকে (Morne Morkel) নিয়ে আসা হয়। দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাসে ‘মেন ইন ব্লু’র নয়া কোচিং স্টাফকে সফল কোনো ভাবেই বলা চলে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা হেরেছে একদিনের সিরিজে। ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজ হারতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এক দশক পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খোয়াতে হয়েছে টেস্ট সিরিজ। টানা ব্যর্থতায় কপালে ভাঁজ পড়েছে বিসিসিআই (BCCI) কর্তাদের। কড়া পদক্ষেপ নেওয়ার পথে তাঁরা।

Read More: IPL 2025: দিল্লী ক্যাপিটালসের নেতৃত্বে পাচ্ছেন না KL রাহুল, ফ্র্যাঞ্চাইজির পছন্দ এই তারকা ক্রিকেটার !!

নতুন কোচ খুঁজে নিলো BCCI-

Sitanshu Kotak | Image: Getty Images
Sitanshu Kotak | Image: Getty Images

বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) ভারতের হতশ্রী পারফর্ম্যান্সের জন্য তারকাদের অফ ফর্মের পাশাপাশি দায়ী করা হচ্ছে কোচিং স্টাফদের ব্যর্থতাকেও। গত সপ্তাহে পরাজয়ের পর্যালোচনার জন্য একটি বৈঠক আয়োজন করেছিলো বিসিসিআই (BCCI)। সেখানে অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক অজিত আগরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বেশ কিছু অস্বস্তিজনক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। নিশানায় ছিলেন তাঁর দুই সহকারী অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। দুজনেরই টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা বিশেষ নেই, এমনকি কোচ হিসেবেও তাঁরা অপেক্ষাকৃত নতুন। আদৌ বড় মঞ্চে দায়িত্ব সামলাতে তাঁরা আদর্শ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বোর্ড কর্তারা। শীঘ্র একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের কথাও উঠে আসে আলোচনায়।

রাহুল দ্রাবিড়ের সাথে জুনে সরে দাঁড়িয়েছিলেন বিক্রম রাঠৌর (Vikram Rathour)। তারপর থেকে ব্যাটিং কোচের পদ ফাঁকাই রয়েছে টিম ইন্ডিয়াতে। সাম্প্রতিক ব্যর্থতার পর সেই শূন্য আসন ফের পূরণ করার ভাবনা বিসিসিআই-এর (BCCI)। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া (TOI) সূত্রে জানা গিয়েছে যে বোর্ড বাজি ধরছে সীতাংশু কোটাকের (Sitanshu Kotak) উপর। “হ্যাঁ, (সীতাংশু) কোটাকের নাম গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ব্যাটিং কোচ হিসেবে উনি যোগ দিতে পারেন। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করবে বিসিসিআই। যেভাবে ভারতীয় ব্যাটাররা শেষ দুই সিরিজে হিমশিম খেয়েছেন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দলের কোচিং স্টাফ আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। বিশেষত ব্যাটিং-এর দৃষ্টিভঙ্গি থেকে,” নাম গোপন রাখার শর্তে ফাঁস করেছেন বিসিসিআই-এর (BCCI) এক কর্তা।

কোচিং-এর অভিজ্ঞতা রয়েছে সীতাংশুর-

Sitanshu Kotak | BCCI | Image: Getty Images
Sitanshu Kotak | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকলেও ভারতীয় ঘরোয়া ক্রিকেটের আঙিনায় রীতিমত কিংবদন্তি বলা চলে সীতাংশ কোটাককে (Sitanshu Kotak)। সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক ১৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.৭৬ গড়ে ৮০৬১ রান করেছেন। তাঁর ১৫টি শতরান ও ৫৫টি অর্ধশতক’ও রয়েছে। ২০১৩ সালে অবসর নেওয়ার পর কোচিং-এর দুনিয়ায় পা রেখেছেন তিনি। সৌরাষ্ট্র রঞ্জি দল’কে কোচিং করিয়েছেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং পরামর্শদাতাও ছিলেন তিনি। এছাড়া গুজরাত লায়ন্স আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির সাথেও যুক্ত ছিলেন সীতাংশু। গত চার বছরে ভারতীয়-এ (INDIA-A) দলের কোচ হিসেবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। ২০২৩-এ টিম ইন্ডিয়ার সিনিয়র দলের আয়ারল্যান্ড সফরেও তাঁকে কোচ নিযুক্ত করেছিলো বিসিসিআই (BCCI)।

Also Read: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টনক নড়লো BCCI-এর, টিম ইন্ডিয়ার দায়িত্ব নিচ্ছেন নয়া কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *