IND vs ENG: কোচ গম্ভীরের ডানা ছাঁটলো বিসিসিআই, কেড়ে নেওয়া হলো বিশেষ ক্ষমতা !! 1

Gautam Gambhir: গতকাল ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত মহাতারকারা সরে দাঁড়ানোর পর ‘নিউ লুক’ টিম ইন্ডিয়া কেমন হয় তা নিয়ে আগ্রহ ছিলো ক্রিকেটমহলে। যাবতীয় প্রশ্নের উত্তর মিলেছে গতকাল দুপুরে। নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছে শুভমান গিলের (Shubman Gill) নাম। সহ-অধিনায়ক পদ থেকে সরানো হয়েছে জসপ্রীত বুমরাহকে। শুভমানের ডেপুটি হিসেবে ইংল্যান্ডে যাচ্ছেন ঋষভ পন্থ। এছাড়া সাই সুদর্শন, আর্শদীপ সিং-দের প্রথমবার সুযোগ দেওয়া হয়েছে লাল বলের ফর্ম্যাটে। আট বছর পর ফিরেছেন করুণ নায়ার। প্রত্যাবর্তন শার্দুল ঠাকুরেরও। ফিটনেস সমস্যার কারণে ইংল্যান্ডগামী দলে জায়গা হয় নি পেসার মহম্মদ শামি’র। ডাক পান নি ছন্দে থাকা শ্রেয়স আইয়ারও। এই মুহূর্তে টেস্ট দলে জায়গা নেই তাঁর, জানিয়েছেন মুখ্য নির্বাচক আগরকার (Ajit Agarkar)।

গম্ভীরকে ছাড়াই বৈঠকে নির্বাচকেরা-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

সাধারণত ভারতীয় দল নির্বাচনে কোচের ভূমিকা থাকে না। কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে নির্বাচকমণ্ডলীর বৈঠকেই বেছে নেওয়া হয় স্কোয়াড। তবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ক্ষেত্রে। অস্ট্রেলিয়া সফরের আগে দল নির্বাচনী বৈঠকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিলো তাঁকে। হর্ষিত রাণা, নীতিশ কুমার রেড্ডির মত নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য সরাসরি সওয়ালও করেছিলেন তিনি। গম্ভীরের জোরাজুরিতেই দুই তরুণকে অস্ট্রেলিয়া পাঠাতে বাধ্য হয়েছিলেন নির্বাচকেরা। কিন্তু বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের ১-৩ পরাজয়ের পর বদলে গিয়েছে পরিস্থিতি। গম্ভীরকে (Gautam Gambhir) আর কোনো রকম বিশেষ সুবিধা দিতে রাজী নয় বোর্ড। সেই কারণেই ইংল্যান্ড সফরের আগে দল নির্বাচনী বৈঠকে আর থাকার সুযোগ দেওয়া হয় নি টিম ইন্ডিয়ার হেড কোচ’কে।

এর আগে একাধিক সিরিজ বা টুর্নামেন্টের দল ঘোষণার সময় মুখ্য নির্বাচক আগরকারের সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। নানা সময় দেখা গিয়েছে অধিনায়ক রোহিতকেও। কিন্তু গতকাল ছিলেন না কেউই। নির্বাচকমণ্ডলীর সদস্য শিব সুন্দর দাসকে সাথে নিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন আগরকার (Ajit Agarkar)। আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলেন না নবনিযুক্ত অধিনায়ক শুভমান গিল। তবে গম্ভীরের অনুপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। সাদা বলের ক্রিকেটে তাঁর অধীনে ভালো খেলেছে ভারতীয় দল। টি-২০তে পরপর বেশ কয়েকটি সিরিজ জিতেছে। ঘরে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2025)। কিন্তু টেস্টে আতসকাঁচের নীচে তাঁর পারফর্ম্যান্স। গম্ভীরের ক্ষমতা কেড়ে তাঁকে এক প্রকার বার্তা দেওয়া হলো বলেই মনে করছে ক্রিকেটমহল।

মুম্বইতে বসেছিলো নির্বাচকমণ্ডলীর বৈঠক-

বাদ গম্ভীরের পছন্দের ক্রিকেটার-

Harshit Rana | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

গত বছরের ৯ জুলাই কোচিং-এর দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শুরুতে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছিলো তাঁকে। নিজের পছন্দের সাপোর্ট স্টাফও বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরাজয়, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মুখ থুবড়ে পড়ার পর মুঠো খানিক শক্ত করেছে বিসিসিআই। গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের সহকারী কোচ অভিষেক নায়ারকে দিনকয়েক আগে ছাঁটাই করা হয়েছে। ড্রেসিংরুমের তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। ইংল্যান্ড সফরের স্কোয়াডকেও গম্ভীরের প্রভাবমুক্ত রাখারই চেষ্টা করেছেন নির্বাচকেরা। তাঁর পছন্দের পেসার হর্ষিত রাণা’কে (Harshit Rana) বাদ দেওয়া হয়েছে। বদলে বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, আকাশ দীপরা সুযোগ পেয়েছেন ইংল্যান্ডগামী দলে।

Also Read: IND vs ENG: “ওর জন্য জায়গা নেই…” সাফ জানালেন আগরকার, ভালো খেলেও টেস্ট দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *