BCCI: গতকাল বিশ্বকাপের বড় মঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল পৌঁছে গিয়েছে বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) এর ফাইনালে। বিশ্বকাপের মেগা মঞ্চে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। প্রথমবারের জন্য বিশ্বকাপ ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং আক্রমণ। চলতি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটসম্যান ও বোলাররা রীতি মতন ভালো ছন্দে রয়েছেন। তবে এই বিশ্বকাপে ভারতীয় দল তাদের লম্বা ১১ বছরের খরা কাটাতে চাইবে।
আগামীকাল ভারতীয় দলের সঙ্গে শেষবারের মতন দেখা যাবে দ্রাবিড়কে
প্রসঙ্গত ২০১৩ সালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতীয় দল শেষবার আইসিসির শিরোপা জিতেছিল। এরপর বহুবার সুযোগ আসলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ভারতীয় দল। ২০২৩ সাল থেকে পরস্পর তিনটি বারের জন্য ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। তবে এখনও পর্যন্ত শিরোপা জয় করতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার বাহিনী শুধু তাই নয়, ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) আগামীকাল শেষ হতে চলেছে সময়কাল।
Read More: টিম ইন্ডিয়ার কোচ বাছতে গিয়ে চাপে BCCI, প্রস্তাব প্রত্যাখ্যান তারকা ক্রিকেটারের !!
আর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে দেখা যাবে না দ্রাবিড়কে আর আগামীকাল বিশ্বকাপ ট্রফি জিতে রাহুল দ্রাবিড়কে একটি ভালো বিদায় দিতে চাইবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ভারতীয় দল বারবেডসে পৌঁছে গিয়েছে, তবে আজকের অপশনাল প্র্যাকটিস বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। দ্রাবিড়ের সময়কাল শেষের আগে বিসিসিআই (BCCI) একটি ভিডিও শেয়ার করেছে।
ট্রফি জিততে আশাবাদী দ্রাবিড়
দ্রাবিড় তার শেষ ম্যাচের আগে মন্তব্য করে জানিয়েছেন, “ভারতীয় দলের সঙ্গে আমার সময়কাল খুব উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি, এটা এখন আমার পরিবারের একটি অঙ্গ হয়ে উঠেছে। গত দুই-আড়াই বছর ধরে যারা ভারতীয় দলের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে একটি সামঞ্জসতা গড়ে উঠেছে। আমরা জানি আমরা কোন কোন ফলাফলের অঙ্গ হয়েছি, দলে অনেক তরুণ প্লেয়ার রয়েছেন তাদের সঙ্গে সময় কাটানোটা একটি অনন্য অনুভূতি। যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমি কাজ করেছি বিশেষ করে আমার সাপোর্টিং স্টাফ এবং আরও কাছের ব্যক্তি যাদের সঙ্গে কাজ করেছি তা একটি অতুলনীয় অভিজ্ঞতা। আমরা অনেক ভালো ফলাফলের মধ্য দিয়ে গিয়েছি আবার কখনও কখনও খারাপ পরিস্থিতির মধ্যে থেকে গিয়েছি। তবে এটি খেলার অঙ্গ, ভালো ফল কিংবা খারাপ ফল হোক আমি আমার সঙ্গে শুধু ভবিষ্যতে যেটা মনে রাখতে চাই সেটি হলো এই দলের সঙ্গে আমার বন্ধুত্ব।”
Farewell, Rahul Dravid. 🥹❤️
– Thank you for each and every memory, one final time with team India tomorrow. 🇮🇳pic.twitter.com/OezOTUJp64
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 28, 2024
তাছাড়া ভারতীয় দলের বিশ্বকাপ ফাইনালে প্রস্তুতি নিয়ে মুখ খুলে দ্রাবিড় বলেছেন, ‘‘ছেলেদের বলেছি, চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর একটি দিনের ব্যাপার, পরিকল্পনাগুলো ঠিক ভাবে বাস্তবায়িত করতে পারলেই (বিশ্বকাপ জয়ের) সম্ভাবনা রয়েছে। আমাদের ক্রিকেটারদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়।”