bcci-sarfaraz-khan-to-lead-mumbai-team
Sarfaraz Khan | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেট যে সর্বাধিক গুরুত্ব পাবে তা গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড সিরিজ চলাকালীনই স্পষ্ট করে দিয়েছিলো বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা এই মর্মে নির্দেশ’ও পাঠিয়েছিলো খেলোয়াড়দের কাছে। তা না মানায় রোষের মুখে পড়তে হয়েছিলো ঈশান কিষণ, শ্রেয়স আইয়ারদের। নিজেদের অবস্থান থেকে তাঁরা যে সরছেন না তা সম্প্রতি আবার স্পষ্ট করে দিয়েছে বোর্ড। কেবলমাত্র বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন ও জসপ্রীত বুমরাহ’কে বিশ্রামে রেখে দলের বাকি মহাতারকাদের পাঠানো হয়েছে ঘরোয়া ক্রিকেটের বৃত্তে। শুভমান থেকে সূর্যকুমার, শ্রেয়স থেকে রবীন্দ্র জাদেজা, সবাইকেই দলীপ ট্রফির দলে রেখেছে বিসিসিআই (BCCI)। আসন্ন টেস্ট মরসুমের আগে ফর্ম ঝালিয়ে নেওয়ার জন্য সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), সরফরাজ খানদের মত কাউকে কাউকে পাঠানো হয়েছে বুচি বাবু ট্রফিতেও।

Read More: ৬, ৬, ৬, ৬…RCB’র বাতিল তারকা’র ব্যাটে ঝড়, সুযোগ পেলে জেতাতে পারতেন IPL !!

অধিনায়ক হলেন সরফরাজ খান-

Sarfaraz Khan | BCCI | Image: Twitter
Sarfaraz Khan | Image: Twitter

চলছে বুচি বাবু টুর্নামেন্ট। তামিলনাড়ুতে এই আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় অংশ নিয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক ক্রিকেটার। ঝাড়খণ্ডের হয়ে মাঠে নেমেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। একটি ম্যাচ খেলবেন সূর্য। মুম্বই দলের পূর্ণ সময়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) খেলছেন না এই প্রতিযোগিতা। এই মুহূর্তে তিনি লেস্টারশায়ারের হয়ে ইংল্যান্ডে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ খেলায় ব্যস্ত। সহ-অধিনায়ক শামস মুলানিকেও দেখা যাবে না বুচি বাবু টুর্নামেন্টে। বদলে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন ২৬ বর্ষীয় সরফরাজ খান (Sarfaraz Khan)। প্রথম ম্যাচে হরিয়ানার মুখোমুখি হয়েছে মুম্বই। প্রতিপক্ষের তোলা ৪০৯ রানের জবাবে তাদের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছে ২৪৫ রানে। রান পান নি সরফরাজ’ও (Sarfaraz Khan)। ৯৫ বল খেলে করেন ৩৭।  ফলো-অন করতে নেমে ইতিমধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসেছে মুম্বই।

জাতীয় দলে খেলা নিয়ে আশাবাদী নন সরফরাজ-

Sarfaraz Khan | BCCI | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

২০২২ সালের বাংলাদেশ সিরিজে অভিষেক হতে পারে, ভেবেছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু ডাক আসে নি বিসিসিআই-এর (BCCI) তরফ থেকে। এরপর ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করলেও বন্ধই থেকেছিলো দরজা। অবশেষে ২০২৪-এর ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজ চলাকালীন শিকে ছেঁড়ে ভাগ্যে। সুযোগ পান টিম ইন্ডিয়াতে। রাজকোটে অভিষেক ম্যাচেই দুই ইনিংসে করেন ৬২ ও অপরাজিত ৬৮ রান। এরপর রাঁচীর মাঠে রান না পেলেও অর্ধশতক করেন ধর্মশালাতে। ৩ টেস্টে ৫০.০০ গড়ে তাঁর রান সংখ্যা ২০০। সামনেই রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। কিন্তু এখনই সুযোগ পাওয়া নিয়ে কোনো রকম প্রত্যাশা রাখতে রাজী নন তিনি। বরং জোর দিয়েছেন অনুশীলনে।

সংবাদমাধ্যমকে সরফরাজ (Sarfaraz Khan) জানিয়েছেন যে ফিটনেস নিয়ে খেটেছেন তিনি। পিতা নৌশাদ খানের তত্ত্বাবধানে শরীরচর্চার রুটিন তৈরি করেছিলেন। ৩০-৩১ মিনিটে বর্তমানে ৫ কিলোমিটার দৌড়তে পারেন তিনি, জানিয়েছে তাও। আন্তর্জাতিক আঙিনায় সুযোগ পাওয়া প্রসঙ্গে বলেন, , “আমি বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে নেই। কিন্তু আমি একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে চাই। প্রস্তুত থাকতে চাই। …আমার কোনো প্রত্যাশাই নেই…কিন্তু যদি সুযোগ আসে তার জন্য আমি প্রস্তুত। এতদিন সেটাই করে আসছি এবং এই মুহূর্তে তাতে বদল আনার কোনো কারণও দেখছি না।” বাংলাদেশের বিরুদ্ধে দলে ফিরবেন বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার’রা। চার, পাঁচ ও ছয়ে হয়ত খেলবেন এই তিনজনই। ফলে সুযোগ পাওয়া যে কঠিন হবে তা জানেন সরফরাজ।

Also Read: MS ধোনি’র জন্যই নিয়ম ভাঙছে BCCI, মহাতারকাকে ধরে রাখার মরিয়া চেষ্টায় বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *