গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য দল ঘোষণা করেছে। ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আবার একটি আইসিসি চ্যাম্পিয়নশিপ খেলতে চলেছে ভারতীয় দল। ২০২৩ সাল থেকে লাগাতার রোহিতের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ফাইনালে পৌঁছেছে। ভারতীয় দলের টার্গেট থাকবে আবার একবার আইসিসির এই শিরোপা জয় লাভ করার। ৮টি দল দিয়ে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের উপরে নজর থাকবে পুরো বিশ্ব ক্রিকেটের।
আসলে ২০১৩ এবং ২০১৭ সালে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে পারফরমেন্স ছিল অসাধারণ। ২০১৭ সালের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে দেখা যায়নি। শেষবার ভারতকে হারিয়ে পাকিস্তান আইসিসির এই খেতাব জয়লাভ করেছিল। তবে ভারতীয় দল চাইবে ২০১৩ সালের পর আবার এই ট্রফির স্বাদ নিতে। তবে ভারতীয় দলে তারকা ক্রিকেটার কেএল রাহুল এবং কিংবদন্তি বিরাট কোহলির নির্বাচন নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ভক্তদের মতে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এই দুই খেলোয়াড়কে সুযোগ দেওয়া খুবই বড় ভুল। আসলে অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের অন্ততপক্ষে একটি করে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার আদেশ দিয়েছিল।
Read More: Champions Trophy 2025: ভাগ্য খুলছে সঞ্জু স্যামসনের, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিচ্ছেন ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ !!
চোট পেয়েছেন কোহলি-রাহুল
তবে রঞ্জি ম্যাচ শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং কে এল রাহুল (KL Rahul)। জানা গিয়েছে, বিরাটের ঘাড়ে চোট রয়েছে। ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশনও নিয়েছেন। তাছাড়া কেএল রাহুল তার কনুইয়ে চোট পেয়েছেন। বোর্ডের মেডিক্যাল দলকে এই খবর আগাম জানিয়ে দিয়েছেন রাহুল ও কোহলি। প্রসঙ্গত, আগামী ২৩ জানুয়ারি থেকে রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ও সৌরাষ্ট্র। যেখানে দিল্লি দলের হয়ে খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে। আর কর্নাটক খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। তবে কর্ণাটক দলে দেখা যাবে না রাহুলকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড দুই চোট পাওয়া খেলোয়াড়কে নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বোর্ডের এই সিদ্ধান্তে ভক্তরা হতাশ। তাদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বেশিরভাগ চোট পাওয়া খেলোয়াড়দের নিয়োগ করলে তা হিতের বিপরীত হতে পারে। বিরাট কোহলি ও রাহুল দুজনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে ব্যাট হাতে ফ্লপ ছিলেন। এবার তাদের ফর্মের পাশাপশি তাদের চোটের কারণে ভক্তদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।