জানুয়ারির শুরুতে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলেছে। আর আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। খুব শীঘ্রই সেই দল ঘোষণা করবে বিসিসিআই। আর এই সিরিজের আগেই বড় খবর প্রকাশ্যে এসেছে, টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং মুখ্য পেসার যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সিরিজে বিশ্রামে রাখতে চলেছে বিসিসিআই। আসলে, জাতীয় নির্বাচকরা মনে করছেন, তাদের চোট পুনরুদ্ধার এবং ২০২৬ সালের আগাম বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত রাখা জরুরি।
বড় বদলের পথে টিম ইন্ডিয়া

আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে শুভমান গিল (Shubman Gill) ও শ্রেয়স আয়ারের (Shreyas Iyer) প্রত্যাবর্তন দলকে আরও স্থিতিশীল করবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ছিলেন না দুজনেই। অস্ট্রেলিয়ায় স্প্লিহায় রক্তক্ষরণের পর বেশ চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন গিল। চোট সারিয়ে গিল বিজয় হাজারে ট্রফিতে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করছেন এবং বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে আইয়ার নিয়মিত নেট সেশনে অংশ নিচ্ছেন। এই দুই তারকার প্রত্যাবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে তরুণ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে, ওডিআই দল থেকে তিলক ভার্মা (Tilak Varma) ও ধ্রুব জুরেলের (Dhruv Jurel) বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
Read More: বাদ জাদেজা-হার্দিক, শুভমান গিলকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ODI স্কোয়াড !!
বিশ্রামে হার্দিক-বুমরাহ

অন্যদিকে, সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে রান করলেও ঈশান কিষানের (Ishan Kishan) ভাগ্য খুলছে না বলেই সূত্রের দাবি। কারণ, উইকেটকিপার হিসেবে কেএল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গা একপ্রকার নিশ্চিত। মিডল অর্ডারে ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গা প্রায় নিশ্চিত যেহেতু তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অন্যদিকে, ভবিষ্যতের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দিতে পারে বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে তাঁদের সুস্থ রাখাই মূল লক্ষ্য। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও বিশ্রামে রাখা হয়েছিল বুমরাহ ও হার্দিক দুজনকে। তবে, এই দুই তারকাকে টি-টোয়েন্টি সিরিজে দেখতে পাওয়া যাবে।