স্পন্সর জট কাটাতে সচেষ্ট BCCI, শীঘ্রই আসছে বিপুল অঙ্কের লগ্নি !! 1

২০২৩-এর জুলাইতে ‘লিড স্পন্সর’ হিসেবে বিসিসিআই-এর (BCCI) সঙ্গে চুক্তি করেছিলো ড্রিম ইলেভেন। তিন বছরে ৩৫৮ কোটি টাকা ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে দেওয়ার অঙ্গীকার করেছিলো তারা। কিন্তু সেই চুক্তির মেয়াদ ফুরানোর আগেই সরে দাঁড়াতে হয়েছে ফ্যান্টাসি গেমিং সংস্থাকে। দিনকয়েক আগে ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’ এনেছে কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রিয়্যাল মানি অনলাইন গেমিং-কে। যার ফলে বড়সড় ধাক্কা খেয়েছে ড্রিম ইলেভেনের ব্যবসা। যা সরে দাঁড়াতে বাধ্য করেছে ড্রিম ইলেভেন’কে। আচমকা স্পন্সরের বিদায়ে বেশ ব্যাকফুটে বিসিসিআই (BCCI) । সামনেই রয়েছে এশিয়া কাপ। সম্ভবত বিনা স্পন্সরেই মাঠে নামতে হবে ‘মেন ইন ব্লু’কে। আর্থিক সঙ্কট এড়াতে আসরে নেমেছেন কর্মকর্তারা। সন্ধান চলছে বিকল্প স্পন্সরের।

Read More: TOP 5: বহু যুদ্ধের সাক্ষী এশিয়া কাপ, ফিরে দেখা টুর্নামেন্টের ইতিহাসে পাঁচ জমজমাট ম্যাচ !!

আসছে নতুন স্পন্সর-

BCCI on the Look Out for New Sponsor | Image: Twitter
BCCI on the Look Out for New Sponsor | Image: Twitter

দ্রুত ড্রিম ইলেভেনের উত্তরসূরি খুঁজে নিতে চাইছে বিসিসিআই (BCCI) । ইতিমধ্যেই আগ্রহী সংস্থাগুলির কাছে দরপত্র চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে যে ২০২৫ থেকে ২০২৮ অবধি মোট ১৪০ টি ম্যাচের জন্য চুক্তি চাইছে ক্রিকেট নিয়ামক সংস্থা। ড্রিম ইলেভেনের (Dream 11) সাথে চুক্তির অঙ্কটা ছিলো ৩৫৮ কোটি। কিন্তু এই মুহূর্তে তিন বছরের জন্য অন্তত ৪৫০ কোটি টাকার লগ্নি চাইছেন বোর্ড কর্তারা। হোম বা অ্যাওয়ে ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ম্যাচ প্রতি দাবী করা হতে পারে ৩.৫ কোটি টাকা। আর আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত বহুদলীয় টুর্নামেন্টের ক্ষেত্রে ম্যাচ প্রতি টাকার অঙ্কটা খানিক কমে দাঁড়াতে পারে ১.৫ কোটিতে। অক্টোবরের অস্ট্রেলিয়া সফরের আগেই হবে নয়া চুক্তি, আশাবাদী বোর্ড।

কোহলি-রোহিতদের জার্সিতে শেষমেশ কোন সংস্থার লোগো দেখতে পাওয়া যাবে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে ক্রিকেটজনতা। সূত্রের খবর যে ফিন-টেক সংস্থা আপস্টক্স (Upstox) আগ্রহ দেখিয়েছে স্পন্সর হওয়ার ব্যাপারে। সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে স্পন্সর হওয়ার দৌড়ে রয়েছে জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটাও (Toyota)। ক্রিকেটে এর আগেও বিনিয়োগ করেছে তারা। বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার স্পন্সর ছিলো তারা। বর্তমানে তাদের সাথে চুক্তি রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB)। সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে স্টোকস-রুটদের জার্সিতে ছিলো টয়োটার লোগো। ভারত নিঃসন্দেহে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। টিম ইন্ডিয়ার উপর বাজি ধরলে তারা যে লাভবান হবে তা বলাই বাহুল্য।

দেখে নিন BCCI-এর বিজ্ঞপ্তিটি-

IPL নিয়েও চিন্তায় বোর্ড-

My 11 Circle Has Pulled Out of IPL Deal | Image: Twitter
My 11 Circle Has Pulled Out of IPL Deal | Image: Twitter

শুধুমাত্র জাতীয় দল নয়, আইপিএল স্পন্সরশিপ নিয়েও বেশ চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) । ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর টাটা সন্স। তবে অন্যতম কো-স্পন্সর হিসেবে ছিলো অন্য একটি ফ্র্যান্টাসি গেমিং কোম্পানি-মাই ইলেভেন সার্কল। বছরে ১২৫ কোটি টাকা বিসিসিআই-কে দেওয়ার অঙ্গীকার করেছিলো তারা। ২০২৫-এই স্বাক্ষরিত হয়েছিলো পাঁচ বছরের চুক্তি। কেন্দ্রীয় সরকারের ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’-এর ফলে ড্রিম ইলেভেনের মতই ক্ষতিগ্রস্ত তারাও। তাই সরে দাঁড়াতে হয়েছে মাই ইলেভেন সার্কলকেও। যা চাপে ফেলেছে বিসিসিআই-কে। আগামী ডিসেম্বরে রয়েছে ১৯তম মরসুমের মিনি নিলাম। নয়া মরসুম শুরু হওয়ার কথা ২০২৬-এর মার্চে। তার আগেই আইপিএলের জন্যও নতুন স্পন্সর খুঁজে নিতে হবে ক্রিকেট নিয়ামক সংস্থাকে।

Also Read: “হুঁকো সেজে দিতাম না বলে,…” ধোনির ইশারাতেই থমকে গিয়েছিলো কেরিয়ার, বিস্ফোরক অভিযোগ ইরফান পাঠানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *