নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল, তা চিন্তায় ফেলে দিয়েছে বিসিসিআই-কে (BCCI)। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ ফলে সিরিজ খোয়ানোর পর টেস্ট ক্রিকেটে টানা ১২ বছর অপরাজিত ছিলো টিম ইন্ডিয়া। দুর্ভেদ্য সেই দুর্গে ফাটল ধরাতে সক্ষম হয়েছে কিউইরা। একইসাথে জুটেছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। শচীন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ভারত ২০০০ সালে হেরেছিলো হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিপক্ষে। তার ঠিক ২৪ বছর পর টম ল্যাথামের নিউজিল্যান্ড ০-৩ গুঁড়িয়ে দিয়ে গেলো রোহিত শর্মা’র ভারতকে। যে ব্ল্যাক ক্যাপস বাহিনীর অ্যাওয়ে রেকর্ড ছিলো অত্যন্ত হতশ্রী, মাসখানেক আগেই যারা শ্রীলঙ্কার মাঠে পর্যুদস্ত হয়েছিলো, তারাই কি করে ভারতকে ধরাশায়ী করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বোর্ড (BCCI)। রীতিমত জবাবদিহির মুখোমুখি হতে হলো কোচ-ক্যাপ্টেনদের।
Read More: IPL 2025: নাইট জার্সিতে এবার নতুন ‘ক্যাপ্টেন’, বিশ্বজয়ী তারকার দিকে হাত বাড়াচ্ছেন শাহরুখ অ্যান্ড কোং !!
ছয় ঘন্টার বৈঠকে BCCI-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) বরদাস্ত করতে রাজী নয় বোর্ড। ০-৩ পরাজয়ের ময়নাতদন্ত করতে গতকাল মুম্বইতে এক বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন সচিব জয় শাহ (Jay Shah), প্রেসিডেন্ট রজার বিনি। একইসাথে ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকার, হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক রোহিত শর্মা’ও (Rohit Sharma)। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বিসিসিআই-এর (BCCI) অন্দরের এক সূত্র জানিয়েছে যে প্রায় ছয় ঘন্টার এই বৈঠকে দলের পারফর্ম্যান্সের পাশাপাশি কাটাছেঁড়া হয়েছে নবনিযুক্ত কোচ গম্ভীরের গেমপ্ল্যান নিয়েও। পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের থেকে কতখানি আলাদা তাঁর ভাবনাচিন্তা তা পরখ করে দেখেছে বোর্ড। স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থেকেও কেন মুম্বইতে র্যাঙ্ক টার্নার চাওয়া হলো তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ।
নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় টেস্ট ম্যাচে খেলানো হয় নি জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। বিষয়টি নিয়ে বোর্ড কর্তাদের প্রশ্নের সম্মুখীন হয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। “নির্বাচকদের হঠাৎ’ই জানানো হয় যে তৃতীয় টেস্টে বুমরাহ খেলছেন না। যোগাযোগ ব্যবস্থার ফাঁকের বিষয়টির উপর আলোকপাত করেছেন বিসিসিআই কর্মকর্তারা। সব বিভাগের মধ্যে সংযোগ নিশ্চিত করার কথা হয়েছে”, টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে ঐ বিসিসিআই (BCCI) সূত্র। আঙুল উঠেছে অস্ট্রেলিয়া সিরিজের দল নির্বাচন নিয়েও। রঞ্জি ট্রফিতে সীমিত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হর্ষিত রাণা (Harshit Rana) ও নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) কি করে দলে জায়গা পেলেন সে নিয়ে কাটাছেঁড়া চলেছে। জানা গিয়েছে যে বেনজির ভাবে কোচ গম্ভীরকে দল নির্বাচনে অংশ নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিলো। তার জোরাজুরিতেই দুই তরুণকে সুযোগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে বোর্ড-
২২ তারিখ পারথ্-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এরপর যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি’তে আরও চারটি ম্যাচ রয়েছে তাদের। হাতে যথেষ্ট সময় রেখে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় দল। এখনও অবধি খবর যে আগামীকাল অর্থাৎ ১০ নভেম্বর দেশ ছাড়ছে দল। একমাত্র রোহিত শর্মা (Rohit Sharma) আপাতত থাকছেন দেশে। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। পারথ্-এ প্রথম ম্যাচে ভারত পাচ্ছে না তাঁকে। অ্যাডিলেড টেস্টের আগে যোগ দেবেন স্কোয়াডের সঙ্গে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার আগে বিসিসিআই-এর (BCCI) এই রিভিউ মিটিং ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। “ভারত যাচ্ছে অস্ট্রেলিয়ায়। দল যাতে ছন্দে ফেরে, তা নিশ্চিত করতে চায় বিসিসিআই” শুক্রবারের বৈঠক সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে বোর্ড সূত্র।