রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পরেই প্রশ্ন উঠে গিয়েছিলো লাল বলের ফর্ম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে। শেষমেশ অবসর জল্পনায় সিলমোহর পড়লো গত পরশু দিন। ইন্সটাগ্রামে এক আবেগঘন পোস্টে কিংবদন্তি তারকা জানিয়ে দেন যে সাদা জার্সিতে আর কখনও মাঠে নামবেন না তিনি। ১৪ বছরের দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি নেটদুনিয়ায় পোস্ট করেন বিরাট (Virat Kohli)। ক্যাপশনে লেখেন, “…সাদা জার্সিতে খেলার অনুভূতিটা একান্ত ব্যক্তিগত। দীর্ঘ সময়, নিঃশব্দ লড়াই, ছোটোখাটো যে মুহূর্তগুলো সবার চোখ এড়িয়ে যায়, সেগুলো আপনার সাথে সর্বক্ষণ থেকে যায়। আজ এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা সহজ নয়, কিন্তু মনে হচ্ছে সঠিক। আমি আমার সবটুকু দিয়েছি। এই ফর্ম্যাট আমার অনেক বেশী কিছু ফিরিয়ে দিয়েছে।” অনুরাগী, সতীর্থ ও সর্বোপরি টেস্ট ক্রিকেটকে ধন্যবাদ জানিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি।
Read More: আইপিএল স্থগিত হতেই ৩ ফরম্যাটের আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করলো বিসিসিআই, ছাঁটাই সূর্যকুমার যাদব !!
কোহলির অবসর নিয়ে চলছে বিতর্ক-

বিরাট (Virat Kohli) যে অবসর নিতে পারেন তেমন গুঞ্জন চলছিলো বেশ কয়েকদিন ধরে। শোনা গিয়েছিলো যে লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা দিনকয়েক আগেই বিসিসিআই-কে জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে বোর্ড নাকি অনুরোধ করেছিলো তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। আসন্ন ইংল্যান্ড সফরে (IND vs ENG) তাঁর অভিজ্ঞতা দলের কাজে আসতে পারে বলে মনে করেছিলেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। কোহলির অত্যন্ত কাছের এক প্রাক্তনীকে তাঁর সাথে আলোচনা করতেও পাঠানো হয়। তবে মহাতারকা অবসরের ঘোষণার পর সামনে এসেছে সম্পূর্ণ উলটো তথ্য। সূত্র মারফত জানা গিয়েছে যে অফ ফর্মের কাঁটায় বিদ্ধ বিরাটকে (Virat Kohli) নাকি বোর্ডই জানিয়েছিলো যে টেস্ট ভাবনায় আর রাখা হচ্ছে না তাঁকে। বিরাটকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও নাকি করা হয় নি।
বিরাটের (Virat Kohli) অবসর নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে দিল্লী রঞ্জি দলের কোচ সরণদীপ সিং-এর মন্তব্যের পর। জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমি যখন প্রথম বিরাট কোহলির অবসরের বিষয়টি জানতে পারি তখন বেশ অবাক হয়েছিলাম। বিরাট কোন কোন রঞ্জি ম্যাচ খেলতে চায় তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ও ঔৎসুক্যও দেখিয়েছিলো। ও ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। বলেছিলো কি ভাবে (ইংল্যান্ডে) টেস্ট জিতবে। যে লোকটা ইংল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুত ছিলো হঠাৎ দেখিছি সেই ইংল্যান্ড যাচ্ছে না।” “দিনকয়েক আগেও যখন ওর সাথে কথা বলছিলাম মেসেজে তখনও আমি অবসরের কোনো আভাস ওর কথাবার্তায় পাই নি,” সংযোজন তাঁর। সত্যিটা কি এখন তা নিয়েই কৌতূহল সকলের।
দেখুন বিরাটের বিদায়বার্তাটি-

koশুভেচ্ছা জানালেন আন্তর্জাতিক তারকারা-

বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় ব্যথিত ক্রিকেটমহল। শচীন, শেহওয়াগের মত ভারতীয় কিংবদন্তিরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। পোস্ট করেছেন ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালরাও। শুধু ভারতীয় তারকারা নয়, ‘কিং’ কোহলিকে কুর্নিশ জানিয়ে পোস্ট করেছেন কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, লিটন দাসদের মত বিদেশী ক্রিকেটাররাও। এমনকি ভারত-পাক সংঘর্ষের আবহেও ওয়াঘা সীমান্তের ওপার থেকে ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। ক্রীড়াদুনিয়ায় বিরাট যে এখন গ্লোবাল ‘আইকন’ তার প্রমাণও মিলেছে তাঁর টেস্ট অবসরের পর। আইরিশ এমএমএ যোদ্ধা কনর ম্যাকগ্রেগর বিশেষ একটি পোস্ট করেছেন তাঁর জন্য। টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ’ও কোহলির অসামান্য কেরিয়ারকে কুর্নিশ জানিয়েছে। বায়ার্ন মিউনিখ ক্লাব ও ফিফা বিশ্বকাপের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেও এসেছে শ্রদ্ধার্ঘ্য।