bcci-eyeing-shubman-as-future-captain

বহু জল্পনার পর গতকাল ঘোষিত হলো টিম ইন্ডিয়ার এশিয়া কাপ স্কোয়াড। প্রবল বর্ষণের কারণে মুম্বইতে নির্বাচকমণ্ডলীর বৈঠক শুরু হতে দেরী হয়েছিলো ৯০ মিনিট। শেষমেশ দুপুরে বোর্ডের (BCCI) সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে বিসিসিআই (BCCI)। সূর্যকুমারের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবের মত তারকা। হাঁটুর চোটের জল্পনা উড়িয়ে ফিরছেন পেসার জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। তিলক বর্মা, অভিষেক শর্মাদের মত ক্রিকেটারকেও রাখা হয়েছে দুবাইগামী দলে। গতকাল লাইমলাইটের অধিকাংশটাই অবশ্য কেড়ে নিয়ে গিয়েছেন শুভমান গিল। ১৩ মাস পর টি-২০তে ফিরেছেন তিনি। তাঁকে ফিরিয়ে আগামীর রোডম্যাপ নির্দিষ্ট করে দিলেন নির্বাচকেরা, মত বিশেষজ্ঞদের।

Read More: “যন্ত্রণাদায়ক ছিলো…” চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্টে ‘আহত’ ধনশ্রী, প্রথমবার মুখ খুললেন বিচ্ছেদের পর !!

নেতৃত্বের দাবীদার শুভমানই-

BCCI Appoints Shubman Gill as New Vice-Captain | Image: Getty Images
BCCI Appoints Shubman Gill as New Vice-Captain | Image: Getty Images

২০২৪ সালের ৩০শে জুলাই শেষবার কুড়ি-বিশের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। দ্বীপরাষ্ট্রে তিনি গিয়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে। এরপর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে নামেন নি পাঞ্জাবের তরুণ। টেস্ট সিরিজ অথবা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ছিলেন মাঠের বাইরে। তাঁর অবর্তমানে অক্ষর প্যাটেলকে নতুন সহ-অধিনায়কও বেছে নিয়েছিলো বিসিসিআই (BCCI)। কিন্তু এশিয়া কাপে শুভমান (Shubman Gill) কিন্তু ফিরলেন সহ-অধিনায়ক হিসেবেই। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর যে ২৫ বর্ষীয় তরুণকে সহ-অধিনায়কত্ব ফেরানো দ্বিধায় ছিলো নির্বাচকমণ্ডলী। অক্ষরকে পদে বহাল রাখার পক্ষে সওয়াল করেছিলেন কেউ কেউ। কিন্তু কোচ গম্ভীরের পরামর্শেই মত বদল করেছেন তাঁরা। শুভমানকে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমারের ডেপুটি হিসেবে ।

ভার্চুয়াল মাধ্যমে গতকাল বৈঠকে যোগ দিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। শুভমানের মত একজন তরুণ তুর্কিকে সহ-অধিনায়কত্ব অর্পণ যে আদতে দলের পক্ষেই মঙ্গলজনক তা নির্বাচকদের বোঝান তিনি। ইতিমধ্যেই টেস্ট দলের ‘ক্যাপ্টেন’ নির্বাচিত হয়েছেন শুভমান। ওয়ান ডে দলেও রোহিত শর্মা’র ‘সেকেন্ড ইন কম্যান্ড’ করা হয়েছে তাঁকে। গতকালের সিদ্ধান্তের পর একপ্রকার স্পষ্টই হয়ে গেলো যে আগামীতে তিন ফর্ম্যাটের নেতা হিসেবেই শুভমানকে ভাবছে বোর্ড (BCCI)। একই সাথে প্রশ্ন উঠে গেলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কেরিয়ারের মেয়াদ নিয়েও। এই মুহূর্তে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’র বয়স ৩৫ ছুঁইছুঁই। গত দুই বছরের মধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। আর কতদিন ফিটনেস বজায় রেখে খেলে চলতে পারবেন তিনি, তা নিয়ে রয়েছে প্রশ্ন। সবকিছু প্রত্যাশামাফিক চললে হয়ত ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের পরেই নেতার আসনে বসানো হবে শুভমানকে।

শুভমানকে স্বাগতই জানিয়েছেন সূর্য-

Suryakumar Yadav and Ajit Agarkar | Image: Twitter
Suryakumar Yadav and Ajit Agarkar | Image: Twitter

শুভমান গিলের সহ-অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়ে গতকাল সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিলো অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। পাঞ্জাবের তরুণকে ‘স্বাগত’ই জানিয়েছেন তিনি। বলেন, “শেষ যখন ও টি-২০ খেলেছিলো, তখন প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা। আমি নেতৃত্ব দিচ্ছিলাম। ও সহ-অধিনায়ক ছিলো। তখন থেকেই আমরা পরবর্তী বিশ্বকাপকে মাথায় রেখে একটা নতুন চক্র শুরু করেছিলাম। পরে টেস্ট সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে ও টি-২০ খেলতে পারে নি। তবে এখানে (এশিয়া কাপ) ও রয়েছে আর আমরা ওকে পেয়ে খুশি।” শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হয়েছিলো মুখ্য নির্বাচক আগরকারকে। তিনি জানিয়েছেন, “শ্রেয়সের প্রতি সম্মান রেখেই প্রশ্ন করছি-ও কার বদলে খেলবে? এটা (বাদ পড়া) ওর দোষ নয়। তবে আমাদেরও দোষ নয়।” অপেক্ষা করতে হবে মুম্বইয়ের তারকাকে, নিদান তাঁর।

Also Read: TOP 3: এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরেও থাকছে ধোঁয়াশা, BCCI-র তিন সিদ্ধান্ত বোধগম্য হচ্ছে না ক্রিকেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *