Bcci did not pick wriddhiman saha for wtc final reason behind their failure

BCCI: কিছুদিন আগেই শেষ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC FINAL)। এই এই ফাইনালে ভারতীয় দলের পারফরমেন্স ছিল খুবই খারাপ। এমনকি, গত দুই বছর ধরে টিম ইন্ডিয়ার করা কঠোর পরিশ্রম সব বিফলে গিয়েছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যাবধানে পরাস্ত করে WTC ফাইনালে পৌঁছেছিল। তবে, ওভালের ময়দানে ভারতকে হতাশ হতে হলো। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া দল ভারতীয় দলের বিরুদ্ধে ৪৬৯ রান বানায় এবং জবাবে ভারতীয় দল মাত্র ২৯৬ রান বানাতেই সক্ষম হয়, আর দ্বিতীয় ইনিংসে আবার অস্ট্রেলিয়া দল ২৯০ রান বানিয়ে টিম ইন্ডিয়াকে ৪৪৪ রানের লক্ষমাত্রা দেয়। যে রান তুলতে নিতান্তই ব্যার্থ হয় টিম ইন্ডিয়া এবং আবার একবার আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

Read More: WTC Final: ফাইনালের আগেই বড় ঘোষণা দিলেন রোহিত শর্মা, ODI বিশ্বকাপ খেলেই নেবেন অবসর !!

BCCI’র ভুলে ভেস্তে গেল WTC চ্যাম্পিয়নশিপ

Virat Kohli, BCCI
Virat Kohli |Image: Getty Images

তবে, এই ফাইনাল ম্যাচের আগে নেওয়া এমন এমন সিদ্ধান্ত বেশ চমকে দেয় ভক্তদের। আসলে, প্রথমত দলের নির্বাচন নিয়েই ওঠে প্রশ্ন। কারণ, আইপিএল চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পান কে এল রাহুল (KL Rahul) এবং তার পরিবর্তন হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দলে সুযোগ দেওয়া হয় ঈশান কিষানকে (Ishan Kishan)। আসলে, বিগত ২-৩ বছর ধরে ভারতীয় দলের হয় উইকেট কিপিং করে আসছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু ২০২২ সালে ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান । যার ফলে ঋষভ পন্থের জায়গায় দলে নিয়মিত উইকেট কিপিং করতে দেখা যাচ্ছিল কে এস ভারতকে (KS Bharat)। তবে, ভরত ব্যাটসম্যান হিসাবে অতটা প্রভাবশালী নন এবং তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বছর মার্চেই তার করার শুরু করে ছিলেন। কিন্তু আহামরি পারফরমেন্স দেখাতে পারেননি।

ঋদ্ধিমান সাহাকে নিয়ে উঠছে প্রশ্ন

Wriddhiman Saha, bcci
Wriddhiman Saha | Image: Getty Images

আর সেসময়, ওঠে প্রশ্ন, রাহুল চোট পাওয়ার পর সবাই ভেবেছিলেন WTC ফাইনালে দলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ফিরে আসবেন। কিন্তু, সেটি হলো না। এবছর দলে কামব্যাক করার আবার সুবর্ণ সুযোগ থাকলেও দলে জায়গা বানাতে পারলেন না সাহা। ২০২২-২৩ রঞ্জি ট্রফি ও ২০২৩ আইপিএলে বেশ দারুন ফর্ম দেখিয়েছেন সাহা। ইংল্যান্ডের মতন পরিবেশে ঋদ্ধিমানের উইকেট কিপিং বেশ প্রয়োজনীয় হয়ে উঠতো। অভিজ্ঞ এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৪০ টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ১৩৫৩ রান করেছেন এবং তার নামে ১০৪ টি ডিসমিসাল রয়েছে। তবে, তাকে সুযোগ না দিয়ে বেশ বড় ভুল করলো টিম ইন্ডিয়া। তবে, আগামী দিনে দলে সুযোগ পেতে পারেন সাহা।

Read Also: Asia Cup 2023: ভারতের সাথে এঁটে উঠতে না পেরে এবার এই দেশের ওপর চাপ বাড়ানোর চেষ্টায় পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *