BCCI: বেশ কয়েকদিন আগেই সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023)। আর সামনেই টিম ইন্ডিয়ার কাছে রয়েছে একাধিক সিরিজ। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ টি টেস্ট, ৩ টি ওডিআই ও ৫ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তারপর আফগানিস্তান সফরে খেলার কথা আছে টিম ইন্ডিয়ার। এমনকি এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে। আর এই বিশ্বকাপের জন্য ১৫ জন নির্বাচিত সদস্য কারা হবেন, সেবিষয়ে রয়েছে অনেক চর্চা। তবে, বিসিসিআই-এর (BCCI) নোংরা রাজনীতির কারণে তিনি টিম ইন্ডিয়াতে সুযোগ পাচ্ছেন না এক মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার। ভারতীয় দলের হয়ে তার পারফরমেন্স ছিল খুবই ভালো। তবে, বিগত ৩ বছর তিনি রয়েছেন দলের বাইরে।
Read More: WTC Final: ফাইনালের আগেই বড় ঘোষণা দিলেন রোহিত শর্মা, ODI বিশ্বকাপ খেলেই নেবেন অবসর !!
২০১৯ বিশ্বকাপে ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন এই বর্ষীয়ান

এই অভাগা প্লেয়ারটি হলেন, বিজয় শংকর (Vijay Shankar)। আর বিগত ৩ বছর তিনি জাতীয় দলের রয়েছেন বাইরে। তবে, বিশ্বকাপের মরশুম আর বিজয় শংকরের মধ্যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। কারণ বিশ্বকাপ আসলেই বেশ জ্বলে ওঠেন বিজয় শংকর। ২০১৯ সালে অম্বতি রাইডুর (Ambati Rayudu) জায়গায় সুযোগ পেয়েছিলেন বিজয় শংকর। এবছর আবার বিশ্বকাপের আগে তিনি আইপিএলে বেশ ভালই পারফরম্যান্স দেখাচ্ছেন গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বিজয়, গত বছরেও তিনি এই দলের হয়েই খেলার সুযোগ পেয়েছিলেন এ বছর তাকে ব্যাট হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা গিয়েছে।মোট ৮ টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন শংকর। ৩৯ গড়ে ও ১৬৩.৬৪ স্ট্রাইক রেটে তিনি ২৩৪ রান করেছেন।
ডাক পাচ্ছেন না দলে

এই পারফরমেন্সের পরেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না শঙ্কর। শুধু আইপিএলে নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটেও বেশ দারুন পারফরমেন্স করেছেন শঙ্কর। তবে, বিসিসিআই-এর কবলে পড়েছেন তিনি। জাতীয় দলের হয়ে বিজয় ১২ টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন। ৩১.৮৬ গড়ে তিনি ২২৩ রান বানিয়েছেন, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। এমনকি প্রথম বলেই বিশ্বকাপে উইকেট নিয়েছিলেন শংকর। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি তিনি ভালো ফিল্ডিং ও করে থাকেন। যদিও BCCI’এর প্রতারণার শিকার হচ্ছেন তিনি এবং দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরেও রয়েছেন।