ক্রিকেট বিশ্বে সবথেকে ধনী বোর্ড হলো ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI)। বিসিসিআই কতৃক কোটি কোটি টাকার টুর্নামেন্ট, স্পনসরশিপ আর গ্ল্যামার— এ সব কিছুই দিয়ে পরিপূর্ণ। কিন্তু এত অর্থশক্তি থাকার পরেও বোর্ডের অর্থ উপার্জনের ইচ্ছা কোনো অংশেই কমছে না। কিংবদন্তি খেলোয়াড়দের প্রাপ্য সম্মান দিতেও ব্যার্থ বিসিইসাই (BCCI)। আসলে, ক্রিকেট ইতিহাসে একাধিক ভারতীয় তারকা ক্রিকেটাররা আছেন যারা দেশের জন্য রক্ত-ঘাম ঝড়িয়েও তাঁরা সম্মানের সাথে বিদায় নিতে পারেননি। কিংবদন্তি ক্রিকেটার বিরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান, শিখর ধাওয়ান কিংবা সম্প্রতি চেতেশ্বর পূজারাদের মতন খেলোয়াড়রা পাননি একটি “ফেয়ারওয়েল ম্যাচ”।
অর্থ উপার্জন ছাড়া কিছুই বোঝে না BCCI

প্রাক্তন ভারত অধিনায়ক ও বিশ্বকাপ বিজেতা মহেন্দ্র সিং ধোনি সমাজ মাধ্যমে নিজের অবসরের ঘোষণা করলেও বিসিসিআই তাঁর জন্য কোনরূপ ঘোষণা করেনি। আসলে, বিসিসিআই (BCCI) তাদের অর্থভান্ডার আরও সমৃদ্ধিতে ভরাতে চায়। আইপিএল থেকে আয়, বিভিন্ন সিরিজ আয়োজন ও নানান বিজ্ঞাপনী চুক্তি— সবকিছুতেই অর্থের হিসাব আগে আসে। কিন্তু ক্রিকেটারদের আবেগ, তাদের অবদানকে যথাযথ সম্মান দিতে বোধহয় ভারতীয় ক্রিকেট বোর্ড ভুলেই গিয়েছে।
Read More: শুধু পূজারা নন, টেস্ট থেকে অবসর ঘোষণা রাহানেরও রাখলেন বন্ধুত্বের মান !!
এমসময়ে, মহান শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar), সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), অনিল কুম্বলে (Anil Kumble) প্রমুখরা বিসিসিআইয়ের থেকে সেই সম্মান পেলেও এখনকার ক্রিকেটাররা সেভাবে আর বিদায়ী ম্যাচ পাননা। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার অন্দ্রে রাসেল (Andre Russell) সমস্ত প্রকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, সেই সময় তাঁর জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করেছিল উইন্ডিজ বোর্ড। দর্শকরা শেষবারের মতো প্রিয় তারকাকে মাঠে দেখতে পান, দলও আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানায়। ভারতীয় বোর্ডের ক্ষমতা ও অর্থ থাকলেও এই সংস্কৃতিকে ভুলে খেয়েছে বললেই চলে।
বিদায়ী ম্যাচ পেলেন না পূজারাও

সবশেষে ভারতীয় ক্রিকেটের সোনালিযুগের অন্যতম সেরা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) গতকাল অবসরের কথা জানিয়েছিলেন। তিনি অবসর নিতেই তাঁকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট সমাজ মাধ্যমে করেছিল বিসিসিআই। তবে সেই পূজারাকেও দেওয়া হয়নি কোনো বিশেষ ম্যাচ বা কোনো বিদায়ী সিরিজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। তবুও, প্রাপ্য সম্মান পেলেন না এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে, বিসিসিআইয়ের কথা বলতে গেলে, তাদের শুধু অর্থ আয়ের যন্ত্র হিসেবে নয়, ভারতীয় ক্রিকেটের রক্ষক হিসেবেও ভাবতে হবে। খেলোয়াড়রা দেশের জন্য বছরের পর বছর তাদের সবটাই উজাড় করে থাকেন। তাদের সম্মানের জন্য একটা বিদায়ী ম্যাচ আয়োজন করতেই পারে বোর্ড।