গত সোমবার ২০২৪-২৫ মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। গত বছর ৩২ জন-কে চুক্তির আওতায় আনা হয়েছিলো। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ। ‘এ+’, ‘এ’, ‘বি’ ও ‘সি’-মোট চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। প্রত্যাশামতই সর্বোচ্চ স্তরে রয়েছেন কোহলি (Virat Kohli), রোহিতরা। বুমরাহ ও জাদেজারও জায়গা হয়েছে ‘এ+’ গ্রেডে। ‘এ’ গ্রেডে সিরাজ (Mohammed Siraj), শামি, কে এল রাহুল’রা রয়েছেন। ‘বি’ গ্রেডে জায়গা পেয়েছেন যশস্বী, অক্ষর, কুলদীপ -সহ মোট পাঁচ জন। জায়গা ফিরে পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সবচেয়ে বেশী রদবদল চোখে পড়েছে ‘সি’ গ্রেডে। নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, হর্ষিত রাণাদের মত তরুণ মুখেরা যেমন এসেছেন কেন্দ্রীয় চুক্তির আওতায়। তেমন বাদও পড়তে হয়েছে আবেশ খান, জিতেশ শর্মাদের।
Read More: IPL 2025: মুম্বই-হায়দ্রাবাদ ম্যাচে নেই ডিজে বা চিয়ারলিডার, বন্ধ আতসবাজিও, পহলগাঁও জঙ্গিহানায় নিহত’দের শ্রদ্ধার্ঘ্য বোর্ডের !!
কেন্দ্রীয় চুক্তিতে নেই জিতেশ শর্মা-

২০২৩-এর আইপিএলে (IPL) পাঞ্জাব কিংসের জার্সিতে নজর কেড়েছিলেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। ১৪ ম্যাচে প্রায় ১৫৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩০৯ রান। জাতীয় দলের ডাক আসে এরপরেই। এশিয়ান গেমসের স্কোয়াডে নির্বাচিত হয়েছিলেন ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার। চীনের হাংঝৌতে নেপালের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কুড়ি-বিশের সিরিজেও ডাক পান তিনি। লোয়ার অর্ডারে খেলেন বেশ কয়েকটি কার্যকরী ইনিংস। এরপর দলের সাথে দক্ষিণ আফ্রিকাও গিয়েছিলেন তিনি। ঈশান কিষণের (Ishan Kishan) বদলে প্রথম পছন্দ হিসেবে জায়গা করে নিয়েছিলেন টিম ইন্ডিয়ার একাদশে। কিন্তু বিদেশের মাঠে বিশেষ সুবিধা করে উঠতে পারনে নি বিদর্ভের ক্রিকেটার। কেবের্হা ও জোহানেসবার্গে দুই ম্যাচে করেন কেবল ১ ও ৪ রান।
২০২৪-এর গোড়ায় আফগানিস্তানের বিরুদ্ধে জিতেশ সুযোগ পেয়েছিলেন দু’টি ম্যাচে। সিরিজের শেষ ম্যাচটিতে বাদ দেওয়া হয় তাঁকে। তবে তার পরেও জিতেশ যে বোর্ডের (BCCI) রেডারে ছিলেন তাঁর প্রমাণ মিলেছিলো ২৮ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় চুক্তি’র ‘সি’ ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর আইপিএলে (IPL) অফ ফর্ম, ঋষভ পন্থের প্রত্যাবর্তন ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝোড়ো ব্যাটিং-এর কারণে দৌড়ে ধীরে ধীরে পিছিয়ে পড়েন জিতেশ। ২০২৪-এর আফগানিস্তান সিরিজের পর টি-২০ বিশ্বকাপ খেলেছে ভারত, সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু ডাক পান নি জিতেশ (Jitesh Sharma)। এবার আইপিএলে পাঞ্জাব ছেড়ে বেঙ্গালুরুতে (RCB) যোগ দিয়েছেন তিনি। নতুন দলেও ধারাবাহিকতা দেখাতে পারেন নি। ফলে নতুন কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয় নি তাঁর।
আরও যাঁরা বাদ পড়েছেন এবার-

একা জিতেশ নন, তাঁর পাশাপাশি বিসিসিআই-এর (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আরও বেশ কয়েকজন তারকা। গত বছর ‘সি’ গ্রেডে ছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অফ ফর্ম ও গোড়ালির চোটের জন্য ২০২৪-এ দেশের জার্সিতে একটিও ম্যাচ খেলতে পারেন নি তিনি। ফলে এবার চুক্তিতে রাখা হয় নি তাঁকে। গ্রেড ‘সি’ থেকে বাদ পড়েছেন পেসার আবেশ খান’ও (Avesh Khan)। বেশ কয়েকটি সিরিজে সুযোগ পেলেও ধারাবাহিকতা দেখাতে পারেন নি মধ্যপ্রদেশের ক্রিকেটার। উইকেটরক্ষক কে এস ভরতকেও গ্রেড ‘সি’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়া’রা। গত বছর গ্রেড ‘এ’তে ছিলেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। ২০২৪-এ অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। ফলে এবারের কেন্দ্রীয় চুক্তিতে নেই তিনিও। গ্রেড ‘বি’ থেকে গ্রেড ‘এ’তে উত্তরণ ঘটেছে ঋষভ পন্থের।
দেখে নিন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা-
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
BCCI announces annual player retainership 2024-25 – Team India (Senior Men)#TeamIndia
Details 🔽https://t.co/lMjl2Ici3P pic.twitter.com/CsJHaLSeho
— BCCI (@BCCI) April 21, 2025