bcci-appoints-another-ex-kkr-staff

গত বছরের ৯ জুলাই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন গৌতম গম্ভীর। আইপিএলে নাইট রাইডার্স (KKR) মেন্টর হিসেবে তাঁর সাফল্যই, বিসিসিআই-এর পছন্দের তালিকায় শীর্ষে জায়গা করে দিয়েছিলো বিশ্বজয়ী প্রাক্তনীকে। কোচিং কেরিয়ারের শুরুতেই গম্ভীরকে (Gautam Gambhir) অগাধ স্বাধীনতা দিয়েছিলো ক্রিকেট নিয়ামক সংস্থা। নিজের সহকারী নিজেই বেছে নিয়েছিলেন তিনি। নাইট শিবির থেকেই ডেকে নেন অভিষেক নায়ার’কে। গম্ভীরের পছন্দে ভারতীয় শিবিরে যোগ দেন রায়ান টেন দুশখাতেও। বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়ে আসেন মর্ণি মর্কেলকে। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে বহাল থাকেন টি.দিলীপ। কিন্তু শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতা নতুন করে ভাবতে বাধ্য করেছে বিসিসিআই-কে। গতকাল টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বড়সড় রদবদল করেছে তারা।

Read More: উল্কার গতিতে উত্থান KKR তারকা’র, বিরাট পুরস্কার দিচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা !!

লে রু’কে দেখা যাবে ভারতীয় শিবিরে-

Adrian Le Roux Spent 12 Years at KKR | Image: Twitter
Adrian Le Roux Spent 12 Years at KKR | Image: Twitter

গতকাল ভারতীয় ফিল্ডিং কোচ টি.দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। তিন বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর আর চুক্তি নবীকরণ করা হয় নি তাঁদের সাথে। তবে চমকে দিয়েছে অভিষেক নায়ারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। মাত্র আট মাসের মধ্যেই জাতীয় দলের চাকরি হারালেন তিনি। বিদেশের মাটিতে দলের খারাপ পারফর্ম্যান্সের পাশাপাশি সাজঘরের অন্দরের মতানৈক্য, তথ্য ফাঁসের মত বিষয়গুলিও অভিষেককে সরিয়ে দেওয়ার পিছনে অন্যতম কারণ বলে জানা গিয়েছে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে। গম্ভীরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নায়ার। তাঁকে সরিয়ে হেড কোচকেই কড়া বার্তা দেওয়া হলো বলে মনে করছে  ক্রিকেটমহল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পারফর্ম্যান্স আশানুরূপ না হলে চাপ বাড়বে তাঁর উপর’ও।

এই মুহূর্তে অভিষেক, টি.দিলীপ বা সোহম দেশাইয়ের স্থায়ী বিকল্পের নাম ঘোষণা করা হয় নি। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক নিজের দায়িত্ব সামলাবেন। বোলিং পরামর্শদাতার ভূমিকায় থাকছেন মর্ণি মর্কেল। ফিল্ডিং কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন রায়ান টেন দুশাখাতে। স্ট্রেন্থ অ্যান্ড কনিশনিং-এর দায়িত্ব দেওয়া হচ্ছে আদ্রিয়ান লে রু’র (Adrian Le Roux) কাঁধে। হেড কোচ গম্ভীর বা সদ্য প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের মতই কেকেআর (KKR) কানেকশন রয়েছে তাঁর’ও। দক্ষিণ আফ্রিকান স্পোর্টস সায়েন্টিস্ট আইপিএলের (IPL) গোড়া থেকে জড়িয়ে ছিলেন কলকাতা ফ্র্যাঞ্চাইজির সাথে। ১২ বছরের সম্পর্কে দাঁড়ি টানেন ২০১৯ সালে। বর্তমানে তিনি রয়েছেন প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। আইপিএল মিটলে ভারতীয় দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

KKR-এ কি ফিরছেন অভিষেক ?

Abhishek Nayar | Image: Getty Images
Abhishek Nayar | Image: Getty Images

জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর অভিষেক নায়ারের ভবিষ্যৎ কি? তা নিয়ে গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। নাইট রাইডার্স (KKR) দলের সহকারী কোচ হওয়ার পাশাপাশি তাদের ক্রিকেট অ্যাকাডেমির প্রধান’ও ছিলেন মুম্বইয়ের প্রাক্তনী। রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশীদের মত খেলোয়াড়দের কার্যত নিজের হাতে গড়েছেন তিনি। চলতি মরসুমে এখনও বেশ ছন্নছাড়া দেখিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে (KKR)। ৭ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা এই মুহূর্তে রয়েছে ছয় নম্বরে। এই পরিস্থিতিতে নায়ারের প্রত্যাবর্তন যে তাদের প্লে-অফের বৃত্তে ফেরানোর অন্যতম অনুঘটক হতে পারে তা মানছেন বিশেষজ্ঞরা। গুঞ্জন বাড়িয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীর ইন্সটাগ্রাম স্টোরি। প্রাক্তন সহকারী কোচের সাথে পুরনো একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেটিকেই অভিষেকের ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন নাইট রাইডার্স অনুরাগীরা।

দেখুন বরুণের স্টোরিটি-

Abhishek Sharma and Varun Chakravarthy | Image: Instagram
Abhishek Sharma and Varun Chakravarthy | Image: Instagram

Also Read: IPL 2025: দুর্দান্ত চাল গুজরাত টাইটান্সের, গ্লেন ফিলিপসের বদলে এই তারকা অলরাউন্ডারকে দিলো এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *