BCCI: এশিয়া কাপ ফাইনালের আগেই রদবদল ভারতীয় সিনিয়র দলের নির্বাচক কমিটিতে। মেয়াদ ফুরোনোয় সরে দাঁড়াতে হলো সেন্ট্রাল জোনের সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সাউথ জোনের এস শরথ’কে। তাঁদের বদলে দায়িত্ব পেলেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তনী আর পি সিং ও প্রজ্ঞান ওঝা। সেন্ট্রাল জোনের প্রতিনিধি হিসেবে সুযোগ পেলেন আর পি (RP Singh), আর ওঝা (Pragyan Ojha) প্রতিনিধিত্ব করবেন সাউথ জোনের। গত মাসেই নয়া নির্বাচক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো বিসিসিআই (BCCI)। আবেদন করেছিলেন প্রবীন কুমার, আশিষ উইন্সটন জাইদি, শক্তি সিং-দের মত ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখেরা। কিন্তু অশোক মালহোত্র, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষ্মণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) বেছে নেন আর পি ও প্রজ্ঞানকেই। আজ বিসিসিআই-এর সাধারণ বার্ষিক সভায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব দেওয়া হলো তাঁদের।
Read More: ”ভারতকে মেরে ফেলো..”, জঙ্গিদের কায়দায় ফাইনালের আগে হুমকি দিলেন শোয়েব আখতার !!
নয়া দায়িত্বে আর পি ও প্রজ্ঞান-

নির্বাচক পদে বিবেচিত হওয়ার জন্য দেশের হয়ে অন্তত ৭টি টেস্ট অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ কিংবা ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অথবা ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতেই হবে-মানদণ্ড বেঁধে দিয়েছিলো বোর্ড (BCCI)। আর পি সিং (RP Singh) ও প্রজ্ঞান ওঝা-আবেদনে কোনো অসুবিধা ছিলো না দু’জনেরই। উত্তরপ্রদেশের বাম হাতি পেসার আর পি সিং দেশের হয়ে খেলেছেন ১৪টি টেস্ট, ৫৮টি একদিনের ম্যাচ ও ১০টি টি-২০ ম্যাচ। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। পক্ষান্তরে প্রজ্ঞান ওঝা’র ঝুলিতে রয়েছে ভারতের জার্সিতে ২৪টি টেস্ট, ১৮টি একদিনের ম্যাচ ও ৬টি টি-২০ খেলার অভিজ্ঞতা। ঘরোয়া ক্রিকেটে হায়দ্রাবাদ, বাংলা, ওড়িশা’র মত দলের প্রতিনিধিত্ব করেছেন বাম হাতি স্পিন তারকা।
সুব্রত ও শরথ সরে দাঁড়ালেও নির্বাচক কমিটির বাকি সদস্যরা আপাতত বহাল রইলেন তাঁদের পদে। অজিত আগরকার (Ajit Agarkar) এই মুহূর্তে রয়েছেন মধ্যপ্রাচ্যের দুবাইতে। মুখ্য নির্বাচক হিসেবে দায়িত্বে থাকছেন মুম্বইয়ের প্রাক্তনীই। পাশাপাশি ওয়েস্ট জোন বা পশ্চিমাঞ্চেলেরও প্রতিনিধিত্ব করবেন তিনি। সরতে হচ্ছে না নর্থ জোনের অজয় রাত্রা (Ajay Ratra), ইস্ট জোনের শিবসুন্দর দাসকেও (Shiv Sundar Das)। আগামী মাসে রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর। তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-২০ ম্যাচে অজি শিবিরের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ নয়া নির্বাচক কমিটির প্রথম কাজ হবে সেই সফরের জন্য স্কোয়াড নির্বাচক করা। তারুণ্য নাকি অভিজ্ঞতা-কাকে অধিক গুরুত্ব দেন নয়া নির্বাচকেরা, সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার।
নয়া সভাপতি পেলো BCCI-

রজার বিনি’র মেয়াদ ফুরোনোর পর গত কয়েকমাস বিসিসিআই-এর (BCCI) কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজীব শুক্ল। আজ মুম্বইতে বার্ষিক সাধারণ সভা শেষে নয়া ঘোষণা করা হলো ভারতীয় বোর্ডের নয়া সভাপতির নাম। দায়িত্ব পেলেন দিল্লীর প্রাক্তনী মিঠুন মানহাস (Mithun Manhas)। মেয়েদের নির্বাচক কমিটিতেও দেখা গিয়েছে রদবদল। চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নীতু ডেভিড’কে। তাঁর বদলে দায়িত্ব পেয়েছেন অমিতা শর্মা। এছাড়া ‘উইমেন ইন ব্লু’র নির্বাচক কমিটিতে রয়েছেন শ্যামা দে, সুলক্ষণা নায়েক, জয়া শর্মা ও শ্রাবন্তী নাইডু। দক্ষিণাঞ্চলের বিদায়ী নির্বাচক এস শরথ জুনিয়র দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও জুনিয়র দলের নির্বাচক হিসেবে দায়িত্বে বহাল রইলেন পথিক প্যাটেল, রণদেব বোস, হরবিন্দর সোধি ও কৃষ্ণ মোহন।