আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। ২০ তারিখ প্রথম ম্যাচে প্রতিবেশী বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ‘মেন ইন ব্লু’র। ২৩ তারিখ রয়েছে মহারণ। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২ মার্চ রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সম্প্রতি জোড়া টেস্ট সিরিজে হারের পর নীল জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলার ছাড়পত্র কারা পান সেদিকে নজর ছিলো গোটা ক্রিকেটবিশ্বের। ১২ জানুয়ারি দল ঘোষণার ডেডলাইন বেঁধে দিয়েছিলো আইসিসি। কিন্তু অস্ট্রেলিয়া সফরের ব্যস্ততার কারনে সেই দিন স্কোয়াড সামনে আনতে পারেন নি নির্বাচকেরা। এক সপ্তাহ অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিলো বিসিসিআই। সেইমত আজ অর্থাৎ ১৮ তারিখ, মুম্বইতে বিসিসিআই সদর দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন অধিনায়ক রোহিত ও মুখ্য নির্বাচক অজিত আগরকার।
Read More: এই দুই খেলোয়াড়কে নিয়ে বেড়েছে বিসিসিআইয়ের মাথাব্যাথা, স্কোয়াড প্রকাশ্যে হচ্ছে দেরি !!
নেতৃত্বে রোহিত, সুযোগ পেলেন যশস্বী-
শেষ ১৫টি ইনিংসে একবারও অর্ধশতকের গণ্ডী পেরোন নি রোহিত শর্মা (Rohit Sharma)। অফ ফর্মের প্রতিফলন দেখা গিয়েছে তাঁর ক্যাপ্টেন্সিতেও। অস্ট্রেলিয়া সফরের পর রীতিমত প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো তাঁকে। সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অধিনায়ক হিসেবে তাঁর উপরেই আস্থা রেখেছে বিসিসিআই। মেগা টুর্নামেন্টের আগে বড় রদবদলের পথে হাঁটেন নি নির্বাচকেরা। প্রত্যাশামতই স্কোয়াডে সুযোগ পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কা সফরের পর আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সহ-অধিনায়ক পদে থাকছেন তিনি। এছাড়া বিকল্প ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। দ্বিতীয় বার ওডিআই স্কোয়াডে ডাক পেয়েছেন মুম্বইয়ের তরুণ। দুবাইয়ের মাঠে অভিষেকের সুযোগ হয় কিনা নজর থাকবে সেদিকে।
অফ ফর্ম ভোগাচ্ছে বিরাট কোহলিকেও (Virat Kohli)। সাথে রয়েছে ঘাড়ের চোট’ও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) তাঁর কাছে নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হতে পারে। গত অগস্টের শ্রীলঙ্কা সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপান নি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানো হয়েছে তাঁকেও। ফেব্রুয়ারির গোড়াতে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজেও রয়েছেন তিনি। দুই উইকেটরক্ষক-ব্যাটারকে রাখা হয়েছে স্কোয়াডে। সুযোগ পেয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। দস্তানা হাতে কোচ গম্ভীরের প্রথম পছন্দ কে হন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। সাদা বলের ক্রিকেটে রানের মধ্যে থাকা সঞ্জু স্যামসনের ভাগ্যে ছেঁড়ে নি শিকে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হচ্ছে হার্দিক পান্ডিয়ারও (Hardik Pandya)। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন তারকা অলরাউন্ডার।
বাদ সিরাজ, রয়েছেন আহত বুমরাহ-
দুবাইগামী বিমানে থাকছেন তিন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর (Axar Patel), ওয়াশিংটন সুন্দর ও জাদেজা। স্পিন বিভাগে রয়েছেন কুলদীপ যাদব’ও। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট তিনি। চমক রয়েছে পেস বিভাগে। বেশ অপ্রত্যাশিত ভাবেই বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ না খেললেও একদিনের ক্রিকেটে ফিরবেন তিনি, মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাতিলের তালিকাতেই ঠাঁই হয়েছে হায়দ্রাবাদের পেসারের। গোড়ালির চোট সারিয়ে গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরেছিলেন মহম্মদ শামি। আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। পিঠের চোটে কাবু জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়েও ছিলো অনিশ্চয়তা। কিন্তু তাঁকে স্কোয়াডে রেখেই পরিকল্পনা সাজিয়েছে বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বুমরাহ, আশাবাদী টিম ইন্ডিয়া। তৃতীয় পেস বিকল্প হিসেবে রয়েছেন আর্শদীপ সিং।
এক নজরে সম্পূর্ণ CT 2025 স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।