IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী সপ্তাহের রবিবার থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ভারতীয় দল দীর্ঘ ৭ মাস বাদে ওডিআই ফরম্যাট খেলতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মূলত সাদা বলে সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগেই ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ভারতীয় দলকে নতুন করে সাজানো হয়েছে আসন্ন ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের উপরে নজর রেখে। ভারতীয় দলের রূপরেখা পরিবর্তন করার দায়িত্ব এখন শুভমান গিলের (Shubman Gill) কাঁধে। শুভমান গিলকে দলের নতুন অধিনায়ক বানানো হয়েছে। টেস্ট ফরম্যাটের পাশাপশি ওডিআই ফরম্যাটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শুভমানকে। শুভমান দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপশি দলে রাখা হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) দুজনকেই।
READ MORE: IND vs AUS: “আমার সাথে যোগাযোগ করে নি…”, অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ শামি, নিলেন অজিত আগারকারের ক্লাস !!
গিলের কাঁধে উঠছে গুরু দায়িত্ব

দীর্ঘ সময় ধরে ভারতের ক্যাপ্টেনসি করে এসেছেন রোহিত শর্মা। এবার পালা বদলের পালা। ভারতের হয়ে এই সিরিজে ওপেনার জুটিতে রোহিত ও শুভমানকে দেখতে পাওয়া যাবে। সাথে তরুণ যশস্বী জয়সওয়ালকেও (Yashasvi Jaiswal) রেখে দেওয়া হয়েছে ব্যাক আপ ওপেনার হিসাবে। টপ অর্ডারে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের পাশাপশি মিডিল অর্ডারে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শ্রেয়স আইয়ার দলের সহ অধিনায়কের ভূমিকায় থাকবেন। তাছাড়া, দলে জায়গা পেয়েছেন কেএল রাহুল যিনি দলের মূল উইকেট কিপার। ব্যাক আপ উইকেট কিপার হিসাবে রেখে দেওয়া হয়েছে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)।
বুমরাহকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই

সম্প্রতি জুড়েল টেস্ট ক্রিকেটে উইন্ডিজদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছেন। এই সিরিজে চোটের কারনে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya), দলে লোয়ার অর্ডার সামলাবেন অক্ষর প্যাটেল (Axar Patel), নীতিশ রেড্ডি (Nitish Reddy)। তাছাড়া, অলরাউন্ডারদের ভূমিকা পালন করবেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar), হার্ষিত রানারা (Harshit Rana)। স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) সুযোগ দেওয়া হয়নি। দলের পেস আক্রমণে থাকছেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পেস আক্রমণ সামলাবেন অর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও মোহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
অস্ট্রালিয়ার বিরুদ্ধে ভারতের স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেট রক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব কৃষ্ণা (উইকেট রক্ষক), যশস্বী জয়সওয়াল।