অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজে ২-১ ব্যাবধানে পরাজয়ের পর ভারতীয় দলের পরবর্তী অভিযান হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ওডিআই দলে সাফল্য আসেনি বিদেশের মাটিতে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে শুভমান গিলকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ২০২৭ সালের বিশ্বকাপকে মাথায় রেখে ও বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল ৩০ নভেম্বর থেকে ওডিআই সিরিজ খেলবে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি রাচিতে অনুষ্ঠিত হবে। তাছাড়া, রায়পুর ও বিশাখাপত্তনমে শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
দল সুযোগ হলো না রোহিত-বিরাটদের

দক্ষিণ আফ্রিকা দল ভারতে সিরিজ খেলার আগে ভারত এ দলের বিরুদ্ধে সিরিজ খেলছে। প্রথম টেস্ট ম্যাচে ভারত এ দল দক্ষিণ আফ্রিকা এ দলকে পরাস্ত করেছে। এখনও একটি টেস্ট ম্যাচ বাঁকি রয়েছে দুই দলের মধ্যে। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে। টেস্ট দলের পাশাপশি বিসিসিআই ভারত এ দল ঘোষণা। তরুণ ব্যাটার তিলক ভার্মাকে (Tilak Varma) দলটির অধিনায়ক করা হয়েছে, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এ দলে অবশ্য খেলবেন না রোহিত শর্মা বা বিরাট কোহলি দুজনেই। অস্ট্রেলিয়ায় সিরিজের সেরা হয়েছিলেন রোহিত এবং শেষ ম্যাচে ছন্দ ফিরে পেয়েছিলেন কোহলি। তাদেরকে এই সিরিজে খেলতে দেখতে পাওয়া যাবে না। অভিজ্ঞ রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলার সম্ভাবনা আগেই কম ছিল, এবং ঘোষিত দলে তাঁদের নামও নেই।
Read More: হরমনপ্রীতদের খেলায় মুগ্ধ পাকিস্তানি ক্রিকেট ভক্তরা, সমর্থন জানিয়ে গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত !!
দলে জায়গা পেলেন ঈশান কিষান

ঈশান কিষাণও (Ishan Kishan) এই দলে ফিরে এসেছেন। তাঁকে উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে। এছাড়া টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স করা অভিষেক শর্মাও (Abhishek Sharma) এবার ‘এ’ দলে সুযোগ পেয়েছেন, যিনি ওপেনিংয়ে নামতে পারেন। শেষবার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারত এ দলকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা প্রভসিমরন সিংকেও নির্বাচকরা সুযোগ দিয়েছেন। এই সিরিজে মূলত তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। মানব সুথার, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম এবং আয়ুষ বাদোনির মতো নবীন মুখদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজকোটে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ ১৩, ১৬ এবং ১৯ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে ভারত ‘এ’-র ওয়ানডে দল
তিলক ভার্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ইশান কিষাণ (উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, প্রভসিমরন সিং।