ড্রিম ১১-এর পর এই কম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো BCCI, ক্ষতি কয়েক শো কোটি টাকা !! 1

ভারতীয় ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পিছনে বিসিসিআই (BCCI) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সঙ্গেই বর্তমানে আইসিসির (ICC) অন্যতম চালিকা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী এই বোর্ডের অর্থ উপার্জনের মূল স্তম্ভ হল স্পন্সরশিপ। কিন্তু এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ভারতীয় সরকারের নতুন আইনের জন্য বিসিসিআই প্রধান স্পন্সর ড্রিম ১১-এর সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। এবার আরও একটি সহযোগী স্পন্সরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে তারা।

Read More: শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !!

ড্রিম ১১-এর সঙ্গে সম্পর্ক শেষ-

ipl-2025-bcci-plan-to-evacuate-players
BCCI | Image: Twitter

কয়েকদিন আগেই নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ড্রিম ১১-এর মতো বেটিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। এই ধরনের অ্যাপ সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে এবং তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হিসেবে ড্রিম ১১-এর সঙ্গে ২০২৩-২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল বিসিসিআইয়ের (BCCI)। ৩৫৮ কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তবে নতুন বিল ‌পাশ‌ হওয়ার পর এশিয়া কাপের (Asia Cup 2025) আগেই এই চুক্তি বাতিল হয়ে গেছে। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) এই বিষয়ে বলেছিলেন, “যেহেতু বিলটি আইনে রূপান্তরিত হয়েছে ফলে ড্রিম ইলেভেনের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এই ধরনের আর কোনো ধরনের কোম্পানির সঙ্গে আমরা যুক্ত থাকতে চাইছি না। বিকল্প রাস্তা ইতিমধ্যেই খোঁজা শুরু করেছি।”

এই স্পন্সরের সঙ্গে সম্পর্ক ছিন্ন-

ipl-2025-csk-vs-pbks-match-report
PBKS | Images: Getty Images

ড্রিম ১১-এর মতোই ফ্যান্টাসি বেটিং অ্যাপ হলো মাই ইলেভেন সার্কেল। সহযোগী স্পন্সর হিসেবে এই কম্পানির সঙ্গেও বিসিসিআইয়ের (BCCI) ৫ বছরের চুক্তি ছিল। এবার মাই ইলেভেন সার্কেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে বোর্ডকে ৬২৫ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

২০২৪ সাল থেকে এই কম্পানিটি আইপিএলের‌ও (IPL) সহযোগি স্পন্সর। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পাঞ্জাব কিংস (PBKS) এবং লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) সঙ্গেও যুক্ত রয়েছে মাই ইলেভেন সার্কেল। পাঞ্জাবের কিট স্পন্সর তারা। কিন্তু নতুন বিল আসার পর প্রীতি জিন্টা (Preity Zinta) এবং সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দলের সঙ্গে‌ও সম্পর্ক ছিন্ন হচ্ছে এই বেটিং অ্যাপের। উল্লেখ্য এই বছর আইপিএলে (IPL 2025) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে পাঞ্জাব (PBKS) টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিল। কিন্তু তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে হারের সম্মুখীন হয়।

Read Also: “দুটো ম্যাচেই জিতব..”, এশিয়া কাপের আগে ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন হারিস রাউফ‌‌‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *