শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রহর গোণা। জুন মাসের গোড়াতেই বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এগারো বছর আইসিসি প্রতিযোগিতায় সাফল্য না পাওয়া টিম ইন্ডিয়া এবার ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ইতিহাস গড়ার জন্য মরিয়া। ২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিশেষ পরিকল্পনা নিয়েছিলো ভারতীয় বোর্ড। একঝাঁক তরুণ তুর্কিকে সুযোগ দেওয়ার পথে হেঁটেছিলো তারা। তাঁদের মধ্যে থেকে অনেকেই সম্ভবত থাকবেন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে। তারুণ্যের সাথে অভিজ্ঞতার আদর্শ মেলবন্ধনের সন্ধানে বিসিসিআই। সংবাদমাধ্যম সূত্রে খবর যে মে মাসের গোড়াতেই দল ঘোষণা করা হতে পারে। আপাতত শেষ মুহূর্তের জট ছাড়াচ্ছেন নির্বাচক কমিটি।
Read More: যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে BCCI, এক ধাক্কায় অনেকখানি বাড়ছে ক্রিকেটারদের বেতন !!
ব্যাটিং লাইন-আপ চূড়ান্ত, প্রশ্ন উইকেটরক্ষক নিয়ে-

আপাতত জানা গিয়েছে যে আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিসিআই। রোহিত শর্মা যে স্কোয়াডে থাকবেন তা বেশ কিছু দিন আগেই পরিষ্কার করে দিয়েছেন সচিব জয় শাহ (Jay Shah)। চলতি আইপিএলে পাওয়ার প্লে’তে হিটম্যান অবতারে প্রায়শই দেখাও গিয়েছে রোহিতকে (Rohit Sharma)। ওপেনিং-এ তাঁর থাকা নিশ্চিত। সঙ্গে জুটি হতে পারেন যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালস জার্সিতে প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতক আত্মবিশ্বাস বাড়িয়েছে তাঁর।
কোহলিকে (Virat Kohli) দিয়ে ওপেনিং করানোর গুঞ্জন থাকলেও আপাতত যা খবর তাতে তিনেই খেলতে চলেছেন তিনি। চারে থাকছেন টি-২০ দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রিঙ্কু সিং, শিবম দুবেরও (Shivam Dube) থাকার সম্ভাবনা। দুরন্ত ছন্দে থাকা শিবম নাকি অভিজ্ঞ হার্দিক, অলরাউন্ডার হিসেবে কে খেলেন প্রথম একাদশে তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটজনতার। উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিলো দিনকয়েক আগে অবধিও। কিন্তু আইপিএলের পারফর্ম্যান্সের ভিত্তিতে এগিয়ে যে ঋষভ পন্থ’ই (Rishabh Pant) তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।
দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সিতে চলতি মরসুমে ৮ ম্যাচে ৩৪২ করেছেন ঋষভ। স্ট্রাইক রেট’ও ১৬২’র আশেপাশে। গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৩ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস আরও সুপ্রতিষ্ঠিত করেছেন তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা। দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে যদিও এখনও চলছে টানাপোড়েন। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই দাবী করছেন দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও কে এল রাহুল (KL Rahul)। আইপিএল পারফর্ম্যান্সের তুল্যমূল্য বিচারে কিছুটা এগিয়ে থাকার কথা সঞ্জুর, কিন্তু রাহুলের অভিজ্ঞতাকে সম্ভবত প্রাধান্য দিচ্ছেন নির্বাচকরা।
সেরা বোলিং কম্বিনেশনের খোঁজে টিম ইন্ডিয়া-

বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে কারা জায়গা পাবেন তা নিয়ে এখনও পারমুটেশন-কম্বিনেশন চালাচ্ছে বিসিসিআই। গত কয়েক মাসে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বল হাতে একের পর এক ‘মাস্টারক্লাস’ উপহার দিয়ে এসেছেন। টেস্ট, ওডিআই হোক বা টি-২০, নজর কেড়েছেন তিনি। চলতি আইপিএলেও প্রায় রোজই অবাক করছেন বুমরাহ (Jasprit Bumrah)। তিনি যে নতুন বল হাতে রান আপে দাঁড়াবেন তা নিশ্চিত।
পেস বিভাগে বাম হাতি বিকল্প রাখারও পক্ষপাতী ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। দৌড়ে এগিয়ে রয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। গত টি-২০ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের পেসার। এবারও সুযোগ পাওয়ার পথে তিনি। আইপিএলে এখনও অবধি সাফল্য না পেলেও মহম্মদ সিরাজ’কে দলে রাখতে চলেছেন অজিত আগরকাররা। টি-২০ ক্রিকেটে ভারতের সফলতম স্পিনার যুজবেন্দ্র চাহালের টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন সম্ভবত পূরণ হচ্ছে না এবারও। আইপিএলে ভালো পারফর্ম্যান্স করেও ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী দলের বাইরেই থাকতে চলেছেন তিনি।
চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) রেখেই দল সাজাতে চলেছে টিম ইন্ডিয়া। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফল হয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতা টি-২০ বিশ্বকাপেও ধরে রাখার চেষ্টা করবেন তিনি। দ্বিতীয় স্পিনার হিসেবে রবি বিষ্ণোই (Ravi Bishnoi) না অক্ষর প্যাটেল-কাকে সুযোগ দেওয়া হবে তা নিয়ে দ্বিধায় নির্বাচকেরা। ব্যাটিং দক্ষতা কিছুটা হলেও এগিয়ে রেখেছে অক্ষরকে (Axar Patel)। অতিরিক্ত পেসার হিসেবে আবেশ খানকেও (Avesh Khan) সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা।