BCCI is set to launch a country wide talent hunt to discover young fast bowlers for the future

আজকাল টিম ইন্ডিয়ার পারফর্মেন্স বেশ চর্চায় থাকে। কারণ বিগত ১০ বছর ধরে আইসিসির কোনো ট্রফি ভারতের ক্যাবিনেটে আসেনি, সুযোগ থাকা সত্ত্বেও বেশ কয়েকবার ট্রফি হাতে আসেনি ভারতীয় দলের। এর মূল কারণ বলা যেতে পারে ভারতীয় দলের বোলিং। বেশিরভাগ ম্যাচেই দলের ফাস্ট বোলারদের চোট পেতে দেখা যায়। এমনকি তাদের উপযুক্ত বদলি পাওয়া যায় না। গত এক বছর ধরে ভারতীয় দলে জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) বাইরেই রয়েছেন।

তবে এখনো পর্যন্ত ভারতীয় বোর্ড (BCCI) তার বদলি খুঁজতে সক্ষম হলো না। যে কারণে টিম ইন্ডিয়াকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মঞ্চে ১০ উইকেটে পরাজিত হতে হয়েছিল। পাশাপাশি ইংল্যান্ডের মতো জায়গায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC FINAL 2023) তাকে দলে পাইনি টিম ইন্ডিয়া। যার মাশুল গুনতে হলো দলকে। তবে, এবার বিসিসিআই (BCCI) নিলো নতুন সিদ্ধান্ত।

Read More: রোহিত-বিরাটের চোখের বালি এই ৩ ক্রিকেটার, শিখর ধাওয়ান দেবেন জতীয় দলে সুযোগ !!

BCCI নিলো বড় উদ্যোগ

Jay shah, bcci
Jay Shah | Image: Getty Images

এই পরিস্থিতিতে তরুণ ম্যাচ উইনার বোলার তুলে আনার উদ্যেগ নিল বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী, এবার দেশজুড়ে তরুণ প্রতিভাবান বোলারদের খুঁজে বার করতে প্রস্তুত বিসিসিআই (BCCI)। ১৮ থেকে ২৩ বছর বয়সি তরুণ বোলারদের খুঁজে বার করে তাদের ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি (NCA) ট্রেনিং দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই (BCCI)।

ভারতে ফাস্ট বোলারের কমতির জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিসিসিআই। বোলিং আক্রমণের ধার বাড়ে এবং রিজার্ভ বেঞ্চও শক্তিশালী হয় সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া

Indian test team, bcci
Indian Test Team | Image: Getty Image

বর্তমানে টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে, ১২ ই জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা করতে চলেছে টিম ইন্ডিয়া। তবে, এরপর ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজেই।

এখানেই তিনটি ওডিআই ও ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে। এরপর ভারতীয় দল আয়ারল্যান্ড পারি দেবে যেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। এমনকি এবছর টিম ইন্ডিয়ার কাছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023) জিততে চাইবে।

এমনকি ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ যেকারণে ভারতের পারফর্ম করার সুযোগ অনেক বেড়ে যায়।

Read Also: ট্রফি দিতে না পারায় কোচকে ছাঁটাই LSG’র, কেএল রাহুলদের নতুন হেড স্যার হচ্ছেন এই প্রাক্তন অজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *