বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) যা ইঙ্গিত দিয়েছে তাতে রোহিত শর্মা ২০২৩ বিশ্বকাপের সময় ভারতীয় দলের অধিনায়ক থাকবেন। টি-২০ বিশ্বকাপের পর ইতিমধ্যেই টি-২০ দলের নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, আগামীদিনে এই দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করবেন হার্দিক পান্ডিয়া। টেস্টে কাকে অধিনায়ক করা হবে তা নিয়েও একটা প্রশ্ন রয়ে গিয়েছে। আসলে বিশ্বকাপের আসরে ভারতের খারাপ পারফরমেন্সের পর পুরোই অ্যাকসান মুডে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়কত্বের ক্ষমতা যাতে কোন একজনের হাতে না থাকে, সেই কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। এর মধ্যেই অনেকেই বলছেন, এত কিছু না করে ফের বিরাট কোহলির হাতেই তুলে দেওয়া উচিত। দেখে নেওয়া যাক কোন কোন কারণে বিরাটকে ফের অধিনায়ক করা উচিত।
বিরাটের আগ্রাসী মানসিকতা কাজে লাগবে
কোন সন্দেহ নেই বিরাট কোহলি মানসিকভাবে খুবই শক্তিশালী। আর তারই প্রতিফলন দেখা যায় তার ব্যাটিংয়েও। তবে শুধু ব্যাটিংই নয়, অধিনায়কত্বেও তার এই ইস্পাতের মত কঠিন মেজাজের পরিচয় পাওয়া যায়। টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর টিমের হাল ধরতে এমনই একজনের দরকার যিনি এই কড়া মেজাজে সব কিছু সামলাবেন। তাই কোহলিকে ফের অধিনায়কের দায়িত্ব দিলে সেটা মোটেও ভুল কাজ হবে না।