ভারতের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ, WTC'র পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়ার পদচ্যুত !! 1

টেস্ট ক্রিকেটকে বেশি জনপ্রিয় করে তোলার জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) আয়জন করা হয়েছে। ইতিমধ্যে দুটি WTC হয়ে গিয়েছে, যার মধ্যে প্রথম বারের চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড এবং দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার। আর দুইবারই বিপক্ষ দল ছিল ভারতীয় দল। বছর জুড়ে ভারত ক্রিকেট খেলেও শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ভারতীয় দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সিজিন। ২০২৫ সালেই অনুষ্ঠিত হতে চলেছে এর ফাইনাল, তবে ফাইনালে পৌঁছাতে গেলে শীর্ষ দুই স্থানের মধ্যেই থাকতে হবে দলকে।

Read More: হার্দিক বা রাহুল নয় এই প্লেয়ারকেই T20 বিশ্বকাপের ক্যাপ্টেন হিসাবে দেখতে চান সৌরভ গাঙ্গুলী !!

ভারতকে টপকে গেল বাংলাদেশ

Wtc, ind vs ban
IND vs BAN | Image: Getty Images

আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল একটি সিরিজ খেলে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে একতরফা ভাবে জয় লাভ করে ভারতীয় দল এবং দ্বিতীয় টেস্টে বৃষ্টি আসার কারণে ড্র রূপে শেষ হয় ম্যাচটি। যার পর ভারতীয় দল তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসে এবং শ্রীলংকাকে টেস্ট সিরিজে ২-০ ব্যাবধানে পরাস্ত করে WTC’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে পাকিস্তান। তবে চলতি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে পরাজিত হলো নিউজিল্যান্ড এবং ভারতকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল প্রতিবেশী দেশ বাংলাদেশ।

ভারতের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ

Wtc

ভারতীয় দল তৃতীয় স্থানে পৌঁছালেও দলের কাছে সুযোগ রয়েছে পয়েন্ট তালিকা উন্নতি করার। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে চলেছে, ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট। তবে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী একটি দল এবং ভারতকে জিততে গেলে তুলনামূলক ভালো পারফরম্যান্স করতে হবে। শেষবার ভারতীয় দল যখন দক্ষিণ আফ্রিকা গিয়েছিল তখন টিম ইন্ডিয়া ২-১ ব্যাবধানে পরাজিত হয়েছিল। তবে এবার WTC’তে ভারতীয় দলের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ শীর্ষে পৌঁছানোর। কারণ শীর্ষে থাকা পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলবে যেখানে তাদের কাছে অজিদের হারানো সহজ হবে না এবং সেই সুজিগে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারালে পৌঁছে যাবে শীর্ষস্থানে।

Read More: IND vs AUS: “এই দলটা অনেক দূর যাবে…”, অজিদের বিরুদ্ধে সিরিজ জেতা টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *