bangar-picks-indian-xi-for-ct-2025

CT 2025: বেজে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দামামা। আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি আয়োজিত আটদলীয় টুর্নামেন্ট। দুই বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে বাংলাদেশের বিপক্ষে অভিযান শুরু করতে চলেছে তারা। ২৩ তারিখ মেন ইন ব্লু’র দ্বিতীয় প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ক্রিকেটের ‘এল-ক্লাসিকো’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এরপর ২ মার্চ তৃতীয় ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত জুনে টি-২০ বিশ্বকাপ জিতে এগারো বছরের আইসিসি ট্রফি খরা কাটাতে সক্ষম হয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ধারাবাহিকতা বজায় রাখাই এখন লক্ষ্য রোহিত-কোহলিদের। আসন্ন টুর্নামেন্ট বড় চ্যালেঞ্জ নয়া কোচ গৌতম গম্ভীরের জন্যও। চোটের কারণে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) শূন্যস্থান পূরণের কথা ভাবতে হবে তাঁকে। কেমন হতে পারে ভারতের একাদশ? আভাস দেওয়ার চেষ্টা করলেন সঞ্জয় বাঙ্গার।

Read More: “হোয়াইট ওয়াশ শুধু সময়ের অপেক্ষা…” তৃতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডকে ৩৫৭ রানের টার্গেট দিলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ভারতের ব্যাটিং বিভাগে তারকার ভীড়-

Shubman Gill and Shreyas Iyer | CT 2025 | Image: Getty Images
Shubman Gill and Shreyas Iyer | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় ব্যাটিং বিভাগ নিয়ে কোনো রকম পরীক্ষানিরীক্ষায় রাজী নন সঞ্জয় বাঙ্গার। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত, কোহলিদের মত সুপারস্টারদের উপর আস্থা রাখার পরামর্শই টিম ইন্ডিয়াকে দিয়েছেন তিনি। ওপেনিং-এ অধিনায়ক রোহিতের সঙ্গী হিসেবে তিনি রেখেছেন শুভমান গিল’কে Shubman Gill)। বছর দেড়েক আগে ওডিআই বিশ্বকাপে সেরাটা দিতে পারেন নি শুভমান। এবার যে ফর্মে রয়েছেন তিনি, তাতে দুবাইয়ের মাঠে পাঞ্জাবের তরুণের থেকে ভালো কিছু আশা করতেই পারেন ‘মেন ইন ব্লু’ ভক্তেরা। তিন নম্বরে বাঙ্গারের বাজি বিরাট কোহলি (Virat Kohli)। অফ ফর্ম বেশ কয়েক মাস যাবত ভোগাচ্ছিলো তাঁকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ঝলমলে অর্ধশতক করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে স্বস্তি ফিরিয়েছে ভারতীয় শিবিরে।

চার নম্বরে সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) চাইছেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। বেশ কয়েক মাস জাতীয় দলের বাইরে থাকার পর সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি গায়ে মাঠে ফিরেছেন তিনি। চমৎকার পারফর্ম করেছেন নাগপুর, কটক ও আহমেদাবাদের তিনটি ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও  (CT 2025) তাঁর ব্যাট টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে অগ্রাধিকার পাওয়া উচিৎ কে এল রাহুলের (KL Rahul), মনে করছেন বাঙ্গার। ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) তিনটি ম্যাচে তিনি খেললেও তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে কাটাছেঁড় করেছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। পছন্দের পাঁচ নম্বরে নয়, বরং তাঁকে ছয়ে খেলানো হয়েছে। বাঙ্গার (Sanjay Bangar) অবশ্য মনে করছেন যে কর্ণাটকের তারকার থেকে সেরাটা বের করে আনতে হলে তাঁকে ছয়ে নয়, উচিৎ পাঁচেই খেলানো।

বোলিং বিভাগে ব্রাত্য শামি, ভরসা স্পিনে-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

আইসিসি’র মেগা টুর্নামেন্টে তিন অলরাউন্ডারকে প্রথম একাদশে রাখা উচিৎ ভারতের, জানিয়েছেন সঞ্জয় বাঙ্গার। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে তিনি দেখছেন হার্দিক পান্ডিয়া’কে (Hardik Pandya)। অতিরিক্ত পেস বিকল্প হিসেবেও দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। এছাড়া দুবাইতে টিম ইন্ডিয়ার স্পিন বিভাগের ধার বাড়ানোর জন্য অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) মাঠে নামাক ‘মেন ইন ব্লু’, পরামর্শ তাঁর। সাত ও আটে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন দু’জনে। লম্বা বিরতির পর মাঠে ফিরলেও ম্রিয়মান লেগেছে মহম্মদ শামিকে। বাংলার তারকা পেসারকে তাই চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশের বাইরেই রেখেছেন বাঙ্গার। বরং জসপ্রীত বুমরাহ’র বিকল্প হিসেবে সুযোগ পাওয়া হর্ষিত রাণা’কে (Harshit Rana) সুযোগ দেওয়ার পক্ষপাতী তিনি। এছাড়া দ্বিতীয় পেসার হিসেবে বাঙ্গারের বাজি বাম হাতি আর্শদীপ সিং। একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে চান তিনি।

Also Read: CT 2025: “ওদের যথেষ্ট গভীরতা আছে…” ‘ফেভারিট’ নয় ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবি শাস্ত্রী’র বাজি এই দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *