সীমিত ওভারের ক্রিকেট, বিশেষ করে টি-২০’র জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়লেও ক্রীড়াপ্রেমী জনতার মনের মণিকোঠায় আলাদা স্থান রয়েছে টেস্টের (Test Cricket)। ব্যাট ও বলের প্রকৃত পরীক্ষা দীর্ঘতম ফর্ম্যাটে, পাঁচ দিন ধরেই দেখা যায়, এমনটা মনে করেন শতকরা নব্বই ভাগ ক্রিকেট বিশেষজ্ঞ। যে উত্তেজনা, যে আবেগ টেস্ট’কে ঘিরে তৈরি হয়, তা ওয়ান ডে বা টি-২০তে মেলে না বলেই মত তাঁদের। তাই আজও যখন বিদেশের মাঠে, কঠিন পরিস্থিতিতে জয় ছিনিয়ে নেয় কোনো দল, তখন উচ্ছ্বাসে মাতেন সমর্থকেরা। পঞ্চম দিনের শেষবেলায় হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ বাঁচানোর মরিয়া চেষ্টার দিকেও রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকতে দেখা যায় ক্রীড়াপ্রেমী জনতাকে। খেলোয়ারদের কাছেও টেস্টের (Test Cricket) মর্যাদা আলাদা রকমের। লাল বলের খেলায় দেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে থাকেন তাঁরা। কঠিনতম ফর্ম্যাটে চলতি প্রজন্মের সেরা খেলোয়াড় কারা? বেছে নিলেন সঞ্জয় বাঙ্গার।
Read More: হার্দিকের জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন নাতাশা, চমকে দেওয়ার মত তথ্য এলো প্রকাশ্যে !!
বাঙ্গারের টেস্ট একাদশে একঝাঁক ভারতীয়-
টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং পরামর্শদাতা সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে থেকে যে সেরা একাদশ বেছে নিয়েছেন সেখানে রয়েছেন ৭ জন ভারতীয় খেলোয়াড়। ওপেনিং-এ তিনি রোহিত শর্মা’কে (Rohit Sharma) রেখেছেন। ৫৯ টেস্টে (Test Cricket) ভারতীয় তারকা করেছেন ৪১৩৭ রান। সাথে থাকছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (Dave Warner)। ১১২ টেস্টে ৮৭৮৬ রানের মালিক তিনি। তিন নম্বরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন’কে (Kane Williamson)। কিউই তারকার সংগ্রহ ১০০ টেস্ট খেলে তিনি করেছেন ৮৭৪৩ রান। চারে নিজের পছন্দের পজিশনে থাকছেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli)। ১১৩ টেস্টে তিনি করেছেন ৮৮৪৮ রান। গড় ৪৯.১৫। ২৯ শতরানের সাথে সাথে ৭টি টেস্ট দ্বিশতরান’ও রয়েছে তাঁর। পাঁচ নম্বরে বাঙ্গারের পছন্দ ঋষভ পন্থ (Rishabh Pant)। ৩৩ টেস্টে ২২৭১ রান করেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।
পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস’কে (Ben Stokes) বাঙ্গার রেখেছেন পছন্দের একাদশে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ১০৫ টেস্টে ৬৫০৮ রান করেছেন, নিয়েছেন ২০৩টি উইকেট। এরপর তিনি রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন’কে। জাদেজার সংগ্রহ ৭২ ম্যাচে ৩০৩৬ রান ও ২৯৪ উইকেট, অশ্বিন ১০০ ম্যাচে ৫১৬ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩৩০৯ রান’ও। দুই স্পিনারের সাথে তিন পেসারকে একাদশে রেখেছেন বাঙ্গার। সেখানেও দাপট ভারতের। একইসাথে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ শামি। প্রজন্মের সেরা ফাস্ট বোলার তকমা অনেকেই দিয়েছেন বুমরাহ’কে। মাত্র ৩৬ টেস্টে তাঁর সংগ্রহে ১৫৯ উইকেট। অন্যদিকে শামি ৬৪ টেস্টে নিয়েছেন ২২৯ উইকেট। তৃতীয় পেসার হিসেবে রয়েছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। অজি তারকার সংগ্রহে ৭০ ম্যাচে ২৭৩ উইকেট।
ক্রিকেটজনতার মনপসন্দ হয় নি একাদশ-
সঞ্জয় বাঙ্গারের বেছে নেওয়া টেস্ট (Test Cricket) স্কোয়াডে ভারতীয় রয়েছেন ৭ জন। বাকি সব ক্রিকেটখেলিয়ে দেশ থেকে রয়েছেন কেবল ৪ জন প্রতিধিনি। তাঁর পছন্দকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করছেন ক্রীড়াপ্রেমী জনতা। ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্যুইটারের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমালোচিত’ও হয়েছেন বাঙ্গার। গত দশকের সেরা টেস্ট খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন স্টিভ স্মিথ (Steven Smith)। ১০৯ টেস্টে ৯৬৮৫ রানের মালিক তিনি। ব্যাটিং গড় ৫৭’র কাছাকাছি। তাঁকে সেরা এগারোতে না দেখে অবাক সকলে। একই কথা প্রযোজ্য জো রুটের (Joe Root) জন্য’ও। বর্তমান সময়ের তারকাদের মধ্যে সবচেয়ে বেশী টেস্ট রানের মালিক ইংল্যান্ডের ক্রিকেটার। ১৪৪ ম্যাচে করেছেন ১২১৩১ রান। তাঁর বদলে পরিসংখ্যানের বিচারে অনেক পিছিয়ে থাকা রোহিত শর্মা’কে দেখেও অখুশি অনেকে। টেস্ট একাদশে কোনোভাবেই ভারত অধিনায়কের জায়গা হয় না বলে মত তাঁদের।
এক নজরে সঞ্জয় বাঙ্গারের পছন্দের একাদশ-
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, জশ হ্যাজলেউড।