টেস্ট ও একদিনের ক্রিকেটে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার (Team India) ফর্ম বিশেষ ভালো নয়। লাল বলের ফর্ম্যাটে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজ হারতে হয়েছে। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজও গত অগস্টে হারিয়েছে ভারতীয় দল। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অনবদ্য ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গত জুনে জিতেছে টি-২০ বিশ্বকাপ। এরপর জিম্বাবুয়েকে তাদের মাটিতে ১-৪ হারিয়েছে। রোহিত, বিরাটদের অবসর’ও সাফল্যের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায় নি। পাল্লেকেলেতে ০-৩ ফলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। দেশের মাঠে ০-৩ জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। ২০২৪-কে ভারতের (Team India) টি-২০ দল বিদায় জানিয়েছে দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশে ১-৩ উড়িয়ে দিয়ে। এই সাফল্যের নেপথ্যে সূর্যকুমার, শুভমান গিলদের মত সঞ্জু স্যামসনের (Sanju Samson) কৃতিত্ব’ও যথেষ্ট বলে মত সঞ্জয় বাঙ্গারের।
Read More: CT 2025: নিশ্চিত নন কামিন্স, ফিরছেন হ্যাজলউড, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার !!
সঞ্জু’কে প্রশংসায় ভরালেন বাঙ্গার-
২০১৫ সালে ভারতের (Team India) জার্সি গায়ে টি-২০তে প্রথচলা শুরু হয় সঞ্জু স্যামসনের (Sanju Samson)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে। মাঝেমধ্যে সুযোগ পেতেন সঞ্জু। ভালো খেললেও কিছু দিনের মধ্যেই বাদ পড়তে হত। এরপর চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মাসের পর মাস মাঠের বাইরেই রাখত তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও স্যামসনের (Sanju Samson) বিরুদ্ধে বিসিসিআই-এর এহেন আচরণ নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন অনেকেই। পরিস্থিতি কিছুটা পালটায় নির্বাচক কমিটিতে বদল আসার পর। অজিত আগরকার মুখ্য নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর কুড়ি-বিশের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত হয়েছেন সঞ্জু। যে আস্থা তাঁর প্রতি দেখিয়েছে টিম ইন্ডিয়া (Team India), তার প্রতিদান দিতেও ভোলেন নি কেরলের ক্রিকেটার।
সম্প্রতি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক টি-২০ শতরান করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর ব্যাটে রানের বিস্ফোরণ মন ভরিয়েছে প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের। সংবাদসংস্থা স্পোর্টসকীড়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “ও (সঞ্জু স্যামসন) এখন যে সাফল্য পাচ্ছে তা দেখে বেশ ভালো লাগে। ও এখন ওর প্রাপ্য সুযোগটা পাচ্ছে। একটানা ম্যাচ খেলতে পারছে। যদি কোনো ব্যাটার পরপর তিনটি বা চারটি ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে সেটা তাঁকে মানসিক ভাবে খানিকটা চাপমুক্ত করে দেয়।” আগামী বছর দেশের মাঠে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। সেখানে সঞ্জু টিম ইন্ডিয়ার (Team India) ট্রাম্প কার্ড হতে পারেন, মত অনেক বিশেষজ্ঞের। বিসিসিআই-ও এই মুহূর্তে ঋষভ পন্থ বা ঈশান কিষণের বদলে বিনিয়োগ করছে সঞ্জুর উপরেই।
যুবরাজের সাথে সঞ্জুর তুলনা বাঙ্গারের-
কেরলের তারকার পারফর্ম্যান্সে মোহিত সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। কিংবদন্তি যুবরাজ সিং-এর (Yuvraj Singh) সাথে তুলনা করলেন সঞ্জুকে। তাঁর মধ্যেও যে সহজাত ছক্কা মারার ক্ষমতা রয়েছে তা সাফ জানিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তনী। মিডল অর্ডারে নয়, টপ-অর্ডারই সঞ্জুর আদর্শ পজিশন বলে মত তাঁর। সাক্ষাৎকারে বলেছেন, “উপরের দিকে ব্যাট করলে ওকে পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হয় না। ফিল্ডিং বিধিনিষেধের সুযোগ নিতে পারে। ও ছক্কা মারতে ওস্তাদ। সাবলীল ভঙ্গিতে ছক্কা মারতে পারে। যুবরাজ সিং-এর পর যদি কেউ এত সহজে ছক্কা মারতে পারে, সেটা সঞ্জু স্যামসন। ওকে সেরা ছন্দে খেলতে দেখা খুবই আনন্দদায়ক।” যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও ওপেনই করবেন সঞ্জু (Sanjay Bangar)। তাঁর দিকে নিঃসন্দেহে নজর থাকবে বাঙ্গারের।