IND vs BAN, T20 World Cup 2024: ডু ওর ডাই ম্যাচে ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ, মেগা ম্যাচে দলে এন্ট্রি নিলেন এই সুপারস্টার !! 1

T20 World Cup 2024: গতকাল সুপার এইটের মঞ্চে আফগানিস্তানকে ৪৭ রানে পরাজিত করেছে ভারতীয় দল। বর্তমানে সুপার এইটের প্রথম গ্রুপে দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে আজ সকালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাস্ত হতে হলো বাংলাদেশ দলকে। বাংলাদেশের বিরুদ্ধে DLS মেথডে ২৮ রানে জয় সুনিশ্চিত করেছে টিম অস্ট্রেলিয়া। আগামীকাল আবার সুপার এইটের মঞ্চে বাংলাদেশদলকে খেলতে হবে। বিশ্বকাপের মঞ্চে আগামীকাল সুপার এইটের মঞ্চে ভারতীয় দল বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে।

প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর ভারতীয় দলের বিরুদ্ধে বাংলাদেশের জয় পাওয়া টি আকর্ষক না হলে আগামীকাল ম্যাচ হারলেই তাদেরকে বিদায় নিতে হবে বিশ্বকাপের মঞ্চ থেকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ তাদের সেরা একাদশ। ওপেনিং করতে দেখা যাবে তানজিদ হাসান (Tanzid Hasan) ও লিটন দাস (Litton Das) সের জুটিকে। ভারতের বিরুদ্ধে বেশ ভালো খেলে থাকেন লিটন, তাই লিটনকে বসানোর কোনো ভূল সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। চলতি বিশ্বকাপে ছন্দে দেখা যায়নি শান্তকে তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ভালো ইনিংস খেলেছিলেন তিনি।

মিডিল অর্ডারের দায়িত্ব তুলে দেওয়া হবে সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও তৌহিদ হৃদয়’ (Towhid Hridoy) এর উপর। চলতি বিশ্বকাপে বেশ দারুন ছন্দে রয়েছেন দুজনেই। ফিনিশারের ভূমিকা পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ (Mahmudullah Riyad)। এছাড়া বোলারদের তালিকায় দেখা যাবে মাহেদী হাসান, রিশাদ হোসেন (Rishad Hossain), তাসকিন আহমেদ (Taskin Ahmed), তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib), মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)।

Read More: গৌতম গম্ভীর নন, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে VVS লক্ষ্মণ নিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি !!

IND vs BAN, T20 World Cup 2024, Pitch Report

Sir Vivian Richards Stadium, world cup 2024
Sir Vivian Richards Stadium | Image: Getty Images

অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পরস্পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’এর সুপার 8-এর ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটি কম স্কোরিং ম্যাচ ছিল। শেষ দুটি সুপার 8 ম্যাচে, দক্ষিণ আফ্রিকা ১৯৪ রান বানিয়েছিল এবং সেই রান তাড়া করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৬ রান বানায়। এছাড়া, আজকের সকালের ম্যাচে ১৪০ রান বানায় ৮ উইকেটের বিনিময়ে। এই রান তাড়া করতে এসে অজি দল ১১.২ ওভারে ১০০ রান তুলে ফেলে। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল আগামীকাল আবার একবার বৃষ্টি মুখোমুখি হতে পারে।

আগামীকাল অ্যান্টিগার নর্থ সাউন্ডে সর্বাধিক ৩১ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা যায়, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে। ১৯ কিমি প্রতি ঘন্টা বেগে এদিন বাতাস বইবে এবং ৭৫ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে। তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভবনা নেই বলেই আপডেট দিয়েছে আবহাওয়াদপ্তর।

IND vs BAN, T20 World Cup 2024, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভব্য স্কোয়াড

ওপেনার – তানজিদ হাসান, লিটন দাস

মিডিল অর্ডার ব্যাটসম্যান – নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়

ফিনিশার – মাহমুদউল্লাহ রিয়াদ

বোলার – মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

উইকেট রক্ষক – লিটন দাস

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভব্য একাদশ

তানজিদ হাসান, লিটন দাস (ডাব্লু), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Read Also: T20 World Cup 2024: T20 বিশ্বকাপের পর একটানা ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া, আগামী বছর পর্যন্ত ব্যস্ত সময়সূচী প্রকাশ করলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *