CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে পড়ে গিয়েছে কাঠি। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচীতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (PSK vs NZ) ম্যাচ দিয়ে সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত টুর্নামেন্টের। গ্রুপ-এ’তে থাকা টিম ইন্ডিয়াকে অবশ্য ওয়াঘা সীমান্ত পেরোতে হচ্ছে না। বিসিসিআই-এর দাবী মেনে ভারতের সব ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে দুবাইতে। সেখানেই ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করার কথা রোহিত-কোহলিদের (Virat Kohli)। ২৩ তারিখ রয়েছে মহারণ। মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে ‘মেন ইন ব্লু’র শেষ ম্যাচ ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশগ্রহণকারী আট দেশের মধ্যে ছয়টি ইতিমধ্যেই প্রকাশ করেছে তাদের স্কোয়াড। বাকি কেবল ভারত ও পাকিস্তান। সূত্রের খবর সাম্প্রতিক ফর্ম, চোট-আঘাত ইত্যাদি পর্যালোচনার পর ১৮ বা ১৯ তারিখ স্কোয়াড প্রকাশ করতে পারে বিসিসিআই।
Read More: IPL 2025: চিন্তায় কলকাতা নাইট রাইডার্স, মরসুম শুরুর আগেই হাতছাড়া মহার্ঘ পেসার !!
বদ্রীনাথের স্কোয়াডে তারকার ছড়াছড়ি-
দুবাইয়ের বিমানের টিকিট কারা হতে পাবেন তা এখনও জানায় নি ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা (BCCI)। অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে, ততই চড়ছে জল্পনার পারদ। ইতিমধ্যেই সুনীল গাওস্কর, ইরফান পাঠান, হরভজন সিং-এর মত প্রাক্তনীরা নিজেদের পছন্দের স্কোয়াড সামনে এনেছেন। এবার সেই পথে হাঁটলেন সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ’ও (S.Badrinath)। নিজের ট্যুইটার (এক্স) অ্যাকাউন্টে গত ১৫ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সম্ভাব্য ১৫ জনের নাম ঘোষণা করেন তিনি। প্রত্যাশামতই স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতার পরেও অধিনায়কের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিলকেও (Shubman Gill) চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দেখছেন বদ্রীনাথ। রোহিতের ওপেনিং পার্টনার হতে পারেন দুই তরুণের মধ্যে একজন।
বিরাট কোহলির (Virat Kohli) উপরে বাজি ধরেছেন সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ (S.Badrinath)। রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘরোয়া ক্রিকেটে তিন ফর্ম্যাটেই রানের মধ্যে রয়েছেন মুম্বইয়ের তারকা। স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার-কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ। দস্তানা হাতে ঋষভ (Rishabh Pant) যে তাঁর প্রথম পছন্দ তা একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন তামিলনাড়ুর প্রাক্তনী। বদ্রীনাথের পছন্দের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন অলরাউন্ডার। রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিং-এর পাশাপাশি বাড়তি পেস বিকল্প হতে পারেন তিনি। এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফর্ম্যান্সের দরুণ শিকে ছিঁড়েছে বছর ২৫-এর সুন্দরের ভাগ্যে।
গোড়ালির চোটে এক বছরেরও বেশী সময় মাঠে নামতে পারেন নি মহম্মদ শামি (Mohammed Shami)। অস্ত্রোপচার ও রিহ্যাবের পর নীল জার্সিতে প্রত্যাবর্তনের অপেক্ষায় তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় শিবিরের পেস ব্যাটার অঘোষিত নেতা হবেন শামিই, মত বদ্রীনাথের। এছাড়াও ফাস্ট বোলার হিসেবে তাঁর পছন্দের তালিকায় রয়েছেন মহম্মদ সিরাজ, মুকেশ কুমার (Mukesh Kumar) এবং আর্শদীপ সিং-ও (Arshdeep Singh)। মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনারকে স্কোয়াডে রাখার পক্ষপাতী তিনি। চায়নাম্যান কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সুযোগ পাওয়া উচিৎ বলে মনে করেন বদ্রীনাথ। তবে চোট রয়েছে কুলদীপের। তিনি আদৌ টুর্নামেন্টের আগে সুস্থ হবেন কিনা তা নিয়ে থাকছে সংশয়। যদি ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারেন কুলদীপ, তবে বিকল্প হিসেবে বদ্রী’র বাজি বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
বাদ পড়েছেন সঞ্জু-সূর্য-বুমরাহ-
সুব্রহ্মনিয়ম বদ্রীনাথের পছন্দের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) স্কোয়াড সামনে আসার পর থেকেই হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। পক্ষে-বিপক্ষে জমা পড়তে শুরু করেছে মতামত। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক অতীতে দুর্দান্ত পারফর্ম করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। করেছেন তিনটি টি-২০ শতরান। তার পরেও কেন তাঁর কথা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাবা হবে না? জবাবদিহি চেয়েছেন অনুরাগীরা। সীমিত ওভারের ক্রিকেটে ঋষভের পরিসংখ্যান যে আহামরি নয়, তা সাফ জানিয়েছেন তাঁরা। সূর্যকুমার যাদবের বাদ পড়া নিয়েও সোচ্চার হয়েছেন কেউ কেউ। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বাদ পড়াও জন্ম দিয়েছে তীব্র প্রতিক্রিয়ার। চোটের কারণে অনিশ্চিত জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু সূত্রের খবর যে নক-আউটের আগে সুস্থ হয়ে যাবেন তিনি। দেশের সেরা পেস অস্ত্রকে যে কোনো মূল্যে স্কোয়াডে চাই, দাবী তুলেছেন ভারতীয় সমর্থকেরা।
এক নজরে বদ্রীনাথের একাদশ-
My probable #TeamIndia 🇮🇳 squad for Champions Trophy 2025! What’s yours ? #CT2025 #CricItWithBadri #ChampionsTrophy2025 pic.twitter.com/mjTOJhibZv
— S.Badrinath (@s_badrinath) January 15, 2025
Also Read: CT 2025: “শ্রেয়স-রাহুল’কে প্রয়োজন…” চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বাছলেন গাওস্কর, সওয়াল যশস্বীর হয়েও !!