আগামী মাসের গোড়াতেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টুর্নামেন্টের আসর। কুড়ি-বিশের ক্রিকেটের মেগা টুর্নামেন্টে পাকিস্তান রয়েছে গ্রুপ-এ’তে। আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মুখোমুখি হতে হবে তাদের। জুন মাসের ৯ তারিখ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাক দলের জন্য অপেক্ষা করে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চ্যালেঞ্জ। এই ম্যাচকে সামনে রেখেই নিউ ইয়র্কের নাসাও কাউন্টির আইজেনহাওয়ার পার্কে গড়ে উঠছে এক নয়া ৩৪০০০ আসনবিশিষ্ট স্টেডিয়াম। ২০২২ সালের ফাইনালিস্ট পাকিস্তান। তবে এবার তাদের পারফর্ম্যান্সের যা হতশ্রী অবস্থা বর্তমানে, তাতে এবার আশাবাদী হতে পারছেন না অনুরাগীরা।
গত বছরের এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তান ছিটকে গিয়েছিলো সেমিফাইনাল থেকে। ওডিআই বিশ্বকাপে তার সুযোগও জোটে নি। গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেন নি বাবর আজম’রা (Babar Azam)। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশ। নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-২০ সিরিজে ৪-১ হারতে হয়েছে তাদের। ঘরের মাঠে দিনকয়েক আগে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের মোকাবিলা করতে গিয়েও হিমশিম খেয়েছে পাক দল। সিরিজ ড্র রেখেছে ২-২ ফলে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতির অংশ হিসেবে ‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলো পাকিস্তান। হারতে হলো সেখানেও। বাবর-শাহীনদের খেলায় রীতিমত ক্ষোভ জমেছে সমর্থকদের মনে।
Read More: আরসিবিকে প্লে-অফে পৌঁছাতে মোক্ষম চাল চাললো BCCI, দিল্লির বিরুদ্ধে ফাঁদলো এই ষড়যন্ত্র !!
বাবর’কে সরানোর দাবী জোরালো সোশ্যাল মিডিয়ায়-

ওডিআই বিশ্বকাপের ব্যর্থতার পর বাবর আজমকে (Babar Azam) সরিয়ে দেওয়া হয়েছিলো নেতৃত্ব থেকে। টেস্টে নেতা ঘোষণা করা হয় শান মাসুদকে (Shan Masood)। টি-২০ অধিনায়ক করা হয়েছিলো শাহীন শাহ আফ্রিদিকে। ওয়ান ডে’তে নেতা ঘোষণা স্থগিত রাখা হয়। নতুন অধিনায়কদ্বয়ের অধীনে শুরুতেই মুখ থুবড়ে পড়ে পাক শিবির। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিসেম্বর-জানুয়ারিতে ৩-০ ফলে হারে তারা। নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে কোনোক্রমে হোয়াইটওয়াশ এড়ায় শাহীনের (Shaheen Shah Afridi) দল। এরপর টেস্টে শান মাসুদের নেতৃত্ব রক্ষা পেলেও শাহীনকে আর দ্বিতীয় সুযোগ দিতে চায় নি মহসীন নকভির নেতৃত্বাধীন পাক বোর্ড। কিউইদের বিপক্ষে ফিরতি সিরিজের আগেই তাঁকে সরিয়ে ফেরানো হয় বাবরকে। কেবল টি-২০ নয়, ওয়ান ডে’তেও অধিনায়ক হন তিনিই।
অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংসে এখনও অবধি হতাশই করেছেন বাবর (Babar Azam)। বিশেশ করে গতকাল আয়ারল্যান্ডের মত দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজয়ের পর তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছে অনুরাগীদের মনে। প্রখ্যাত পাক সাংবাদিক ফরিদ খান ডাবলিনের ‘দ্য ভিলেজ’ মাঠে পাকিস্তানের লজ্জাজনক হারের পর একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ। সেখানে কড়া ভাষায় বাবরকে আক্রমণ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “বাবর আজমের যদি নূন্যতম আত্মসম্মান থাকে, তাহলে এখনি ওর পাকিস্তান অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো উচিৎ। বাবর সাড়ে চার বছর অধিনায়ক থেকেও কিছুই শেখে নি। আমাদের পড়শি দেশ (ভারত) আমাদের নিয়ে ঠাট্টা করছে। এর থেকে নীচে আমাদের দেশের ক্রিকেট কখনও যায় নি।”
দেখে নিন সেই ভিডিও’টি-
If Babar Azam has any self-respect left, he should step down as Pakistan captain NOW 🇵🇰🙏🏽🙏🏽🙏🏽
Babar has not learnt anything after 4 years as captain. Even our padosis are making fun of us, the lowest point in our cricket 🇮🇳😭😭💔💔💔#tapmad #HojaoADFree #IREvPAK @babarazam258 pic.twitter.com/ac2W9Ge0Vp
— Farid Khan (@_FaridKhan) May 11, 2024
Also Read: “কাউকে পরোয়া করি না…” T20 বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামিন্স, করলেন এই মন্তব্য !!