babar-azam-reappointed-as-captain

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে নেতা হিসেবে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বাবর আজম (Babar Azam)। দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়তে হয়েছিলো পাক তারকাকে। নেতৃত্বের বোঝার প্রভাব পড়তে শুরু হয়েছিলো ব্যাটিং-এ। সেই কারণেই পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিলো তাঁকে। বাবরের (Babar Azam) বদলে টি-২০ ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) অধিনায়ক নির্বাচিত করা হয়েছিলো। টেস্ট ক্রিকেটে অধিনায়ক করা হয় শান মাসুদ’কে। নেতা বদলের পরেও পারফর্ম্যান্সে কোনো রকম উন্নতি হয় নি দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। নেতা হিসেবে হতাশ করেন শান (Shan Massod)। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০তেও মুখ থুবড়ে পড়ে পাক শিবির। পাঁচ ম্যাচের সিরিজে হারে ৪-১ ফলে। নেতৃত্ব বদল কি আদৌ সঠিক সমাধান ছিলো? উঠতে থাকে প্রশ্ন।

সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদির হতাশাজনক পারফর্ম্যান্স চাপে ফেলেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ইতিমধ্যে জাকা আশরাফ সরে যাওয়ায় পাকিস্তান ক্রিকেট নিয়ামক সংস্থার নয়া চেয়ারম্যান হন মহসীন নকভি (Mohsin Naqvi)। শাহীনের নেতৃত্বে আগাগোড়াই ভরসা ছিলো না তাঁর। ফলত ফের একবার অধিনায়ক হিসেব পাক ক্রিকেটমহলের বাতাসে ভাসছিলো বাবর আজমেরই নাম। খবর মিলেছিলো যে টি-২০ নেতৃত্বে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে বাবর’কে (Babar Azam)। কিন্তু পাকিস্তানী তারকা ব্যাটার কেবল কুড়ি-বিশের ক্রিকেটে নেতৃত্বে ফিরতে গড়িমসি করছিলেন এতদিন। তিনি তিন ফর্ম্যাটেই অধিনায়কের গদি ফেরত চেয়েছিলেন বলে খবর। লম্বা আলোচনার পর মিলেছে সমাধানসূত্র। আজ পাকিস্তানী ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে কুড়ি-বিশের ক্রিকেটে আবার অধিনায়ক বাবর’ই। এর আগে ওয়ান ডে’তে নতুন নেতার নাম ঘোষণা করা হয় নি। সেই পদেও বহাল হচ্ছেন বাবর।

Read More: কেএল রাহুল-আথিয়া শেঠির পরিবারে আসছে নতুন সদস্য, সুনীল শেঠি দিয়ে দিলেন বড় ইঙ্গিত !!

একঝাঁক রদবদল পাকিস্তান দলে-

Pakistan Cricket Team | Babar Azam | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড এক্স-হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে, “পিসিবি’র নির্বাচক কমিটির সায় নিয়ে চেয়ারম্যান মহসীন নকভি বাবর আজমকে পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের ক্রিকেটে (ওডিআই ও টি-২০) অধিনায়ক হিসেবে নিযুক্ত করলেন।“ সামনে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টি-২০ সিরিজ রয়েছে পাকিস্তানের। তার পর জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। অল্প সময়ের মধ্যেই নেতা হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসকে গুছিয়ে নিতে হবে বাবর’কে (Babar Azam)। পক্ষান্তরে মাত্র মাসখানেকের মধ্যেই অধিনায়কত্ব হারাতে হওয়ায় বেশ অখুশি শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তারকা পেসারের ঘনিষ্ট সূত্র জানাচ্ছে বোর্ডের থেকে আরও খানিক ধৈর্য্য আশা করেছিলেন তিনি। নেতৃত্ব প্রশ্নে দলে বিভাজন দেখা যায় কিনা, তা নিয়েই এখন চিন্তিত পাক ক্রিকেটমহল।

কেবল নেতৃত্বের আসনে বাবরের প্রত্যাবর্তন নয়, পাকিস্তান ক্রিকেটে গত এক সপ্তাহে একের পর এক চমক দেখা গিয়েছে। ২০২৩-এর এপ্রিলের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম (Imad Wasim)। পাকিস্তান সুপার লীগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে অনবদ্য পারফর্ম্যান্স করার পর অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা করেছেন তিনি। আসন্ন ম্যাচগুলির জন্য নির্বাচকরা তাঁর কথা ভাবতে পারেন বলেও জানিয়েছেন ইমাদ। অন্যদিকে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন মহম্মদ আমির’ও (Mohammad Amir)। বর্তমানে ৩১ বছর বয়স আমিরের। কিন্তু ২০২০ সালেই পাকিস্তানের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন তিনি। মাঝে বেশ কয়েকবার তাঁকে ফেরার প্রস্তাব দেওয়া হলেও তিনি গ্রহণ করেন নি তা। অবশেষে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে প্রত্যাবর্তনের প্রস্তাব গ্রহণ করলেন তিনি।

Also Read: Video: রশিদ খানের বলে উইকেট খুইয়ে এই কাজ করে বসলেন ক্লাসেন, মুহূর্তে ভাইরাল হল কান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *