“উইকেট ছুঁড়ে দিয়ে আসছে KL রাহুল…” জানালেন  মহম্মদ আজহারউদ্দীন, প্রাক্তন অধিনায়কের নিশানায় নির্বাচক চেতন শর্মা !! 1

সাম্প্রতিক ফর্মের নিরিখে সময়টা একদমই ভালো যাচ্ছে না KL রাহুলের। টি-২০ বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে কোনোরকম ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে ওপেনার হিসেবে পাওয়ার প্লে’তে তাঁর শ্লথ ব্যাটিং ভুগিয়েছে ভারতকে। এমনকি টি-২০ তে তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। একদিনের ম্যাচ এবং টেস্ট দলে জায়গা টিকিয়ে রাখলেও সেখানেও শান্ত রয়েছে রাহুলের ব্যাট। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে একটি ৭০ বলে ৭৩ রানের ইনিংস ছাড়া বলার মত কোনো রান নেই তাঁর ব্যাটে। দুই টেস্টের চার ইনিংস মিলিয়েও পঞ্চাশ পেরোন নি তিনি। এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রথম একদিনের ম্যাচে মাত্র ৩৯ রান করেই ফিরে যেতে হয়েছে রাহুলকে (KL Rahul)। দীর্ঘদিন ব্যর্থ হওয়ার ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবী জোরালো হচ্ছে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে রাহুলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে দেখা গিয়েছে আশঙ্কার কালো মেঘ। কি কারণে রানের মধ্যে নেই রাহুল (KL Rahul)? ব্যাখ্যা দিতে চেষ্টা করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দীন (Mohammad Azharuddin)। হায়দ্রাবাদী কিংবদন্তীর গলায় নির্বাচন প্রধান চেতন শর্মার কার্য্যপদ্ধতি নিয়েও শোনা গেলো প্রশ্নের সুর।

KL রাহুলের ব্যর্থতার ময়নাতদন্তে আজহার-

KL Rahul | image: twitter
Mohammad Azharuddin has advised KL Rahul to be careful about his shot selection

রাহুলের (KL Rahul) প্রতিবার প্রতি বিশ্বাস রয়েছে সকল ক্রিকেট অনুরাগীর। কিন্তু সেই প্রতিভাকে বাইশ গজে প্রতিফলিত করতে গত কয়েকমাসে বিশেষ বেগ পেতে হচ্ছে তাঁকে। চেষ্টা করছেন ক্রিজে থিতু হয়ে বড় রানের লক্ষ্যে এগোতে, কিন্তু সাফল্য আসছে না কিছুতেই। আধুনিক সময়ে ভারতের অন্যতম সেরা প্রতিভার এমন নিভু নিভু হাল কেনো? বিশ্লেষণ করতে বসে মহম্মদ আহজারউদ্দীন (Mohammad Azharuddin) জানালেন, “রাহুলের ক্ষেত্রে ধারাবাহিকতার সমস্যা রয়েছে বলে আমার মনে হয়। তবে কোচেদের উচিৎ ওর সাথে কথা বলে ভুলগুলো শুধরে দেওয়ার ব্যবস্থা করা।” অহেতুক সমালোচনা নয়, বরং কর্ণাটকের ক্রিকেটারের পাশেই দাঁড়িয়েছেন হায়দ্রাবাদী কিংবদন্তী। রাহুলকে (KL Rahul) পরামর্শের ঢঙে বলেছেন, “আমার দৃষ্টিভঙ্গি থেকে রাহুল একজন খুবই ভালো খেলোয়াড়, কিন্তু ধারাবাহিকতা অভাব দেখা যাচ্ছে ওর খেলায়। উইকেট ছুঁড়ে দিয়ে আসছে।” অফ ফর্মের পিছনে দায়ী শট নির্বাচনের গলদ। এমনটাই মত আজহারের। বলেন, “ভালো ডেলিভারিতে উইকেট হারাচ্ছে না রাহুল, বরং ভুল শট বাছাইয়ের জন্যই সমস্যা হচ্ছে ওর।”

চেতনের কার্য্যপদ্ধতি নিয়ে তোপ আজহারের-

Chetan Sharma | image: twitter
Azhar wants Chetan Sharma to be more transparent in his work

গত কয়েক মাসে ভারতীয় পুরুষ দলের পারফর্ম্যান্স মোটেই ভালো নয়। ২০২২ সালে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মত প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হয়েছে দলকে। এশিয়া কাপের শেষ চারে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। আর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জুটেছে ১০ উইকেটে লজ্জার হার। নিউজিল্যান্ড, বাংলাদেশ সফরেও খোয়াতে হয়েছে একদিনের সিরিজ। দল নির্বাচন ও টিম কম্বিনেশন নিয়েও খুশি নন বিশেষজ্ঞদের একাংশ। তার মধ্যে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার নীতি নিয়েও সমালোচনার মুখে বোর্ড এবং নির্বাচক কমিটি। খারাপ পারফর্ম্যান্সের দায় চাপিয়ে বরখাস্ত করা হলেও আরও একবার মুখ্য নির্বাচক পদে ফেরানো হয়েছে চেতন শর্মাকে (Chetan Sharma)। এর আগে তাঁর ও তাঁর প্যানেলের কাজ করার পদ্ধতিতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রায় একই অভিযোগ শোনা গেলো আজহারউদ্দীনের (Mohammad Azharuddin) গলাতেও। দলে কয়েকজন খেলোয়াড়ের ভূমিকা কি, তা স্পষ্ট করে জানানো হোক বলছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক চেতনকে (Chetan Sharma) উদ্দেশ্য করে বলেন, “চেতন শর্মার অবশ্যই উচিৎ দুই-একটা সাংবাদিক বৈঠক করে জানানো যে কোন পথে ভারতীয় দল অদূর ভবিষ্যতে চলতে চায়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *