Team India: আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর হারের পর বেন স্টোকসদের বিরুদ্ধে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে ‘মেন ইন ব্লু?’ প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকেটজনতা। রোহিত, কোহলিরা বিদায় জানিয়েছেন লাল বলের ফর্ম্যাটকে। বিদেশের মাঠে কারা পূরণ করবেন মহারথীদের শূন্যস্থান? তা নিয়েও থাকছে কৌতূহল। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী শুক্র অথবা শনিবার ঘোষণা করা হতে পারে ভারতীয় স্কোয়াড। জানা যাবে নতুন টেস্ট অধিনায়কের নাম’ও। তার আগে আজ অনুর্দ্ধ-১৯ স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই। ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতের (Team India) ছোটোরাও। এক মাসব্যপী সফরের জন্য ১৬ জন’কে বেছে নেওয়া হয়েছে। স্ট্যান্ড-বাই হিসেবে থাকছেন আরও পাঁচজন।
Read More: ইংল্যান্ড সফরে সুযোগ পেলেন ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী, দল ঘোষণা BCCI-এর !!
অধিনায়কত্ব পেলেন আয়ুষ মাথরে-

ইংল্যান্ড অনুর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে ছয়টি একদিনের ম্যাচ খেলবে ভারত (India U19 Team)। প্রথম দুটি ম্যাচ আয়োজিত হবে লংবরো বিশ্ববিদ্যালয় ও হোভ-এ। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দু’টির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে নর্দাম্পটনশায়ারকে। বাকি দু’টি ম্যাচ আয়োজিত হবে ওরচেস্টারে। এছাড়া বেকেনহ্যাম ও চেমসফোর্ডে থাকছে দু’টি লাল বলের ম্যাচ’ও। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুর্দ্ধ-১৯ সিরিজে নেতৃত্ব দিয়েছেন সোহম পটবর্ধন (Soham Patwardhan)। তবে ইংল্যান্ড সফরে সুযোগই পান নি তিনি। তার বদলে ভারতীয় স্কোয়াডের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে আয়ুষ মাথরের (Ayush Mhatre) কাঁধে। মুম্বইয়ের বছর সতেরোর কিশোর আইপিএলের (IPL) সুবাদে এই মুহূর্তে পরিচিত নাম ভারতীয় ক্রিকেটে। চেন্নাই জার্সিতে মাত্র ৬ ম্যাচে করেছেন ২০৬ রান। বেঙ্গালুরুর বিপক্ষে ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি।
আয়ুষ (Ayush Mhatre) ছাড়াও ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলে জায়গা পেয়েছেন বিহারের ১৪ বর্ষীয় কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএলে ঝড় তুলেছেন তিনিও। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েছেন। হয়েছেন সর্বকনিষ্ঠ শতরানকারীও। ইংল্যান্ডের স্যুইং সমৃদ্ধ বাইশ গজে কেমন পারফর্ম করেন ‘বিস্ময় বালক’, নজর থাকবে সেইদিকে। এছাড়া অভিজ্ঞতা কুণ্ডু, হরবংশ সিং, বিহাল মালহোত্রা, রাহুল কুমার, মহম্মদ এনান, হেনিল প্যাটেলরা রয়েছেন ভারতীয় (Team India) স্কোয়াডে। রয়েছেন বাংলার পেসার যুধাজিৎ গুহ’ও (Yudhajit Guha)। গত বছরের অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ ও অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছিলেন তিনি। ইংল্যান্ডের পরিবেশে কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ডি দীপেশ, নমন পুষ্পক, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি ও অলঙ্কৃত রাপোল’কে।
দেখুন সম্পূর্ণ অনুর্দ্ধ-১৯ দল-
JUST IN: India U19 squad for Tour of England announced pic.twitter.com/T7zI1a2y7X
— Mohsin Kamal (@64MohsinKamal) May 22, 2025
আয়ুষ মাথরের পরিসংখ্যান-

এখন থেকেই ভবিষ্যতের তারকা বলা হচ্ছে আয়ুষ মাথরেকে (Ayush Mhatre)। গত বছর ইরানী কাপের ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। এখনও পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি করেছেন ৫০৪ রান। গড় ৩১.৫০। দু’টি শতরানও করে ফেলেছেন ইতিমধ্যে। মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছেন ১৭৬ রানের ইনিংস। রয়েছে ১টি অর্ধশতক। লিস্ট-এ ফর্ম্যাটে দুর্দান্ত পরিসংখ্যান তাঁর। ৭ ম্যাচে করেছেন ৪৫৮ রান। গড় ৬৫.৪২, স্ট্রাইক রেট ১৩৬-এর কাছাকাছি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও দুই বার পেরিয়েছেন তিন অঙ্কের মাইলস্টোন। বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৮১। ১টি অর্ধশতকও রয়েছে তাঁর। মুম্বইয়ের হয়ে এখনও টি-২০ খেলেন নি তিনি। তবে নজর কেড়েছেন আইপিএলে (IPL)। মরসুমের মাঝপথে ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে আয়ুষকে দলে নিয়েছিলো চেন্নাই সুপার কিংস। ১৮৭.২৭ স্ট্রাইক রেটে করেছেন ২০৬।