ভারত ও অস্ট্রেলিয়ার তুমুল লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে আসে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওভারেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট আউট হলেও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তার অন্যতম সেরা ইনিংসটি খেলেন। ৪১ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় বিধ্বংসী ৯২ রান বানান। এছাড়া স্কাইয়ের ব্যাট থেকে এসেছে ৩১, দুবের ব্যাট থেকে আসে ২৮ রান ও শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ২৭ রানের ইনিংসে ভারতীয় দল পৌঁছে যায় ২০৫ রানে। রান তাড়া করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার (David Warner)।
উড়ন্ত ক্যাচ ধরলেন অক্ষর প্যাটেল
ভারতীয় দলের তুরুপের তাস কুলদীপ যাদবকে বল তুলে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। পাওয়ার প্লের ভরপুর ফায়দা তুলতে দেখা যায় ট্রেভিস হেড (Travis Head) ও মিচেল মার্স (Mitchell Marsh)। পাওয়ার প্লের ভিতরেই ১ উইকেট হারিয়ে ৬৫ রান বানিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে শেষ হতেই কুলদীপের একটি হাফ ট্রাকার দেখে আক্রমন করতে যান মার্স। তিনি দুর্দান্ত শট খেলেন তবে ডিপ ফাইন লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল বাজপাখির মতন ঝাঁপিয়ে মার্সের উইকেট তুলে নেন। ২৮ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অক্ষরের এক হাতে ধরা ক্যাচটি সমাজ মাধ্যমে হয়েছে ভাইরাল।