axar-patel-can-lead-india-in-asia-cup

Axar Patel: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। চলবে ২৮ তারিখ অবধি। ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেদিকে তাকিয়ে এসিসি আয়োজিত টুর্নামেন্টও আয়োজন করা হচ্ছে কুড়ি-বিশের ফর্ম্যাটে। ২০২৩-এ অংশ নিয়েছিলো ছয়টি দেশ। এবার বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি থাকছে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং’ও। দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সাথে রয়েছে হং কং। দুবাইয়ের মাঠে ১০ ও ১৪ তারিখ গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আমিরশাহী ও পাকিস্তানের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ শেষ ম্যাচটি রয়েছে আবু ধাবিতে। প্রতিপক্ষ ওমান। সূত্রের খবর অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দল ঘোষণা করবে বিসিসিআই।

Read More: এশিয়া কাপে ৪ বছর ভারতীয় দলের বাইরে থাকা এই তারকাই সামলাবেন সহ অধিনায়কের দায়িত্ব !!

নেতৃত্ব পেতে পারেন অক্ষর-

Axar Patel and Shubman Gill | Image: Getty Images
Axar Patel and Shubman Gill | Image: Getty Images

ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন তা নিয়ে চলছে চর্চা। নানারকম টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। সংশয় রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে। জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো তাঁর। তারপর থেকে রিহ্যাবেই রয়েছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে যদিও জানানো হয়েছে যে সেরে উঠছেন সূর্য। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) শুরু করেছেন ট্রেনিং-ও। কিন্তু তা সত্ত্বেও বিসিসিআই-এর তরফে তাঁর স্বাস্থ্যের বিষয়ে কোনো সরকারী ঘোষণা না আসায় উদ্বেগ রয়েই গিয়েছে ক্রিকেটজনতার মধ্যে। যদি সেপ্টেম্বরের গোড়ায় মাঠে নামার জন্য ১০০ শতাংশ ফিট হতে না পারেন তিনি, সেক্ষেত্রে নতুন অধিনায়কের কথা ভাবতেই হবে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাকে।

হার্দিক পান্ডিয়াকে যে নেতৃত্ব বা নেতৃত্বস্থানীয় কোনো ভূমিকায় ভাবা হবে না তা আগেই পরিষ্কার করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। বেঙ্গালুরুর এনসিএ-তে রুটিন ফিটনেস পরীক্ষা চলছে তাঁর’ও। সূর্যকুমারের বিকল্প হিসেবে অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছে দু’টি নাম-শুভমান গিল ও অক্ষর প্যাটেল (Axar Patel)। তাঁদের মধ্যে কাউকে আপাতত সহ-অধিনায়ক পদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন। সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ফিরেছেন শুভমান। তিনি অংশ নিচ্ছেন দলীপ ট্রফিতে। আবার ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে। যেহেতু তিনি টেস্ট দলের অধিনায়ক সেহেতু সেই সিরিজকে অগ্রাধিকার দিয়ে এশিয়া কাপ থেকে বিশ্রাম নিতে পারেন শুভমান। সেক্ষেত্রে বিনা বাধায় সহ-অধিনায়ক নির্বাচিত হতে পারেন অক্ষর (Axar Patel)। সূর্যের বিকল্প হিসেবে দিতে পারেন নেতৃত্বও।

ছন্দে রয়েছেন অক্ষর প্যাটেল-

Axar Patel | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

গত জুলাইতে শুভমান’কে (Shubman Gill) টি-২০ দলের সহ-অধিনায়ক করা হয়েছিলো। শ্রীলঙ্কা সফরেও যান তিনি। কিন্তু এরপর থেকে কুড়ি-বিশের একটিও সিরিজ খেলেন নি তিনি। শুভমানের অবর্তমানে সহ-অধিনায়কের দায়িত্ব সামলে এসেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। নয়া ভুমিকায় দারুণ ভাবে মানিয়ে নিয়েছিলেন তিনি। উপরের দিকে উঠেছিলো তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ’ও। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক ম্যাচে ব্যাট বা বল হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে। আসন্ন এশিয়া কাপেও (Asia Cup 2025) তিনি দেশের হয়ে অন্যতম অস্ত্র হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোচ গৌতম গম্ভীরের স্কোয়াড অক্ষর ছাড়াও অবশ্য একাধিক অলরাউন্ডার থাকার সম্ভাবনা। দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের মত তারকারা।

Also Read: ছাঁটাইয়ের তালিকায় সঞ্জু-সহ একাধিক বড় নাম, নিলামের আগেই বড় রদবদল রাজস্থান রয়্যালস স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *