এশিয়া কাপে কপাল পুড়লো অক্ষর প্যাটেলের, খোয়ালেন এই গুরুদায়িত্ব !! 1

দীর্ঘ অপেক্ষার পর আজ সামনে এলো ভারতের এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াড। দুপুরে মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে বৈঠকে বসেছিলেন নির্বাচকমণ্ডলীর সদস্যেরা। অধিনায়ক সূর্যকুমার যাদব ও বোর্ড সচিব দেবজিৎ সইকিয়াও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। পরে এক সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার ও মুখ্য নির্বাচক অজিত আগরকার ঘোষণা করেন কারা পাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহীর টিকিট। ধোঁয়াশা ছিলো জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে। ইংল্যান্ড সফরে হাঁটুতে চোট পেয়েছেন তিনি, ছড়িয়েছিলো গুঞ্জন। কিন্তু স্বস্তি মিলেছে তাঁকে নিয়ে। এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা পেসার। রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson), অভিষেক শর্মা। এক বছর পর টি-২০তে ফিরছেন শুভমান গিল’ও। টেস্ট দলের অধিনায়ক’কে কুড়ি-বিশের ফর্ম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বোর্ড।

Read More: ঘরের মাঠে বিশ্বজয়ের স্বপ্ন ভারতের মেয়েদের, ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই !!

ফিরলেন শুভমান, পদ খোয়ালেন অক্ষর-

Axar Patel and Shubman Gill | Image: Getty Images
Axar Patel and Shubman Gill | Image: Getty Images

গত বছরের জুলাই মাসে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ঐ সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হন তিনি। কিন্তু এরপর টিম ইন্ডিয়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেট খেললেও টেস্ট সিরিজ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাঁকে দেখা যায় নি মাঠে। তাঁর অবর্তমানে গত জানুয়ারি মাসে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিলো অক্ষর প্যাটেলকে (Axar Patel)। তবে স্পিন বোলিং অলরাউন্ডারকে যে কেবল কার্যনির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছিলো তা প্রমাণিত হলো আজ। ১৩ মাস পর এশিয়া কাপে (Asia Cup 2025) সহ-অধিনায়ক হিসেবেই টি-২০ দলে ফিরলেন শুভমান। আর ভালো পারফর্ম্যান্স করা সত্ত্বেও পদ খোয়াতে হলো অক্ষর প্যাটেলকে। দলের সাধারণ সদস্য হিসেবেই এশিয়া কাপে (Asia Cup 2025) অংশ নিতে হবে গুজরাতের স্পিন বোলিং অলরাউন্ডারকে।

সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলে ফিরেছেন শুভমান গিল (Shubman Gill)। ২৮ অগস্ট থেকে নর্থ জোনের হয়ে খেলবেন দলীপ ট্রফি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়া সফর রয়েছে অক্টোবরে। ঠাসা সূচির দিকে তাকিয়ে তাঁকে এশিয়া কাপে (Asia Cup 2025) বিশ্রাম দেওয়ার পক্ষপাতী ছিলেন বিশেষজ্ঞমহলের একাংশ। কিন্তু সেই পথে হাঁটেন নি নির্বাচকেরা। আজ সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি জানান, “শেষ যখন ও টি-২০ খেলেছিলো, তখন প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা। আমি নেতৃত্ব দিচ্ছিলাম। ও সহ-অধিনায়ক ছিলো। তখন থেকেই আমরা পরবর্তী বিশ্বকাপকে মাথায় রেখে একটা নতুন চক্র শুরু করেছিলাম। পরে টেস্ট সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে ও টি-২০ খেলতে পারে নি। তবে এখানে (এশিয়া কাপ) ও রয়েছে আর আমরা ওকে পেয়ে খুশি।”

জিতেশ ও হর্ষিতের পাশে দাঁড়ালেন অধিনায়ক-

Suryakumar Yadav and Ajit Agarkar Announce Asia Cup 2025 Squad | Image: Getty Images
Suryakumar Yadav and Ajit Agarkar Announce Asia Cup 2025 Squad | Image: Getty Images

টি-২০তে উইকেটরক্ষক হিসেবে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ সঞ্জু স্যামসন (Sanju Samson)। দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে কে সুযোগ পাবেন? ধন্দে ছিলেন বিশেষজ্ঞরা। দৌড়ে ছিলেন ধ্রুব জুরেল ও জিতেশ শর্মা (Jitesh Sharma)। দ্বিতীয় জন’কে বেছে নিয়েছেন অজিত আগরকাররা। এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁর সুযোগ পাওয়া প্রসঙ্গে অধিনায়ক সূর্যকুমার আজ জানান, “গত টি-২০ বিশ্বকাপের পর আমাদের পদক্ষেপ কি হবে তা নিয়ে আমরা অনেক ভেবেছি। মাইলস্টোন নয় নিজের যাত্রাপথটাতে ফোকাস করতে বলেছিলাম। তারপর থেকে ও একজন সম্পূর্ণ ভিন্ন ক্রিকেটার হয়ে উঠেছে। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছে, তাতে বলা যায় যে দলে নিজের জায়গা ও নিজেই অর্জন করেছে।” “আমরা ওর দক্ষতাকে সমর্থন করব কারণ আমরা জানি ও ম্যাচ জেতাতে পারে,” হর্ষিত সম্পর্কে মূল্যায়ন অধিনায়কের।

Also Read: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *