চিন্তা বাড়লো ভারতীয় শিবিরে, বিশ্বকাপ যেতে চলেছে অস্ট্রেলিয়ার ঘরেই, পরিসংখ্যান দিচ্ছে প্রমান !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মেগা মঞ্চ, এই আইপিএলের পরেই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। সামনের T20 বিশ্বকাপকে পাখির চোখ করতে ‘আইপিএল’ কেই সুরাহা বানিয়েছে ক্রিকেট বিশ্ব। আপাতত চলতি সিজিনে ৩৫ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আর এই ম্যাচগুলোর বিচারে তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস এবং গতকাল দিল্লির বিরুদ্ধে অসাধারণ প্রদর্শন দেখিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসলো সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন দুই অজি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ট্রেভিস হেড (Travis Head) এবং দ্বিতীয় ইনিংসে জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-Mcgurk) দুজনেই ২৭৫’এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।

আইপিএলে চলছে অজি প্লেয়ারদের তান্ডব

Travis Head, t20 world cup 2024
Travis Head | Image: Getty Images

এমনকি এই আইপিএলে অস্ট্রেলিয়ান প্লেয়াররা বেশ জমিয়ে ক্রিকেট খেলছে। বিশ্বকাপের আগে আইপিএলের মঞ্চেই প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া দল, চলতি আইপিএলে অজি প্লেয়ারদের পরিসংখ্যানের দিকে তাকালে স্পষ্ট হয়ে যাবে কেন তার ভারতীয়দের চাপের কারণে হয়ে উঠবে। অস্ট্রালিয়ান দুই ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ইতিমধ্যে ৬ ইনিংসে ৫৪গড়ে ও ২১৬ স্ট্রাইক রেটে ৩২৪ রান বানিয়েছেন। তরুণ ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-Mcgurk) ৩ ম্যাচে ৪৬.৬৭ গড়ে ও ২২২.২২ স্ট্রাইক রেটে ১৪০ রান বানিয়ে ফেলেছেন। তাছাড়া বল হাতে প্যাট কামিন্স (Pat Cummins) ৭ ম্যাচে ৮রান প্রতি ওভার পিছু দিয়ে ৮ উইকেট সংগ্রহ করেছেন। তবে, চলতি আইপিএলে বাঁকি প্লেয়াররা ব্যার্থ হয়েছেন প্রদর্শন দেখাতে।

আরও পড়ুন | T20 World Cup 2024: “যে কোনো মূল্যে ওকে…” কোহলি’র জন্য বোর্ডের বিরুদ্ধে লড়াইতে নামতেও প্রস্তুত রোহিত !!

বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া

Australian cricket team, world cup 2023
Australian Cricket Team | Image: Getty Images

বিশেষ করে ডেভিড ওয়ার্নার (David Warner) ২৩.৮৬ গড়ে ও ১৩৫.৭৭ স্ট্রাইক রেটে ১৬৭ রান বানিয়েছেন তিনি। যদিও হালকা চোটের সমস্যায় ভুগছেন তিনি তবে T20 ক্রিকেটের অন্যতম সেরাদের একজন হলেন তিনি। এমনকি তার সতীর্থ ও অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন মিচেল মার্স (Mitchell Marsh) ১৬০ স্ট্রাইক রেটে ৬১ রান বানিয়েছেন। যদিও বর্তমানে তিনি চোটের সমস্যায় ভুগছেন, আপাতত আইপিএলের বাইরেই রয়েছেন তিনি। অবশ্য চলতি আইপিএলে সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ৬ ম্যাচে ৯৪.১২ স্ট্রাইক রেটে ৩ বার ০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন পাশাপশি বানিয়েছেন মাত্র ৩২ রান। তাছাড়া চলতি আইপিএলে টিম ডেভিড (Tim David) ভালো ছন্দে রয়েছেন। ১৫৯.৫৫ স্ট্রাইক রেটে ও ৩৫.৫ গড়ে ১৪২ রান বানিয়েছেন তিনি। অন্যদিকে চলতি মরশুমে বল হাতে ব্যার্থ স্টার্ক, যদিও এই সমস্ত প্লেয়াররা জাতীয় দলের হয়ে রিতিমতন জ্বলে উঠবেন।

আরও পড়ুন | T20 World Cup 2024: বাজ পড়লো ইংল্যান্ডের, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে আউট বেন স্টোকস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *