IND vs AUS: বিশ্বকাপ জয়ের পরই প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc), লাবুশেনরা দেশে ফিরে গিয়েছিলেন। টি-টোয়েন্টি স্কোয়াডে ম্যাথু ওয়েডের (Matthew wade) নেতৃত্বে ভারতের বিরুদ্ধে খেলছে অজি ব্রিগেড। ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ চলাকালীন টি-২০ স্কোয়াডে বিরাট রদবদল করল অস্ট্রেলিয়া। কার্যত বিশ্বকাপ খেলা ৬ জন ক্রিকেটারকে সিরিজের মাঝপথেই দেশে ফেরানোর সিদ্ধান্ত নিলো অজি বোর্ড। নতুন প্লেয়ারদের করা হয়েছে সিরিজের বাঁকি ম্যাচ গুলি খেলার জন্য। প্রথম দুই ম্যাচে ভারতীয় দল অজিদের বুঝিয়ে দিয়েছে কেন তারা বিশ্বের এক নম্বর দল।
অস্ট্রেলিয়া দলে হলো বিস্তর পরিবর্তন

সিরিজ বাঁচানোর জন্য আজকের ম্যাচটি (IND vs AUS) গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার কাছে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই বিশ্বকাপজয়ী অজি স্কোয়াডের ৬ জনকে ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট। আসলে কিছুদিন বাদেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), স্টিভ স্মিথ (Steve Smith), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis), জশ ইংলিশ (Josh Inglish) সিন অ্যাবট (Sean Abbott) ও অ্যাডাম জাম্পাকে (Adam Zampa) দেশে ফিরতে হচ্ছে। রায়পুরে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবেন বেন ডার্সিস ও স্পিনার ক্রিস গ্রিন।
তবে বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের ম্যান অফ দা ম্যাচ ট্রেভিস হেড (Travis Head) ভারতেই রয়েছেন, যদিও এখনও তিনি একটি টি টোয়েন্টি ম্যাচেও খেলেননি। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতে আসা তনবীর সঙ্গাও বাকি সিরিজের জন্য থেকে যাচ্ছেন এদেশে। শেষ ম্যাচগুলোতে হেডকে যেতে পারে দেখা।
অস্ট্রেলিয়ার পরিবর্তিত টি-২০ স্কোয়াড:-
ম্যাথিউ ওয়েড (C), জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডার্সিস, ন্যাথন এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জোশ ফিলিপ, তনবীর সাঙ্গা, ম্যাথিউ শর্ট ও কেন রিচার্ডসন।