IND vs AUS 4th Test: “বিরাট, আমি তোমার বাবা…” ফের বেলাগাম অজি মিডিয়া, কনস্টাস কাণ্ডে ‘স্টার ওয়ার্স’ খোঁচা কোহলিকে !! 1

IND vs AUS: বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই তৈরি হয়েছিলো বড়সড় বিতর্ক। জড়িয়ে পড়েছিলেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) ও অজি অভিষেককারী স্যাম কনস্টাস (Sam Konstas)। ব্যাট হাতে তখন পিচের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলেন বছর উনিশের অস্ট্রেলীয় ওপেনার। তাঁর কাঁধের সাথে ধাক্কা লাগে কোহলির। এই ধাক্কা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তা নিয়েই শুরু হয়েছে জলঘোলা।রিকি পন্টিং, মাইকেল ভন’রা ধারাভাষ্যের দেওয়ার সময় আঙুল তোলেন বিরাটের দিকে। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী’ও গোটা বিষয়টিকে ‘অপ্রয়োজনীয়’ বলেন। আইসিসি’র কোপেও পড়েন বিরাট। একটি ডিমেরিট পয়েন্ট পান তিনি। জরিমানা দিতে হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ। এত কাণ্ডের পরেও নিভছে না কোহলি-কনস্টাস দ্বন্দ্বের আগুন। টিম ইন্ডিয়ার নক্ষত্রকে নিয়মিত নিশানা করে যাচ্ছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম।

Read More: টিম ইন্ডিয়ার ‘শক্তি’ হয়ে উঠেছেন গলার কাঁটা, শীঘ্রই দল থেকে পড়বেন বাদ !!

ফের মিডিয়ার নিশানায় কোহলি-

Sam Konstas and Virat Kohli | Image: Getty Images
Sam Konstas and Virat Kohli | Image: Getty Images

মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের সাথে দ্বৈরথ চলছে বিরাট কোহলির (Virat Kohli)। চ্যানেল সেভেনের এক মহিলা সাংবাদিকের সাথে বিমানবন্দরেই একপ্রস্থ বচসা হয় ভারতীয় ক্রিকেট নক্ষত্রের। অনুমতি ছাড়া তাঁর সন্তানদের তোলায় ক্ষুব্ধ হয়েছিলেন বিরাট। এরপর টেস্ট ম্যাচের প্রথম দিন স্যাম কনস্টাসের (Sam Konstas) সাথে তাঁর ধাক্কাধাক্কির বিষয়টি নিয়েও অগ্নিগর্ভ হয়ে উঠেছিলো পরিস্থিতি। গত ২৭ তারিখ ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্রের খেলার পাতায় কোহলির একটি বিকৃত মুখের ছবি প্রকাশ করা হয়। সেখানে ভারতীয় ক্রিকেট সুপারস্টারকে ‘ক্লাউন’ বলে সম্বোধন করা হয়েছিলো। ‘ক্রিকেটীয় স্পিরিট’ নিয়ে প্রশ্ন তোলা অজি মিডিয়ার এহেন আচরণ ঠিক কোন ‘স্পিরিট’-এর পরিচয় দেয় তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো তখনই।

আক্রমণের পথ থেকে তারা যে সরে আসছে না তা আরও একবার বুঝিয়ে দিলো অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। বিরাটকে (Virat Kohli) খোঁচা দিতে এবার জনপ্রিয় চলচ্চিত্র ‘স্টার ওয়ার্স:এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর শরণাপন্ন তারা। সিডনি টাইমসের ক্রীড়া বিভাগের প্রথম পাতাতেই ছাপা হয়েছে স্যাম কনস্টাসের ছবি। সিনেমার চরিত্র লুক স্কাইওয়াকারের উদ্দেশ্যে বলা খলনায়ক ডার্থ ভেডারের বিখ্যাত লাইন, ‘নো, আই অ্যাম ইওর ফাদার’কে খানিক বদলে নিয়ে হেডলাইন হিসেবে ছাপা হয়েছে, “বিরাট, আমি তোমার বাবা।” আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশকের বেশী সময় কাটিয়ে ফেলেছেন কোহলি (Virat Kohli)। রয়েছে ২৫ হাজারের বেশী রান। সেখানে কনস্টাসের (Sam Konstas) কেরিয়ারের বয়স মাত্র এক ম্যাচ। ভিত্তিহীন তুলনায় যে অপমানের সুর স্পষ্ট তা বুঝতে বিশেষ বুদ্ধি খরচের প্রয়োজন পড়ে না।

দেখুন সেই ছবি-

দ্বিতীয় ইনিংসে ব্যর্থ কনস্টাস-

Sam Konstas | Image: Getty Images
Sam Konstas | Image: Getty Images

গত কয়েক দিন ক্রিকেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্যাম কনস্টাস (Sam Konstas)। বিরাটের (Virat Kohli) সাথে তাঁর বাগ্‌বিতণ্ডা ছাড়াও নজর কেড়ে নিয়েছিলো তাঁর ব্যাটিং প্রতিভাও। গ্রিক বংশোদ্ভূত তরুণ অভিষেক ম্যাচেই ৬৫ বলে করেছিলেন ৬০ রান। জসপ্রীত বুমরাহ’কে স্কুপ, রিভার্স স্কুপের মত সাহসী শট মেরেছিলেন তিনি। রাতারাতি তাঁকে তারকা বানিয়ে দিয়েছিলো অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রাপথটা যে সহজ হবে না সেই অভিজ্ঞতা মেলবোর্নের দ্বিতীয় ইনিংসেই পেয়ে গেলেন তিনি। বুমরাহ’র (Jasprit Bumrah) দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কনস্টাস। দ্বিতীয় রাউন্ডে তরুণ তুর্কিকে ধরাশায়ী হতে হলো ভারতীয় পেস নক্ষত্রের বিরুদ্ধে। অস্ট্রেলীয় ওপেনারের রক্ষণ ভেঙে মিডল স্টাম্প উড়িয়ে দেন বুমরাহ। আট রানেই তাঁকে ফিরতে হয় সাজঘরে।

দেখে নিন কনস্টাসের উইকেট’টি-

Also Read: IND vs AUS 4th Test: “রোহিত ভুল করেছে…” ওপেনিং বিতর্কে রাহুলের পাশেই মঞ্জরেকর, দুষলেন ভারত অধিনায়ককে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *