DLS মেথডে বাংলাদেশকে পরাস্ত করলো অস্ট্রেলিয়া, ২৮ রানে ছিনিয়ে নিলো বড় জয় !! 1

T20 World Cup 2024: গতকাল সুপার এইটের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে একটি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। প্রথম গ্রুপের দ্বিতীয় সুপার এইটের খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া (AUS vs BAN)। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নেন অজি দলের অধিনায়ক মিচেল মার্স। বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করতে আসেন তানজিত হাসান ও লিটন দাস (Liton Das)। স্টার্কের গতির সামনে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেন তানজিত।

তবে পাওয়ার প্লের ভিতর বাংলাদেশ দলকে বেশ সতর্কতার সঙ্গে ব্যাটিং করতে দেখা যায়, তবে স্পিন আক্রমণের সামনে লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হাসান শান্তকে পরাস্ত হতে হয়েছে। ২৫ বলে মাত্র ১৬ রান বানান লিটন, তাছাড়া দলের হয়ে সর্বাধিক ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন শান্ত। প্রথমে ব্যাটিং করতে এসে রীতিমতন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে। একমাত্র তৌহিদ হৃদয় ২৮ বলে দুটি চার ও দুটি ছক্কার সহযোগে ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

এছাড়া দলের হয়ে বাকি কোন ব্যাটসম্যান কুড়ি রানের গন্ডি টপকাতে সক্ষম হননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান বানাতে সক্ষম হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স (Pat Cummins) তিনটি উইকেট নেন এবং ব্রেট লি’র পর দ্বিতীয় অস্ট্রেলিয়া হিসেবে বিশ্বকাপের মঞ্চে তিনি হ্যাটট্রিক করলেন। এছাড়া অ্যাডাম জাম্পা দুটি উইকেট নেন, মার্কাস স্টইনিস (Marcus Stoinis), গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক (Mitchell Starc) একটি করে উইকেট নিয়েছেন।

Read More: T20 World Cup 2024: বার্বাডোজের ‘বস’ টিম ইন্ডিয়াই, ৪৭ রানের ব্যবধানে সহজ জয় আফগানিস্তানের বিপক্ষে !!

DLS মেথডে জয় পেল অস্ট্রেলিয়া

Aus vs ban, t20 world cup 2024
AUS vs BAN | Image: Getty Images

রান তাড়া করতে এসে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দেন। অস্ট্রেলিয়া দলের দুই বিধ্বংসী ওপেনার আজকের ম্যাচেও ওয়ার্নার ও হেডের জুটি। পাওয়ার প্লের ভিতরেই ৫৯ রান জুড়ে দেন এই দুই বিধ্বংসী ব্যাটসম্যান। পাওয়ার প্লে কেটে যেতেই উইকেট হারিয়ে বসেন ওপেনার হেড, কাট শট খেলতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। এছাড়া নবম ওভারের পঞ্চম বলেই অধিনায়ক মিচেল মার্চ নিজের উইকেট হারিয়ে ফেলেন। পরপর দুই উইকেট হারিয়ে ফেললেও অস্ট্রেলিয়া দলকে কোনভাবে দমন করতে পারেনি বাংলাদেশ দল। খেলার মধ্যে বারবার আসোনি সংকেত হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি, তবে রানের বৃষ্টির সামনে প্রকৃতির বৃষ্টিকে হার মানতে হলো।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার বিনিময়ে ৫৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। পাশাপাশি ২১ বলে তিনটি চার ও দুটি ছক্কার বিনিময়ে ৩১ রান বানিয়েছিলেন হেড। এরপর ছটি বলে একটি চার ও একটি ছক্কায় ম্যাক্সওয়েলের ১৪ রান বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পক্ষে একটি সহজ জয় এনে দেয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১১.২ ওভারের মাথায় দুই উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া, এরপর খেলাটি স্থগিত রাখা হয় এবং ডিএলএস মেথডে ২৮ রানে জয়লাভ করলো অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশের হয়ে দুই উইকেটটিকে সক্ষম হয়েছিলেন রিশাদ হোসেন।

Read Also: T20 World Cup 2024: বিরাট কোহলির জন্যই এই খেলোয়াড়কে সুযোগ দিচ্ছেন না রোহিত, রয়েছে চাতকের মতো চেয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *