IND vs AUS, T20 World Cup 2024: ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে মোরিয়া অস্ট্রেলিয়া, মেগা ম্যাচে দলে এন্ট্রি নিলেন এই ম্যাচ উইনার !! 1

আগামীকাল বিশ্বকাপের (T20 World Cup 2024) বড় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়া দল (IND vs AUS)। কঠিন লড়াইয়ে অস্ট্রেলিয়া দলের কাছে রয়েছে বড় সুযোগ ভারতীয় দলকে পরাস্ত করে বিশ্বকাপ ২০২৪ এর সেমিফাইনালে পৌঁছানোর। ভারতকে পরাস্ত করতে পারলে অস্ট্রেলিয়া ও ভারত দুই দলের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। তবে ভারতের সামনে আগামীকাল পরাজিত হলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মিচেল মার্সের এই বাহিনী। আজ সকালের ম্যাচে দেখা গিয়েছিল এক অঘটন। ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটনটি ঘটতে দেখা গেল ২০২৪ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে। আফগানিস্তানের কাছে ২৪ রানে পরাজিত হলো অস্ট্রেলিয়া। আফগানদের বিরুদ্ধে প্রথম কোন ম্যাচ হারলো অস্ট্রেলিয়া, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান অঘটন ঘটাতে সক্ষম হয়ে উঠতে পারেনি। তবে আজ তা করে দেখালো রশিদ-নবীরা।

আফগানদের বিরুদ্ধে আজকের ম্যাচ হারার পর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্স ইতিমধ্যেই তার বয়ান দিয়ে ফেলেছেন। তার মতে, বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করার মতন মজা ভারতকে ছাড়া অন্য কোন দলকে হারিয়ে তিনি পাবেন না। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার উপর তৈরি হলো বড় চাপ। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পর একমাত্র দল হিসাবে অপরাজিত রয়েছে ভারতীয় দল।

Read More: বিশ্বকাপের মঞ্চে হেডের জারিজুরি হচ্ছে খতম, রোহিত শর্মা গোপনে এই অস্ত্রে দিচ্ছেন শান !!

আগামীকাল ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের দেখা যেতে পারে মস্ত বড় পরিবর্তন। অজি দলের হয়ে ওপেনিং করতে আসবেন ট্রেভিস হেড (Travis Head) এবং ডেভিড ওয়ার্নার (David Warner)। এই দুই বিধ্বংসী ব্যাটসম্যান ভারতের বিরুদ্ধে প্রায়শই ভালো ক্রিকেট খেলে থাকে। তিন নম্বরে আসবেন ক্যাপ্টেন মিচেল মার্স (Mitchell Marsh), চার নম্বরে আসতে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell)। পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসবেন মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। ষষ্ঠ স্থানে দেখা যাবে পাওয়ার হিটার টিম ডেভিডকে (Tim David) এবং সপ্তম স্থানে ব্যাটিং করতে আসবেন উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েড (Matthew Wade)। পাশাপশি দলের বোলারদের তালিকায় প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc), জশ হ্যাজেলউড (Josh Hazzlewood) ও আড্যাম জাম্পাকে (Adam Zampa) দেখা যাবে।

IND vs AUS, T20 World Cup 2024, Pitch and Weather Report

World cup 2024
IND vs AUS | Image: Twitter

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS)। এখানকার পিচ ব্যাটসম্যানদের জন্য একপ্রকারের স্বর্গ। আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ২১৮ রান বানায় এই ভেন্যুতেই। তবে এখানে যে বোলারদের জন্য কিছু নেই তা সম্পূর্ণ ভুল, ম্যাচ গড়ানোর সাথে সাথে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে। প্রথমে ব্যাটিং করে এখানে ১৮ ম্যাচ জিতেছে দল কিন্তু দ্বিতীয় ব্যাটিং করে ২২বার ম্যাচ জিতেছে তাঁরা করা দল। তাই এই ম্যাচে অধিনায়ক টস জিতে ফিল্ডিং করার নেবেন সিদ্ধান্ত।

সেন্ট লুসিয়ার আবহাওয়ার কথা বলতে গেলে, এদিন সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাতাসে প্রায় ৭৩ শতাংশ অপেক্ষক আদ্রতা লক্ষ করা যাবে যা খেলোয়াড়দের পক্ষে বেদনাদায়ক হতে চলেছে। ম্যাচ চলাকালীন ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর থেকে পশ্চিম দিয়ে হওয়া বইবে। তবে, এই ম্যাচের অন্যতম বড় আশঙ্কার বিষয় হয়ে উঠবে বৃষ্টি, এদিন ২৫ শতাংশ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

IND vs AUS, T20 World Cup 2024, অস্ট্রেলিয়ার সম্ভব্য একাদশ

ওপেনার – ডেভিস ওয়ার্নার, ট্রেভিস হেড

মিডিল অর্ডার ব্যাটসম্যান – মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস

ফিনিশার – টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড

বোলার – প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও আড্যাম জাম্পা।

IND vs AUS, T20 World Cup 2024, সম্ভাব্য একাদশ

ডেভিস ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্স (C), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (WK), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও আড্যাম জাম্পা।

Read Also: “এমন অপয়া দু’টো দেখি নি…” সূর্যকুমার ব্যর্থ হতেই নেটজনতার রোষের মুখে MBA চায়ওয়ালা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *