Asian Games 2022: চীনের হাংঝৌতে চলছে ১৯তম এশিয়ান গেমস (Asian Games 2022)। গতবার অর্থাৎ ২০১৮’র জাকার্তা গেমসে ৬৯টি পদক-সহ তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করেছিলো ভারতীয় দল। এবার পদকের সংখ্যা ১০০ বা তারও বেশিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে মরিয়া ভারতীয় অ্যাথলিটেরা। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। ইতিমধ্যেই ৫৬টি পদক জিতে নিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। বর্তমানে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের পরেই পদক তালিকায় জ্বলজ্বল করছে ভারতের নাম। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) ইকুয়েস্ট্রিয়ান বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েছেন ভারতের অনুষ আগরওয়াল, হৃদয় বিপুল, দিব্যকৃতি এবং সুদিপ্তী হাজেলা। ৪১ বছর পর এই খেলায় সোনা এলো ভারতের ঘরে। চীনের বিশ্বসেরা জুটিকে হারিয়ে ভারতের টেবিল টেনিস পদক নিশ্চিত করেছেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়।
এশিয়ান গেমসে (Asian Games 2022) ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছিলো ২০১০ সালে। ২০১৪ সালে ইঞ্চিয়ন গেমসেও ছিলো তা। এরপর কেবলমাত্র ২০১৮ সালের জাকার্তা গেমসে জায়গা পায় নি বাইশ গজের দ্বৈরথ। কিন্তু তিনবারের একবারও ভারতের ক্রিকেট দলকে এশিয়ান গেমসে পাঠায় নি বিসিসিআই। গত কমনওয়েলথ গেমসে ভারতীয় নারী দলের সাফল্য অবস্থান বদলাতে বাধ্য করেছে ভারতীয় বোর্ডকে। এবারই প্রথম পুরুষ এবং নারী-উভয় বিভাগেই ক্রিকেটে অংশ নিয়েছে ভারত। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছেন নারীদের প্রতিযোগিতা। প্রত্যাশা মতই ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, তিতাস সাধুরা। মঙ্গলবার থেকে অভিযান শুরু হচ্ছে ভারতের পুরুষদের। সরাসরি কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে খেলবে ভারত। ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়ার লক্ষ্য’ও কেবল সোনা’ই।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
Asian Games ক্রীড়াসূচি-
ভারত বনাম নেপাল (প্রথম কোয়ার্টার ফাইনাল)
ভেন্যু– পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ড, হাংঝৌ, চীন
তারিখ– ০৩ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
সময়– ভোর ৬:৩০ (ভারতীয় সময়)
Pingfeng Campus Cricket Field Pitch Report (পিচ রিপোর্ট)-

এশিয়ান গেমসকে (Asian Games 2022) মাথায় রেখেই চীনের হাংঝৌ’তে গড়ে উঠেছে পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ড। এখনও অবধি এই মাঠের বাইশ গজকে ব্যাটারদের স্বর্গরাজ্য বলা যেতেই পারে। দিন কয়েক আগেই নেপাল এই মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩০০’র গণ্ডীও পেরিয়ে গিয়েছিলো। মাত্র ৯ বলে অর্ধশতক করে নতুন রেকর্ড গড়েছিলেন নেপালের দীপেন্দ্র আইরি (Dipendra Airee)। চীনের এই ক্রিকেট মাঠের পরিধি বিশেষ বড় নয়। বাইশ গজ থেকে স্কোয়্যার বাউন্ডারির দূরত্ব মাত্র ৫৫ মিটার। আর ব্যাটিং ক্রিজের সোজাসুজি বাউন্ডারির দূরত্ব ৬৮ মিটার। ছোটো মাঠের সুবিধা কাজে লাগিয়ে বড় শট মারতে সুবিধা হয় ব্যাটারদের।
৩ তারিখ ভারত বনাম নেপাল ম্যাচেও ব্যাটিং সহায়ক বাইশ গজেরই প্রত্যাশা রাখছেন বিশেষজ্ঞরা। এই মাঠে সর্বোচ্চ রান করার নজির নেপালের। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটের বিনিময়ে ৩১৪ রান করেছিলো তারা। অন্যদিকে সর্বনিম্ন রান করার নজির রয়েছে মঙ্গোলিয়ার নারী দলের। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাত্র ১৫ রানের মধ্যেই অল-আউট হয়ে গিয়েছিলো তারা। পরিসিংখ্যান বলছে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ মিলিয়ে যে কয়টি খেলা হয়েছে তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যাই বেশী। সেই কথা মাথায় রেখে প্রথমে ব্যাটিং বেছে নিতে পারে টসজয়ী দল।
Hangzhou Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

চীনের হাংঝৌ প্রদেশে বসেছে এশিয়ান গেমসের (Asian Games 2022) আসর। ক্রিকেটের আঙিনায় মুখোমুখি ভারত এবং নেপাল। কোয়ার্টার ফাইনালের যুদ্ধ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, অর্থাৎ ৩ অক্টোবর। এই দিন হাংঝৌয়ের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬৩ শতাংশের আশেপাশে, যা খানিক চ্যালেঞ্জের মুখে ফেলবে ক্রিকেটারদের। ১১ কিলমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে।
IND vs NEP হেড টু হেড-
ভারত এবং নেপাল-একে অন্যের বিরুদ্ধে মঙ্গলবারই প্রথমবার নামতে চলেছে টি-২০’র ময়দানে। এর আগে একমাত্র ওডিআই ক্রিকেটের আঙিনার একবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। ২০২৩ সালের এশিয়া কাপের ম্যাচটি আয়োজিত হয়েছিলো শ্রীলঙ্কার ক্যান্ডিতে। শক্তিশালী ভারতের বিপক্ষে নেপাল বেশ ভালো লড়াই করলেও তাদের হারতে হয় ১০ উইকেটে।
সম্ভাব্য একাদশ-
ওপেনার– ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার- রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং
ফিনিশার- শিবম দুবে, জিতেশ শর্মা
বোলার- ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং
উইকেটরক্ষক- জিতেশ শর্মা
নেপালের বিপক্ষের ভারতের সম্ভাব্য একাদশ-
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur